simplification rules (BODMAS) - সরল অঙ্ক করার পদ্ধতি।
সরল করার সময় কী কী কাজ পরপর করতে হয় বা সরল অংকের সূত্র গুলি জানা খুব প্রয়োজন। তাই আজকে আমরা সরলীকরণ এর নিয়ম (Simplification rules) গুলি জানব। সরলীকরণের নিয়মটি হল ⇒ BODMAS. BODMAS rule কী ভাবে কাজ করে তা নিচে দেওয়া হল।
B ⇒ Bracket (বন্ধনী)
O ⇒ Of (এর)
D ⇒ Division (ভাগ) '÷'
M ⇒ Multiplication (গুন) '×'
A ⇒ Addition (যোগ) '+'
S ⇒ Subtraction (বিয়োগ) '-'
* বন্ধনীর (Bracket) ব্যবহার কীভাবে হয় তা নীচে দেওয়া হল।
* বন্ধনীর ব্যবহার *
(i) রেখাবন্ধনী।
(ii) প্রথম বন্ধনী। চিহ্ন - ( )
(iii) দ্বিতীয় বন্ধনী। চিহ্ন - { }
(iv) তৃতীয় বন্ধনী। চিহ্ন - [ ]
* সরল অংক সমাধান করার সময় মনে রাখতে হবে 'এর' কাজ বন্ধনীর কাজের পরে হয়। তাই আমার BODMAS নিয়মকে মেনে চলি।
* সরল অংকের প্রশ্ন -
Tags: Mathematics
Pdf hola valo hoto
ReplyDelete(40÷5)÷4(5-3)=??
ReplyDelete8 ÷ 4 of 2
Delete= 8 ÷ 8
= 1
৮×১/৪এর২=৪
ReplyDelete