Indian History GK Question & Answer (MCQ) Gk Bengali Language for all competitive Exam.
Ancient Indian History Gk Test Series - 1 PDF Download - click here.
a. শাহজাহান।
b. ঔরঙ্গজেব।
c. জাহাঙ্গীর।
d. বাহাদুর শাহ।
2. নাদির শাহ ভারত আক্রমন করছিল -
a. আকবরের আমলে।
b. বাহাদুর শাহর আমলে।
c. মহম্মদ শাহর আমলে।
d. শাহ আলমের আমলে।
3. বিধবা বিবাহ আইন পাশ হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল ?
a. লর্ড বেন্টিঙ্ক।
b. লর্ড ডালহৌসি।
c. লর্ড রিপন।
d.লর্ড ক্যানিং।
4. তুলসীদাস কার রাজত্বকালে ''রামচরিত মানস'' রচনা করে ?
a. আকবর।
b. বাবর।
c. হুমায়ুন।
d. বাহাদুর শাহ।
5. গান্ধীজি চম্পারন আন্দোলন করেছিল -
a. হিন্দু মুসলমানের একতা বজায় রাখার জন্য।
b. নীল চাষীদের সমস্যা সমাধানের জন্য।
c. হরিজনদের অধিকার রক্ষা করার জন্য।
d. আইন অমান্য আন্দোলন।
6. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেন -
a. লর্ড ডালহৌসি।
b. লর্ড রিপন।
c. লর্ড লিটন।
d. লর্ড নর্থব্রুক।
7. পলাশীর যুদ্ধ কবে হয় ?
a. 22 জুন 1757
b. 23 জুন 1757
c. 24 জুন 1757
d. 25 জুন 1757
8. ভারতে প্রথম আফগান শাসন প্রতিষ্ঠা করেন ?
a. ইব্রাহিম লোদী।
b. শেরশাহ শুরি।
c. বহলুল লোদী।
d. সিকান্দর লোদী।
9. ''গুপ্তদের অর্থশাস্ত্র'' বলা হয় কোন গ্রন্থকে ?
a. গন্ধমাদন।
b. কল্পসূত্র।
c. বেদাঙ্গ।
d. উটিসারা।
10. আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি ?
a. অসিরগড়।
b. রায়গড়।
c. মেবার।
d. চিতোর।
<<>> Next.
Answer -
1. a, 2. c, 3. b, 4. a, 5. b, 6. d, 7. b, 8. c 9. d, 10. a
Tags: History mcq