সিন্ধু সভ্যতার কয়েকটি প্রত্নক্ষেত্র, শহর ও বন্দর সমুহ - Ancient History of India gk in bengali.
*হরপ্পা*
ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত হরপ্পা প্রত্নক্ষেত্রটি। যা বর্তমান পাকিস্তানের মন্টগোমারি জেলায় অবস্থিত। এই হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে।
*মহেন-জো-দারো*
মহেন-জো-দারো প্রত্নক্ষেত্রটি রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে সিন্ধু নদীর তীরে আবিষ্কার করেন। মহেন-জো-দারো প্রত্নক্ষেত্রটি সিন্ধুপ্রদেশের লারাকান জেলায় অবস্থিত।
*সুতকাজেনদোর*
সুতকাজেনদোর প্রত্নক্ষেত্রটি 1927 খ্রিস্টাব্দে অরেল স্টেইন দাস্ত নদীর তীরে আবিষ্কার করেন। মারাকানা উপকূলের কাছাকাছি বেলুচিস্তানে সুতকাজেনদোর প্রত্নক্ষেত্রটি অবস্থিত।*চানহুদরো*
*রংপুর*
এম এস ভাটস 1935 খ্রিস্টাব্দে ভাদর নদীর তীরে অবস্থিত এই রংপুর প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন।
*রুপার*
1953 সালে ওয়াই ডি শর্মা পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে অবস্থিত রুপার প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন।
*কালিবঙ্গান*
রাজস্থানের ঘর্ঘরা নদীর বাম তীরে অবস্থিত কালিবঙ্গান প্রত্নক্ষেত্রটি বি কে থাপার 1960 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন।
*বানওয়ালী*
বর্তমানে হরিয়ানার হিসার অঞ্চলে বানওয়ালী প্রত্নক্ষেত্রটি 1974 খ্রিস্টাব্দে আর এস বিস্ত আবিষ্কার করেন।
*আমরি*
1935 খ্রিস্টাব্দে ননীগোপাল মজুমদার সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে আমরি প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন।
*বালাকোটা*
পাকিস্তানের বেলুচিস্তানের নিকট জর্জ এফ ডেলস 1963 খ্রিস্টাব্দে বালাকোটা প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন।
*লোথাল*
1954 খ্রিস্টাব্দে গুজরাটের ভোগাবর নদীর তীরে এস আর রাও লোথাল আবিষ্কার করেন। লোথাল একটি সামুদ্রিক বন্দর।
*সুরকোটাদা*
জগৎপতি জোসি গুজরাটের কচ্ছের জেলায় 1970 খ্রিস্টাব্দে সুরকোটাডা কেন্দ্রটি আবিষ্কার করেন।
* ধোলাভির*
গুজরাটের কচ্ছের জেলায় 1967 খ্রিসব্দে জগৎপতি যদি ধোলাভির ক্ষেত্রটি আবিষ্কার করেন।2000+ Indian History short question and answer pdf gk in Bengali
Tags: History gk in bengali