Online Math Practice Set (গণিত সমাধান) for Competitive Exam. Bengali Online Mathematics Practice Set and Math solved free for all competitive examination.
Math Practices Set-
* পর্ব - ৫.
58. যদি A : B = 5 : 4, B : C = 3 : 4 এবং C : D = 2 : 1 হয়, তবে A : B : C এর মান কত ?
A. 15 : 12 : 16
B. 12 : 15 : 16
C. 8 : 16 : 12
D. 5 : 6 : 2
59. নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বড় সংখ্যা -
A. 2/3
B. 3/2
C. 1/6
D. 1/3
60. এক ব্যক্তি 2 টাকায় 4 টি আপেল কিনে 4 টাকায় 2 টি আপেল বিক্রি করে। ব্যক্তিটির শতকরা কত টাকা লাভ হল ?
A. 75%
B. 150%
C. 300%
D. 35%
61. একটি চোর থেকে 400 মিটার দূরে একজন পুলিশ চোরটিকে লক্ষ্য করে তাড়া করল। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 20 কিমি / ঘন্টা ও 22 কিমি / ঘন্টা হলে, 12 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে ?
A. 100 মিটার।
B. 400 মিটার।
C. 0 মিটার।
D. 200 মিটার।
62. কোন দ্রব্য 400 টাকায় বিক্রি করে যত ক্ষতি হয় 554 টাকায় দ্রব্যটি বিক্রি করে তত টাকা লাভ হয়।
দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা ?
A. 467 টাকা।
B. 477 টাকা।
C. 453 টাকা।
D. 487 টাকা।
63. ট্রেনের গতিবেগ 45 কিমি / ঘন্টা। ট্রেনটি 10 সেকেন্ডে একটি ল্যাম্প পোস্টকে ও 14 সেকেন্ডে একটি প্লাটফর্মকে অতিক্রম করলে প্লাটফর্মের দৈর্ঘ কত হবে ?
A. 25 মিটার।
B. 40 মিটার।
C. 50 মিটার।
D. 75 মিটার।
64. এক ব্যক্তি স্রোতের অনুকূলে 18 কিমি পথ 4 ঘন্টায় গিয়ে 12 ঘন্টায় স্রোতের প্রতিকূলে ফিরে আসে। স্রোতের গতিবেগ কত ?
A. 2 কিমি/ঘন্টা।
B. 1.5 কিমি/ঘন্টা।
C. 3 কিমি/ঘন্টা।
D. 1.75 কিমি/ঘন্টা।
65. 10, 12 এবং 15 দিয়ে কোন বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে প্রতিক্ষেত্রে 4 ভাগ শেষ থাকবে ?
A. 64
B. 600
C. 544
D. 964
66. 9,477 সংখ্যাটি কত দিয়ে ভাগ করলে সংখ্যাটি একটি পূর্নঘন সংখ্যা হবে ?
A. 13
B. 11
C. 7
D. 3
67. (16)0.16 × (16)0.04 × (2)0.2 = কত ?
A. 1
B. 2
C. 4
D. 6
previous > Next
Answer.
58. A, 59. B, 60. C, 61. C, 62. B, 63. C, 64. C, 65. D, 66. A, 67. B.
ধন্যবাদ আমাদের ওয়েবসাইটে আসার জন্য। এবিষয়ে আপনার/আপনাদের কোন মতামত বা উপদেশ থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন। এছাড়াও আমাদের WhatsApp Group লিংক উপরে দেওয়া আছে, যদি গণিত বিষয়ে কোন সমস্যা থাকে তাহলে group এ Join হয়ে যেতে পারেন।
Math Practices Set-
* পর্ব - ৫.
58. যদি A : B = 5 : 4, B : C = 3 : 4 এবং C : D = 2 : 1 হয়, তবে A : B : C এর মান কত ?
A. 15 : 12 : 16
B. 12 : 15 : 16
C. 8 : 16 : 12
D. 5 : 6 : 2
59. নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বড় সংখ্যা -
A. 2/3
B. 3/2
C. 1/6
D. 1/3
60. এক ব্যক্তি 2 টাকায় 4 টি আপেল কিনে 4 টাকায় 2 টি আপেল বিক্রি করে। ব্যক্তিটির শতকরা কত টাকা লাভ হল ?
A. 75%
B. 150%
C. 300%
D. 35%
61. একটি চোর থেকে 400 মিটার দূরে একজন পুলিশ চোরটিকে লক্ষ্য করে তাড়া করল। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 20 কিমি / ঘন্টা ও 22 কিমি / ঘন্টা হলে, 12 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে ?
A. 100 মিটার।
B. 400 মিটার।
C. 0 মিটার।
D. 200 মিটার।
62. কোন দ্রব্য 400 টাকায় বিক্রি করে যত ক্ষতি হয় 554 টাকায় দ্রব্যটি বিক্রি করে তত টাকা লাভ হয়।
দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা ?
A. 467 টাকা।
B. 477 টাকা।
C. 453 টাকা।
D. 487 টাকা।
63. ট্রেনের গতিবেগ 45 কিমি / ঘন্টা। ট্রেনটি 10 সেকেন্ডে একটি ল্যাম্প পোস্টকে ও 14 সেকেন্ডে একটি প্লাটফর্মকে অতিক্রম করলে প্লাটফর্মের দৈর্ঘ কত হবে ?
A. 25 মিটার।
B. 40 মিটার।
C. 50 মিটার।
D. 75 মিটার।
64. এক ব্যক্তি স্রোতের অনুকূলে 18 কিমি পথ 4 ঘন্টায় গিয়ে 12 ঘন্টায় স্রোতের প্রতিকূলে ফিরে আসে। স্রোতের গতিবেগ কত ?
A. 2 কিমি/ঘন্টা।
B. 1.5 কিমি/ঘন্টা।
C. 3 কিমি/ঘন্টা।
D. 1.75 কিমি/ঘন্টা।
65. 10, 12 এবং 15 দিয়ে কোন বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে প্রতিক্ষেত্রে 4 ভাগ শেষ থাকবে ?
A. 64
B. 600
C. 544
D. 964
66. 9,477 সংখ্যাটি কত দিয়ে ভাগ করলে সংখ্যাটি একটি পূর্নঘন সংখ্যা হবে ?
A. 13
B. 11
C. 7
D. 3
67. (16)0.16 × (16)0.04 × (2)0.2 = কত ?
A. 1
B. 2
C. 4
D. 6
previous > Next
Answer.
58. A, 59. B, 60. C, 61. C, 62. B, 63. C, 64. C, 65. D, 66. A, 67. B.
ধন্যবাদ আমাদের ওয়েবসাইটে আসার জন্য। এবিষয়ে আপনার/আপনাদের কোন মতামত বা উপদেশ থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন। এছাড়াও আমাদের WhatsApp Group লিংক উপরে দেওয়া আছে, যদি গণিত বিষয়ে কোন সমস্যা থাকে তাহলে group এ Join হয়ে যেতে পারেন।
Tags: Arithmetic
A salesman expects a gain of 13% on his cost price. If in a month his sale was rs 791000, what was his profit.
ReplyDeleteB={2,3,5,7,11,13,17,19}
ReplyDeleteC={3,6,7,8,9}
ক) B×C কত
{৮১➗(৯➗৩)} -(৬Χ৪➗৮+{(২০Χ৩)➗৩} = ?
ReplyDelete