Bengali Current Affairs January 2020 - কারেন্ট অ্যাফেয়ার্স ।

Bengali current affairs January 2020 -  কারেন্ট অ্যাফেয়ার্স ।
Now today read daily current affairs in Bengali language 2020. Most important for all type competitive examination of current affairs 2020 in Bengali PDF download. Download the Bengali current affairs gk PDF by clicking on the link below.

1. ভারতের 47 তম প্রধান বিচারপতির নাম কি ?
উত্তরঃ -  শরদ অরবিন্দ বোবদে।

2. সম্প্রতি সঙ্গীতবিদ পন্ডিত যশরাজের নামে কিসের নামকরন করা হল ?
উত্তরঃ - একটি গ্রহের নামকরণ।

3. প্রথম ভারতীয় পুরুষ হিসাবে প্রবীণ কুমার স্বর্ণপদক জিতলেন ?
উত্তরঃ - উশু ওয়াল্ড চ্যাম্পিয়নশিপ।

4. ''স্বয়ংসিদ্ধা'' প্রকল্পটি কোন রাজ্য সরকার চালু করেছে ?
উত্তরঃ -  পশ্চিমবঙ্গ সরকার।

5. ''The Republican Ethic'' বইটি কিছু নির্বাচিত বক্তৃতার ওপর ভিত্তি করে প্রকাশিত হল। বক্তৃতাগুলি কার ?
উত্তরঃ -  রামনাথ কবিন্দ।

6. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কৈলাস জোশী (90) প্রয়াত হলেন ?
উত্তরঃ - মধ্যপ্রদেশ।

7. সম্প্রতি কোন রাজ্যসরকার চালু করল ভিন রাজ্যের কোন ব্যাক্তি সে রাজ্যে আসতে চাইলে আগাম অনুমতি নিতে হবে ?
উত্তরঃ -  মেঘালয়।

8. ঘূর্ণিঝড় ''বুলবুল'' এর নামকরণ করেছে কোন দেশ ?
উত্তরঃ -  পাকিস্তান।

9. 8 November 2019 কলকাতায় আন্তর্জাতিক চলচিত্র উৎসব কোথায় হল ?
উত্তরঃ -  নেতাজী ইন্ডোর স্টেডিয়াম।

10. টাটা কমিউকেশনস এবং এম ডি ও সিইও কে নিযুক্ত হলেন ?
উত্তরঃ - আমুর এস লক্ষ্মী নারায়ন।

Download Link: - Current Affairs 2020 in Bengali language PDF download.

Post a Comment

Previous Post Next Post