রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অঙ্ক একটি খুব গুরুত্ব পূরণ ভূমিকা নেয়। SSC, CGL, Bank PO, RPF, SSC-GD, UPP, SSC,Railway & all other Exams এ
Mathematics Subject টিতে বেশি করে উত্তর দেওয়ার জন্য প্রতিদিন Site টিতে নজর রাখুন।
* পর্ব - ১.
1. একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ঘন্টা ও 15 ঘন্টায় পূর্ন হয়। নল দুটি একসঙ্গে খোলা হলে চৌবাচ্চাটি পূর্ন হতে কত সময় লাগবে ?
A) 4 ঘন্টা।
B) 5 ঘন্টা।
C) 6 ঘন্টা।
D) 8 ঘন্টা।
2. 5 জন বালকের বয়সের গড় 9 বছর, কিন্তু ওই 5 জন বালক ও তাদের শিক্ষকের গড় বয়স 16 বছর। শিক্ষকের বয়স কত ?
A) 51 বছর।
B) 27 বছর।
C) 49 বছর।
D) 55 বছর।
3. একটি সংখ্যা 10% বাড়ানো হল। ঐ সংখ্যাকে আবার মূল সংখ্যায় ফিরিয়ে আনতে গেলে শতকরা কত কমাতে হবে ?
A) 9 %
B) 11 %
C) 10 %
D) এদের কোনটিই নয়।
4. ( 8 × 8 ) ( 8 × 8 ) ( 81 × 11 ) ( 9 × 0 ) ( 7 × 7 )
A) 3698.
B) 8924.
C) 0.
D) 1258.
5. দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 4420 ও 17 এবং একটি সংখ্যা 221 হলে অপর সংখ্যাটি কত ?
A) 240.
B) 120.
C) 340 .
D) 186.
6. 15 জন কৃষক 18 বিঘা জমি চাষ করতে পারে। সেক্ষেত্রে 20 জন কৃষক মোট কত বিঘা জমি চাষ করতে পারবে ?
A) 20 বিঘা।
B) 22 বিঘা।
C) 34 বিঘা।
D) 24 বিঘা।
7. দুজন লোকের বয়সের অনুপাত 3 : 5 , যদি একজন অপরজনের চেয়ে 24 বছরের বড় হয় তবে কনিষ্ঠ জনের বয়স কত ?
A) 24 বছর।
B) 28 বছর।
C) 36 বছর।
D) 42 বছর।
8. 3, 4 ও 6 এর চতুর্থ সমানুপাতীটি কত ?
A) 9.
B) 8.
C) 6.
D) 12.
9. পাঁচটি সংখ্যার গড় 20, চারটি সংখ্যা হল 16, 18, 14 ও 40 তাহলে পঞ্চম সংখ্যাটি কত ?
A)
B)
C) 12.
D)
10. 5 : 2 , 4 : 3 ও 1 : 2 এর যৌগিক অনুপাত কত ?
A) 1 : 2
B) 2 :1
C) 3 : 5
D) 5 : 3
11 . এক রেডিও বিক্রেতা 5 % লাভে একটি রেডিও বিক্রি করেন, তিনি যদি 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রি করলে 8 % লাভ হত। রেডিওটির ক্রয়মূল্য কত টাকা ?
A) 8000 টাকা।
B) 1000 টাকা।
C) 1200 টাকা।
D) 6000 টাকা।
12. A ও B একটি কাজ একসঙ্গে 30 দিনে করতে পারে, 11 দিন পরে B চলে গেল, A এক বাকি কাজ 57 দিনে শেষ করল। B এক কত দিনে কাজ করবে ?
A) 30 দিন।
B) 45 দিন।
C) 50 দিন।
D) 51 দিন।
> Next
Answer : -
1. C 2. A 3. D 4. A 5. C 6. D 7. C 8. B 9. C 10. D 11. A 12. B
Download Answer PDF - click here.
➤ পোস্টটি ভালোলাগলে বন্ধুদের সাথে WhatsApp শেয়ার করুন।
Mathematics Subject টিতে বেশি করে উত্তর দেওয়ার জন্য প্রতিদিন Site টিতে নজর রাখুন।
* পর্ব - ১.
1. একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ঘন্টা ও 15 ঘন্টায় পূর্ন হয়। নল দুটি একসঙ্গে খোলা হলে চৌবাচ্চাটি পূর্ন হতে কত সময় লাগবে ?
A) 4 ঘন্টা।
B) 5 ঘন্টা।
C) 6 ঘন্টা।
D) 8 ঘন্টা।
2. 5 জন বালকের বয়সের গড় 9 বছর, কিন্তু ওই 5 জন বালক ও তাদের শিক্ষকের গড় বয়স 16 বছর। শিক্ষকের বয়স কত ?
A) 51 বছর।
B) 27 বছর।
C) 49 বছর।
D) 55 বছর।
3. একটি সংখ্যা 10% বাড়ানো হল। ঐ সংখ্যাকে আবার মূল সংখ্যায় ফিরিয়ে আনতে গেলে শতকরা কত কমাতে হবে ?
A) 9 %
B) 11 %
C) 10 %
D) এদের কোনটিই নয়।
4. ( 8 × 8 ) ( 8 × 8 ) ( 81 × 11 ) ( 9 × 0 ) ( 7 × 7 )
A) 3698.
B) 8924.
C) 0.
D) 1258.
5. দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 4420 ও 17 এবং একটি সংখ্যা 221 হলে অপর সংখ্যাটি কত ?
A) 240.
B) 120.
C) 340 .
D) 186.
6. 15 জন কৃষক 18 বিঘা জমি চাষ করতে পারে। সেক্ষেত্রে 20 জন কৃষক মোট কত বিঘা জমি চাষ করতে পারবে ?
A) 20 বিঘা।
B) 22 বিঘা।
C) 34 বিঘা।
D) 24 বিঘা।
7. দুজন লোকের বয়সের অনুপাত 3 : 5 , যদি একজন অপরজনের চেয়ে 24 বছরের বড় হয় তবে কনিষ্ঠ জনের বয়স কত ?
A) 24 বছর।
B) 28 বছর।
C) 36 বছর।
D) 42 বছর।
8. 3, 4 ও 6 এর চতুর্থ সমানুপাতীটি কত ?
A) 9.
B) 8.
C) 6.
D) 12.
9. পাঁচটি সংখ্যার গড় 20, চারটি সংখ্যা হল 16, 18, 14 ও 40 তাহলে পঞ্চম সংখ্যাটি কত ?
A)
B)
C) 12.
D)
10. 5 : 2 , 4 : 3 ও 1 : 2 এর যৌগিক অনুপাত কত ?
A) 1 : 2
B) 2 :1
C) 3 : 5
D) 5 : 3
11 . এক রেডিও বিক্রেতা 5 % লাভে একটি রেডিও বিক্রি করেন, তিনি যদি 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রি করলে 8 % লাভ হত। রেডিওটির ক্রয়মূল্য কত টাকা ?
A) 8000 টাকা।
B) 1000 টাকা।
C) 1200 টাকা।
D) 6000 টাকা।
12. A ও B একটি কাজ একসঙ্গে 30 দিনে করতে পারে, 11 দিন পরে B চলে গেল, A এক বাকি কাজ 57 দিনে শেষ করল। B এক কত দিনে কাজ করবে ?
A) 30 দিন।
B) 45 দিন।
C) 50 দিন।
D) 51 দিন।
> Next
Answer : -
1. C 2. A 3. D 4. A 5. C 6. D 7. C 8. B 9. C 10. D 11. A 12. B
Download Answer PDF - click here.
➤ পোস্টটি ভালোলাগলে বন্ধুদের সাথে WhatsApp শেয়ার করুন।
Tags: Arithmetic
math gulo kore din na ektu....... subidha hoi khub
ReplyDeleteঅবশ্যই করে দেওয়া হবে ।
ReplyDelete