Maths Practice Online.for Competitive exam - শতকরা (Percentage)
1. আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি।
2. বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3,00,000 টাকা হয় তবে কর দেওয়ার পরে এখন দাম কত হবে হিসাব করে লিখি।
3. হিসাব করে মান লিখি :
(i) 80 টাকার 15 %(iii) 2 কিগ্ৰা 250 গ্রাম 0.72 কুইন্ট্যালের শতকরা কত লিখি।
5. জলে হাইড্রজেন ও অক্সিজেন 2 : 1 অনুপাতে আছে। জলের মোট পরিমানে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি।
6. হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1,500 টি বোতল তৈরী হত। এখন তৈরী হয় দৈনিক 1695 টি বোতল। ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি।
7. সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমান যথাক্রমে 75.6%, 23.4% ও 1.36% ; 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি।
8. তৃষা মিলনদাদার বইয়ের দোকান থেকে একটি বি কিনল। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের ওপর পর্যায়ক্রমে (পরপর) 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলনদাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি।
9. একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ 10% বাড়ালাম। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়ল ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি।
10. সময়মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% চার পাওয়া যায়। সময়মতো বিল দিয়ে আমর কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুতের বিলের পরিমান কত ছিল হিসাব করে লিখি।
11. চিনির মূল্য 20% বেড়ে গেছে। তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমান শতকরা কত কম করতে হবে, হিসাব করে লিখি।
12. জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গেলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লিখি।
উত্তরঃ 100/11%
13. উৎপল বাবুর অধিক ফলনশীল ধানবীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপল বাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেয়েছে। এখন জমিতে অধিক ফলনশীল ধানবীজ ব্যবহার করায় তার আয় কত পরিমান না কমবে, হিসাব করে লিখি।
উত্তরঃ +1170
14. একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটার 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন, হিসাব করে লিখি।
উত্তরঃ 52%
15. এই বছরে নন্দলাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়,70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীদের সংখ্যা যদি 120 জন হয়। তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী -
(i) উভয় বিষয়ে A+ পেয়েছে
(ii) শুধু বাংলায় A+ পেয়েছে
(iii) শুধু অঙ্কে A+ পেয়েছে
(iv) উভয় বিষয়ে A+ পায়নি
উত্তরঃ 78, 24, 6, 12
16. আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতনের শতকরা কত পরিবর্ত হল হিসাব করে লিখি।
উত্তরঃ - 4%
17. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হল এবং প্রস্থ 15% হ্রাস করা হল। আয়রক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করি।
উত্তরঃ - 2.25%
18. একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 15 মি., 10 মি.এবং 5 মি.। যদি দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধিকরা হয় তবে চর দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, হিসাব করে লিখি।
উত্তরঃ 21%
19. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লংজাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি, হিসাব করে লিখি (কোনো প্রতিযোগী দুটিতে নাম দেয়নি)।
উত্তরঃ 507
Online maths Practice - Click her.
Tags: Mathematics