Maths Practice Online.for Competitive exam - শতকরা (Percentage)
![](https://1.bp.blogspot.com/-3AR7rvTrqjY/XnxJQyi7I_I/AAAAAAAAAfA/jvv59WidpVEKPhMJ9xMF2bNW-TUB64q5gCLcBGAsYHQ/s320/1.jpg)
1. আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি।
![](https://1.bp.blogspot.com/-YKuHR05qlHc/XnxAUstlIgI/AAAAAAAAAc8/2XKeXOL9KjM8Mul2c_F6Bd8vIn6sK-ucACLcBGAsYHQ/s640/1.jpg)
2. বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3,00,000 টাকা হয় তবে কর দেওয়ার পরে এখন দাম কত হবে হিসাব করে লিখি।
![](https://1.bp.blogspot.com/-tNaKZYgkWF4/XnxA6gyEYsI/AAAAAAAAAdE/H4PaW1L_F8UKj0oMmaKnXyXx-mPStb10QCLcBGAsYHQ/s640/2.jpg)
3. হিসাব করে মান লিখি :
(i) 80 টাকার 15 %![](https://1.bp.blogspot.com/-Dxj_3w2pxZI/XnxBNuoTpXI/AAAAAAAAAdM/PlR9P1vQo2AMg0OTScQ4yyWNWXm2kpwqgCLcBGAsYHQ/s640/3.jpg)
![](https://1.bp.blogspot.com/-d_wjpqicYtU/XnxCJmvTLXI/AAAAAAAAAdU/fh5LLFIUyVktHGwCIWzZTHkTkh3nkuznwCLcBGAsYHQ/s640/3.jpg)
![](https://1.bp.blogspot.com/-bqgzUyMtJd8/XnxCbDRoTuI/AAAAAAAAAdY/0ACklCExSzM7KwyhNH0OVvPcZW9IPFCBQCLcBGAsYHQ/s640/3.jpg)
![](https://1.bp.blogspot.com/-Ic1nMyH74tQ/XnxCzoZTK-I/AAAAAAAAAdk/XwNSuLpleIQLOlmUfAJku3MckkAlBD85QCEwYBhgLKs4DAMBZVoBZ9uTKMWeBgMQx_U5RbE71FHg59kU1TvObac5yJnNzLdoPxNS5xnC2vMWboDk-6CkDqfH3uLe3aI04KTwwjVnmZcXNj-kri_UAIrffQVk5O3NnEi3vJeUnf7zC7idkZkkbF36jFj9uWcs1U3J_-atSz0z_KCxf9fVKuop-PjltsYx1xmCJ66yo03hMktFRQjQdn1In6RK4HYYInBoOyjor0EhEQNfaoEGt8JcQ5W1jzWOLDvUxaBlEA5p9e_HK5xAyrR9CC4vCBS3ZxXRARppKL16s1e_oxwTX5a6m286M8BhtrYh0J23eBKoKhrxyADQnxPdCn7mQhbpm_ddgirs6Pb11lkmrcLrgsCZDcrVbb143xtC0tHZ3zEvnWqOwgWhw0VPu9t3a6CnfbkUKO8-r8JwErKzD35fI1mYyrTq6BXEW4pTVgIjYTo6hYEsJ940Wikx2e1_Z_6qh9hqOh-Fyw_P_cUvywmW78hFzl2BR02epnw_7y_qA1D7dWHxQkMTRKXeX8VCCD2RwM3_P7FaIjyVU5o4DKIHLFBinVJgMX-IQXoz0w8xvuTV7SnqRuzOncVjud7tu53g3NGUR08UQZ-DuZ-gJIMccMNuK8fMF/s640/3.jpg)
![](https://1.bp.blogspot.com/-4-siKhUenoY/XnxDYP9ic1I/AAAAAAAAAdw/8-2tCaAbH0wlblukRANznGNmGA0iRzF1wCLcBGAsYHQ/s640/4.jpg)
![](https://1.bp.blogspot.com/-HL8Oj2GuBDw/XnxEecX8wOI/AAAAAAAAAd8/Xz798E3G1lsFm5O_AmISUOLLsuRt1_HJACEwYBhgLKs4DAMBZVoA0ezFQBhNDSVM7cQKb7Xl5gN686mOdLnKTbalnId0IulrbhCJl4EmB5L17QjDRcFt0iL3h6QuUUzKK86TmmjF0Rfq0CZFQm-So76NtTTwV1V0KPRYLzSL1WLhBdxIjyWorClTAjkfLDNLij__DF3J-8ZK9Cg7GcOSxFFTgQ2jiaHMip1rDfALAK8D12DMEgFdx2L2YRokWY8-iezhr4qV-ADY2icsGnyxgzAawA8xcXrdQZwx_2SulP_Qqw9ZjDzarqAOZKo2eIVahMuqLcg4fv5HJlFZnKD8CMz6KKdmzBWOQMSE_49kNwn03hFEbdTd2tt7hdxA0tg_ToTU8ljaYdBRBzDrX2PWcbPjwiCgIzjEeE4AyH0FwLN-csfs1sKDAQ2Opv4kAztPlqjItGkwdtBgVDXog9BwxxJuQqsx3vMSK7e5FiTX32LVwkRj6PVj6FWiyyMKhX1Rvq1Ccq0KVEyTGKf19mWqLIZoCXSj3WeitZKfSBbLhU00LPIKz9ltMODAEnieLJo047ZHiNZZfKv6QIbyrNqc4mmfiWblpiuFB5XfTN6b-QuU-9kvF2cou_wImIuZJYsAcpWmD_pRUONIprEBrYXPQMOiN8fMF/s640/4.jpg)
(iii) 2 কিগ্ৰা 250 গ্রাম 0.72 কুইন্ট্যালের শতকরা কত লিখি।
![](https://1.bp.blogspot.com/-z96hLPmUErU/XnxE2DlfhpI/AAAAAAAAAeI/Ge_fbYL6kHsC8z4a-zx9juKLWNfb5Be1ACLcBGAsYHQ/s640/4.jpg)
5. জলে হাইড্রজেন ও অক্সিজেন 2 : 1 অনুপাতে আছে। জলের মোট পরিমানে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি।
![](https://1.bp.blogspot.com/-OnmmhSl8OvI/XnxFGHxhBwI/AAAAAAAAAeQ/HdevSkCtDP0liyj5Illd-hamIKuSDsxqwCLcBGAsYHQ/s640/6.jpg)
6. হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1,500 টি বোতল তৈরী হত। এখন তৈরী হয় দৈনিক 1695 টি বোতল। ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি।
![](https://1.bp.blogspot.com/-pAT73slsD-w/Xnw-zTK9QmI/AAAAAAAAAcs/_kA12MFe6Jc0y5aUJ4MllOUJhQN9mVHiwCEwYBhgLKs4DAMBZVoCe6QxdAD1-RohvmSvzsRoDiwoErDgi9k19Gv-VaUYeFQcAaf1Tf4VJALGljwJm75Wqmoh4ZRvEaKceunLEPZ7rrEdyqZfMG9m_iY9ewc4sqYiML3sEir3uN5-XUFntB8lWpihXZsrM05bv0ayR52F4Ds6FFdwLGmaXdIMaL9hKBCbvJEj-TkPazRYFJBpwgUJDMNOpW7tei-j6XeyNE09QW7IU7dTY8nr1g67zuFKSCoZDnM_EszwKVAMwRN3R6XP1FFxRu1x0QK9ITJZErav0x6XPJPxd6ng65veCiFq1mL-5xsypv8xfOk-KA8icCFFMT1TwYSMYYX69EjmjjR5Y-R-kMCXFpHJWGvzJ_YNeiENraiSJ9tUZcU0FXkFn4Ll2mLauH_EYcbW2UqR6_MXmIoVOYCfGEM9an-np9HIzEPliy14NthH-6aDm8v7HkiDQEbF1HgJAVGoNUrXcBmrcOuojXFXZCLr-AWBXbi4RZYaR2N0OFv7hpwwPbigqBbqem5agYUz9JA3N6ITwGZMTxdKmrs2zHQjyIzcdthuJlhdqU_ngduCdwcAH-g_QVrfjbJz0wuisEfRp_5RLlhPef5lTcK0OMPotMK6D8fMF/s640/1.jpg)
7. সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমান যথাক্রমে 75.6%, 23.4% ও 1.36% ; 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি।
![](https://1.bp.blogspot.com/-kMBjOgZBg6k/Xnw_pDr5bbI/AAAAAAAAAcw/ImY6TUEOERMFTjmIHrNvCRg4zKMQUkvewCEwYBhgLKs4DAMBZVoDJEfwmabHyVKKQVoPxWyL9pWUG41UMmpt6Jx1Ltl_2S73Qps43moSiIRaDd-OplpU-AVsEconpWh6KVxAc1yePALrNcHcd6n8vUVt67fOtP4cwV_ycQj5uDMqLxWak15xFZwwx73F33ZHXmH_-s0eamcopSZ2Gdt1vXbArcxHHe2LFxS4tq6Kb_VFR-83s-aIIZqXX8pUVz_09JCgh_CJwR2pgq_bE6DR_7UTS4MuQZebsaSECQjAui4UXBADLjpdRr7YLBib4GBci3jgweHdZhNTsotKfrgN-pBG7hm2fLoMSO7R5ULXwY_UtPueeBIH0VnIhrFpYfFOjyf_NHbQSGcj1zE93F37DkGApLJrOepf9rFlV3VOcmonlZWn6j3bucJN136yLrH7yNbEMVYn06oJiIEOnWHlf_1tEmGxZsGTxWxj1TxYalHw4EGCluJlOmoMPCeV5drXyrMGR1nKiGBPeX7mrX-bZPa8UaMuDld0c4Z9EYtbYj1ohQMaf1ZC28Lkj5ErT9ZhhyQbCK-swr9TBTgU3SSO01dckdeNCTBkFYw461pY6cDgmGIfCh1cScGd5W1hg4V0CorWXiPrP0LGEAPTix8LEMKeE8fMF/s640/7.jpg)
8. তৃষা মিলনদাদার বইয়ের দোকান থেকে একটি বি কিনল। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের ওপর পর্যায়ক্রমে (পরপর) 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলনদাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি।
![](https://1.bp.blogspot.com/-yBTeEvLr9Jw/XnxFmmWzPRI/AAAAAAAAAec/7rC07PKIxvcGy-vDEa51BiVt3_mGJfA9QCLcBGAsYHQ/s640/8.jpg)
9. একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ 10% বাড়ালাম। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়ল ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি।
![](https://1.bp.blogspot.com/-ahcV_dB_tYQ/XnxF5RZxYFI/AAAAAAAAAek/uzRPV20kpfoHfYyNX-YXK4L3i76VFdM2QCLcBGAsYHQ/s640/9.jpg)
10. সময়মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% চার পাওয়া যায়। সময়মতো বিল দিয়ে আমর কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুতের বিলের পরিমান কত ছিল হিসাব করে লিখি।
![](https://1.bp.blogspot.com/-zfzxxEga8Ds/XnxGMVASeaI/AAAAAAAAAeo/JzxPOj6Xwfc10FduHnWQTHlMW2f2BMtQQCLcBGAsYHQ/s640/10.jpg)
11. চিনির মূল্য 20% বেড়ে গেছে। তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমান শতকরা কত কম করতে হবে, হিসাব করে লিখি।
![](https://1.bp.blogspot.com/-2DavMmxKzfY/XnxGdXYhanI/AAAAAAAAAe0/t7pagMgncbkvpWEV4tSV5h0xtI9m7Tg2gCLcBGAsYHQ/s640/11.jpg)
12. জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গেলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লিখি।
উত্তরঃ 100/11%
13. উৎপল বাবুর অধিক ফলনশীল ধানবীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপল বাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেয়েছে। এখন জমিতে অধিক ফলনশীল ধানবীজ ব্যবহার করায় তার আয় কত পরিমান না কমবে, হিসাব করে লিখি।
উত্তরঃ +1170
14. একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটার 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন, হিসাব করে লিখি।
উত্তরঃ 52%
15. এই বছরে নন্দলাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়,70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীদের সংখ্যা যদি 120 জন হয়। তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী -
(i) উভয় বিষয়ে A+ পেয়েছে
(ii) শুধু বাংলায় A+ পেয়েছে
(iii) শুধু অঙ্কে A+ পেয়েছে
(iv) উভয় বিষয়ে A+ পায়নি
উত্তরঃ 78, 24, 6, 12
16. আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতনের শতকরা কত পরিবর্ত হল হিসাব করে লিখি।
উত্তরঃ - 4%
17. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হল এবং প্রস্থ 15% হ্রাস করা হল। আয়রক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করি।
উত্তরঃ - 2.25%
18. একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 15 মি., 10 মি.এবং 5 মি.। যদি দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধিকরা হয় তবে চর দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, হিসাব করে লিখি।
উত্তরঃ 21%
19. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লংজাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি, হিসাব করে লিখি (কোনো প্রতিযোগী দুটিতে নাম দেয়নি)।
উত্তরঃ 507
Online maths Practice - Click her.
Tags: Mathematics