Indian History question and answer GK in bengali
History Quiz/mcq GK in bengali -1
Indian History mcq gk in Bengali pdf for all type competitive examination. (a) লোহা।
(b) ব্রোঞ্জ।
(c) স্টিল।
(d) তামা
2. চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয় ?
(a) 1783
(b) 1791
(c) 1813
(d) 1793
3. কোন সালে নেতাজী সুভাষ চন্দ্র বেশ দেশত্যাগ করেছিলেনা ?
(a) 1942
(b) 1940
(c) 1941
(d) 1943
4. নিচের কোন ব্যক্তি গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য বিখ্যাত ছিল ?
(a) আর্যভট্ট।
(b) শুশ্রুত।
(c) শৌনক।
(d) চরক।
5. ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দেমাতরম গান গাওয়া হয় ?
(a) 1896
(b) 1976
(c) 1887
(d) 1997
6. নিম্নলিখিত কোন ঘটনাটির জন্য চোলরা বিখ্যাত ছিল ?
(a) রাষ্ট্রকূটদের সঙ্গে যুদ্ধ।
(b) গ্রামসভা।
(c) তামিল সংস্কৃতির উদ্ভব।
(d) উলঙ্গ আদিকাল।
7. কত খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ শুরু হয় ?
(a) 606
(b) 608
(c)612
(d)605
8. কে প্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন ?
(a) ক্যানিংহাম ।
(b) বার্জেস।
(c) রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
(d) প্রিন্সেপ।
9. হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল ?
(a) সিন্ধু।
(b) ঘর্ঘরা।
(c) রাবি বা ইরাবতী।
(d) শতদ্রু।
10. লোথাল প্রত্নক্ষেত্রটি কে আবিষ্কার করেন ?
(a) দয়ারাম সাহানি।
(b) রাখাল দাস বন্দ্যোপাধ্যায়।
(c) ননীগোপাল মজুমদার।
(d) এস আর রাও।
11. চৌসারের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল ?
(a) বাবর ও শেরশাহ।
(b) শেরশাহ ও হুমায়ুন।
(c) বাবার ও সুলতান মামুদ লোদী।
(d) হুমায়ুন ও হিমু।
12. তালিকোটরার (1565 খ্রিস্টাব্দ) যুদ্ধে কে জয়লাভ করেন ?
(a) রাম রায়।
(b) হাসেন নিজাম।
(c) সন্ধি হয়েছিল।
(d) এদের কেউ নয়।
13. কে প্রথম কদফিস নাম পরিচিত ছিল ?
(a) হবিস্ক।
(b) কনিষ্ক।
(c) পুষ্যমিত্র।
(d) বিম কদফিস।
14. বাণভট্ট কোন গ্রন্থটি রচনা করেছেন ?
(i) কাদম্বরী। (ii) হর্ষচরিত। (iii) ঋতুসংহার। (iv) মেগুটির জৈন।
(a) ii
(b) i, ii.
(c) i, ii, iii.
(d) i, ii, iii, iv.
15. লবন সত্যাগ্রহের সময় যখন মহাত্মা গান্ধী বন্দি হন তখন কে নেতৃত্ব দিয়েছিলেন ?
(a) আব্বাস তৈয়বাজি।
(b) মৌলানা আবুল কালাম আজাদ।
(c) আচার্য বিনোবা ভাবে।
(d) সর্দার বল্লভভাই প্যাটেল।
16. আলাউদ্দিন খলজি চারটি বিভিন্ন বাজার গঠন করেন। এর মধ্যে 'মান্ডি' কিসের সঙ্গে যুক্ত ?
(a) কেন্দীয় বাজার।
(b) বস্ত্র ও নিত্য প্রয়োজনীয় বাজার।
(c) দাস ও পশু বাজার।
(d) কৃষি পণ্য।
17. 1919 সালে রাওলাট আইন কবে পাশ হয় ?
(a) 18 ফেব্রুয়ারি।
(b) 18 মার্চ।
(c) 23 ফ্রেব্রুয়ারি।
(d) 23 মার্চ।
18. 'মঝঝিম পন্থা'-র কথা কে বলেছেন ?
(a) গৌতম বুদ্ধ।
(b) মহাবীর।
(c) গুরু নানক।
(d) হজেরত মহম্মদ।
19. নিচের কোন জোড়াটি ভুল আছে ?
(a) বাক্পতি-স্বপ্নবাসদত্তা।
(b) সন্ধ্যাকর নন্দী - রামচরিত মানস।
(c) বাণভট্ট - হর্ষচরিত।
(d) কৌটিল্য - অর্থশাস্ত্র।
20. সেন বংশের স্বাধীন রাজার নাম কী ?
(a) বল্লাল সেন।
(b) লক্ষণ সেন।
(c) বিজয় সেন।
(d) হেমন্ত সেন।
2000+ Indian History mcq gk in bengali. click here.
Indian History mcq gk in Bengali pdf Download. Click here.