Indian History Short question and answer gk in Bengali - ভারতবর্ষের কয়েকজন রাজা ও তাদের উপাধি।
ভারতবর্ষের কয়েকজন রাজা ও তাদের উপাধি গুলি দেওয়া হল, যা প্রশ্ন উত্তরের আকারে দেওয়া আছে।
2000+ Indian History short question and answer pdf gk in Bengali.
1. সমুদ্রগুপ্তের উপাধি কি ছিল ?
⇒ ভারতের নেপলিয়ন, কবিরাজ, লিচ্ছবিদৌহিত্র।
2. দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল ?
⇒ বিক্রমাদিত্য ও শকারি।
3. কৃষ্ণদেব রায় এর উপাধি কি ছিল ?
⇒ অন্ধ্রভোজ।
4. রাজা অশোকের উপাধি কি ছিল ?
⇒ প্রিয়দর্শী দেবনাম।
5. শিবাজীর উপাধি কি ছিল ?
⇒ ছত্রপতি, গো ব্রাহ্মণ প্রতিপালক।
6. রাজেন্দ্র চোলের উপাধি কি ছিল ?
⇒ গঙ্গাইকন্ড।
7. অজাতশত্রুর উপাধি কি ছিল ?
⇒ কুনিক।
8. ধননন্দর উপাধি কি ছিল ?
⇒ আগ্রাসন।
9. দ্বিতীয় পুলকেশীর উপাধি কি ছিল ?
⇒ দক্ষিনাপথনাথ।
10. স্কন্দগুপ্তর উপাধি কি ছিল ?
⇒ ভারতের রক্ষাকর্তা।
11. শ্রেণিক কোন রাজার কার উপাধি ছিল ?
⇒ বিম্বিসার।
12. শিলাদিত্য ও সকলোত্তরপথনাথ কার উপাধি ছিল ?
⇒ হর্ষবর্ধন।
13. নরেন্দ্রাদিত্য ও গৌড়াধম কার উপাধি ছিল ?
⇒ শশাঙ্কের।
14. দৈবপুত্র ও দ্বিতীয় অশোক নাম কে পরিচিত ছিলেন ?
⇒ কনিষ্ক।
15. হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয় ?
⇒ আমির খসরু।
16. ভারতের ইতিহাসে পাগলা রাজা নাম কে পরিচিত ছিল ?
⇒মহম্মদ বিন তুঘলক।
17. কুতুবউদ্দিন আইবকের উপাধি কি ছিল ?
⇒ লাখবক্স।
18. ভারতের ইতিহাসে জিন্দাপীর নাম কে পরিচিত ?
⇒ ঔরঙ্গজেব।
19. প্রথম নরসিংহ বর্মন এর উপাধি কি ?
⇒ বাতাপিকোন্ড, মহামল্ল।
20. আলাউদ্দিন খলজির উপাধি কি ছিল ?⇒ দ্বিতীয় আলেকজান্ডার, সিকান্দর-ই-সাহনী।
21. লক্ষণ সেনের উপাধি কি কি ছিল ?
⇒ গৌড়েশ্বর, পরমবৈষ্ণব,অরি-রাজ-মদন-শঙ্কর।
22. স্যান্ডোকোটাস কোন রাজার উপাধি ?
⇒ চন্দ্রগুপ্ত মৌর্য।
23. মহাপদ্মনন্দর উপাধি কি ছিল ?
⇒ দ্বিতীয় পরশুরাম,উগ্রসেন।
24. গৌতমীপুত্র সাতকর্নীর কি উপাধি ছিল ?
⇒ বিন্ধ্যাধিপতি।
25. ধর্মপালের উপাধি কি চিল ?
⇒উত্তরপথস্বামীন।
Tags: History gk in bengali