রোমান সংখ্যা ১-১০০ পর্যন্ত

রোমান সংখ্যা ১-১০০ পর্যন্ত। 


রোমান সংখ্যা ১-১০০
  রোমান সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা 7 টি মূল চিহ্ন ব্যবহার করে থাকি। এই 7 টি চিহ্ন হল - 
◾I ➦ 1
◾V ➦ 5
◾X ➦ 10
◾L ➦ 50
◾C ➦ 100
◾D ➦ 500
◾M ➦ 1000
রোমান হরফ লেখার ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে। যেমন - 

রোমান সংখ্যা লেখার নিয়মঃ 

◾ রোমান সংখ্যায় কখনও V,L,D কখনও পরপর ব্যবহার করা যায় না।
রোমান সংখ্যায় কেবল মাত্র I, X, C, M পরপর ব্যবহার করা যায়।  
কোন রোমান সংখ্যা পরপর থাকলে সেই সংখ্যা গুলির যোগফল, যেমন - III =  (1 + 1 + 1) = 3
রোমান সংখ্যা লেখার সময় কোন সংখ্যাকে তিন বারের বেশি লেখা যাবে না। 
রোমান সংখ্যার মধ্যে I কেবলমাত্র V এবং X এর থেকে বিয়োগ হয়। 
একমাত্র C, D এবং M থেকে বিয়োগ হবে। 
রোমান সংখ্যা লেখার সময় বড়ো সংখ্যার চিহ্নর বামপাশে ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যাটি সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ হয়ে থাকে। যেমন - IX = (10 - 1) = 9, CD = (500 - 100) = 400
রোমান পদ্ধতিতে কখনও V, L, D বিয়োগ করা যায় না। অর্থাৎ কোন বড়ো সংখ্যার বাম দিকে V, L, D কে বসানো যাবে না। 
রোমান পদ্ধতিতে X কেবল মাত্র L,C,M থেকে বিয়োগ হবে। 
রোমান সংখ্যা লেখার সময় দুটি বড়ো সংখ্যার চিহ্নের মাঝে ছোট সংখ্যা চিহ্ন থাকলে শেষের বড়ো সংখ্যা থেক বিয়োগ হয়। যেমন - XIV = 10 + (5 - 1) = 10 + 4 = 14 
◾ রোমান সংখ্যা লেখার সময় বড়ো সংখ্যার চিহ্নের ডান পাশে ছোট সংখ্যা থাকলে সবসময় যোগ করতে হবে। যেমন - XV = 10 + 5 = 15 

◾ আরও অংকের জন্য আমাদের Math পেজটি দেখুন। 


একশত পর্যন্ত রোমান সংখ্যা (১-১০০)

1/১➦ I
2/২➦ II
3/৩➦ III
4/৪➦ IV
5/৫➦ V
6/৬➦ VI
7/৭➦ VII
8/৮➦ VIII
9/৯➦ IX
10/১০➦ X
11/১১➦ XI
12/১২➦ XII
13/১৩➦ XIII
14/১৪➦ XIV
15/১৫➦ XV
16/১৬➦ XVI
17/১৭➦ XVII
18/১৮➦ XVIII
19/১৯➦ XIX
20/২০➦ XX
21/২১➦ XXI
22/২২➦ XXII
23/২৩➦ XXIII
24/২৪➦ XXIV
25/২৫➦ XXV
26/২৬➦ XXVI
27/২৭➦ XXVII
28/২৮➦ XXVIII
29/২৯➦ XXIX
30/৩০➦ XXX
31/৩১➦ XXXI
32/৩২➦ XXXII
33/৩৩➦ XXXIII
34/৩৪➦ XXXIV
35/৩৫➦ XXXV
36/৩৬➦ XXXVI
37/৩৭➦ XXXVII
38/৩৮➦ XXXVIII
39/৩৯➦ XXXIX
40/৪০➦ XL
41/৪১➦ XLI
42/৪২➦ XLII
43/৪৩➦ XLIII
44/৪৪➦ XLIV
45/৪৫➦ XLV
46/৪৬➦ XLVI
47/৪৭➦ XLVII
48/৪৮➦ XLVIII
49/৪৯➦ XLIX
50/৫০➦ L
51/৫১➦ LI
52/৫২➦ LII
53/৫৩➦ LIII
54/৫৪➦ LIV
55/৫৫➦ LV
56/৫৬➦ LVI
57/৫৭➦ LVII
58/৫৮➦ LVIII
59/৫৯➦ LIX
60/৬০➦ LX
61/৬১➦ LXI
62/৬২➦ LXII
63/৬৩➦ LXIII
64/৬৪➦ LXIV
65/৬৫➦ LXV
66/৬৬➦ LXVI
67/৬৭➦ LXVII
68/৬৮➦ LXVIII
69/৬৯➦ LXIX
70/৭০➦ LXX
71/৭১➦ LXXI
72/৭২➦ LXXII
73/৭৩➦ LXXIII
74/৭৪➦ LXXIV
75/৭৫➦ LXXV
76/৭৬➦ LXXVI
77/৭৭➦ LXXVII
78/৭৮➦ LXXVIII
79/৭৯➦ LXXIX
80/৮০➦ LXXX
81/৮১➦ LXXXI
82/৮২➦ LXXXII
83/৮৩➦ LXXXIII
84/৮৪➦ LXXXIV
85/৮৫➦ LXXXV
86/৮৬➦ LXXXVI
87/৮৭➦ LXXXVII
88/৮৮➦ LXXXVIII
89/৮৯➦ LXXXIX
90/৯০➦ XC
91/৯১➦ XCI
92/৯২➦ XCII
93/৯৩➦ XCIII
94/৯৪➦ XCIV
95/৯৫➦ XCV
96/৯৬➦ XCVI
97/৯৭➦ XCVII
98/৯৮➦ XCVIII
99/৯৯➦ XCIX
100/১০০➦ C

Post a Comment

Previous Post Next Post