Geography question and answer (Bangla GK) in Bengali GK.

Geography question and answer (Bangla GK) in Bengali GK.  Geography of India (geography gk ) is most important for all type competition examination. 

Geography MCQ question and answer set - 3. Geography question and answer (Bangla GK) in Bengali GK PDF Download link.
1. কর্কট ক্রান্তিরেখা ভারতের কয়টি রাজ্য দিয়ে গিয়েছে ?
(a) 6
(b) 7
(c) 8
(d) 9
2. মাদ্রাজের নাম পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয় কবে ?
(a) 1969
(b) 1970
(c) 1979
(d)  1980
3. লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি ?
(a) সিলভাস।
(b) কাভারাত্তি।
(c) পানাজি।
(d) পন্ডিচেরী।
4. ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্র অসমের ডিব্রুগড় জেলায় (ডিগবয়) কোন পাহাড়ের অবস্থিত ?
(a) তিপাম পাহাড়।
(b) খাসি পাহাড়।
(c) ডাফলা পাহাড়।
(d) মিকির পাহাড়।
5. ভারতের তামাক গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
(a) কটক (ওড়িশা)।
(b) কোয়েম্বাটুর (কেরল)।
(c) চুঁচড়া (পশ্চিমবঙ্গ)।
(d) রাজামুন্ডি (আন্দ্রপ্রদেশ)।
6. ভারতের জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা (NTPC) কবে স্থাপিত হয় ?
(a) 1965
(b) 1975
(c) 1985
(d) 1974
7. নদীয়া জেলার শান্তিপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
(a) অজয়।
(b) চুনী।
(c) ভাগীরথী।
(d) ইচ্ছামতী।
8. ভারত মহাসাগরের মুক্ত কাকে বলা হয় ?
(a) শ্রীলঙ্কা।
(b) লাক্ষাদ্বীপ।
(c) মালদ্বীপ।
(d) কভারত্তি।
9. পৃথিবীর প্রাচীনতম শহর নামে পরিচিত হল কোনটি ?
(a) লন্ডন।
(b) সুইডেন।
(c) এথেন্স।
(d) দামাস্কাস।
10. সবুজ গ্রহ কোন গ্রহটিকে বলা হয় ?
(a) নেপচুন।
(b) প্লুটো।
(c) ইউরেনাস।
(d) পৃথিবী।
11. স্থানীয় বায়ু আঁধি কোন অঞ্চল দিয়ে প্রবাহিত হয় ?
(a) উত্তর-পশ্চিম ভারত।
(b) থরমরুভুমি।
(c) সাহারা মরুভুমি।
(d) রোনা উপত্যকা।
12. ভূমধ্য সাগরের সঙ্গে লোহিত সাগরকে সংযুক্ত করেছে ?
(a) পানামাখাল।
(b) কিয়েল খাল।
(c) শোখাল।
(d) সুয়েজখাল।
13. মায়ানমারের রাজধানীর নাম কি ?
(a) ইয়াঙ্গন।
(b) আবুধাবি।
(c) উলান বাটোরা।
(d) সিওল।
14. ভারতের একটি দক্ষিণ বাহিনী নদীর নাম কোনটি ?
(a) ব্রহ্মপুত্র।
(b) নর্মদা।
(c) তাপ্তী।
(d) সবরমতি।
15. ডালহৌসি শৈলশহরটি কোন রাজ্যে অবস্থিত ?
(a) পশ্চিমবঙ্গ।
(b) হিমাচল প্রদেশ।
(c) তামিলনাড়ু।
(d) মধ্যপ্রদেশ।
 16. আরাবল্লী পর্বতের সর্বোচ্চশৃঙ্গটির নাম কি ?
(a) ধূপগড়।
(b) আনাইমুদি।
(c) গুরুশিখর।
(d) দোদাবেতা।
17. ''বকখালি'' সমুদ্রসৈকতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(a) গোয়া।
(b) কেরালা।
(c) ওড়িশা।
(d)  পশ্চিমবঙ্গ।
18. ''কাঞ্চিকল'' জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত ?
(a) সরাবতী।
(b) ভরাহি।
(c) কাবেরী।
(d) কাঞ্চি।
19. জনসংখার বিচারে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রাজ্যটির নাম কি ?
(a) রাজস্থান।
(b) উত্তরপ্রদেশ।
(c) কর্ণাটক।
(d) মহারাষ্ট্র।
20. কোন রাজ্যটির সীমানা বেশি রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করেছে ?
(a) উত্তর প্রদেশ।
(b) বিহার।
(c) মধ্যপ্রদেশ।
(d) অন্দ্রপ্রদেশ।

উত্তরগুলি :- 1. (c) 8 2. (a) 1969 3. (b) কাভারাত্তি। 4. (a) তিপাম পাহাড়।  5. (d) রাজামুন্ডি (আন্দ্রপ্রদেশ)। 6. (b) 1975 7. (c) ভাগীরথী 8. (a) শ্রীলঙ্কা। 9. (d) দামাস্কাস। 10. (a) নেপচুন। 11. (b) থরমরুভুমি। 12. (d) সুয়েজখাল। 13. (a) ইয়াঙ্গন। 14. (a) ব্রহ্মপুত্র। 15. (b) হিমাচল প্রদেশ। 16. (c) গুরুশিখর। 17. (d)  পশ্চিমবঙ্গ।  18. (b) ভরাহি। 19. (d) মহারাষ্ট্র। 20. (a) উত্তর প্রদেশ।

Post a Comment

Previous Post Next Post