GK in Bengali PDF - জিকে প্রশ্ন উত্তর।

GK in Bengali PDF - জিকে প্রশ্ন উত্তর। 


GK in Bengali MCQ Practice set - 1 for all type competition examination.

1. " চাক দে ইন্ডিয়া " চলচিত্রে শাহরুখ খান কোন চরিত্রে অভিনয় করেন ?
(ক) শাহরুখ খান।
(খ) কবীর খান।
(গ) আকবর খান।
(ঘ) আবু।

2. " কিলোওয়াট ঘন্টা " দ্বারা কোন ভৌত রাশির পরিমাপ করা হয় ?
(ক) তড়িৎ শক্তি।
(খ) তড়িৎ প্রবাহমাত্র।
(গ) তড়িৎ ক্ষমতা।
(ঘ) তড়িৎ বিভব প্রভেদ।

3. চাঁদে দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা -
(ক) আস্তে শুনবে।
(খ) স্বভাবিক শুনবে।
(গ)  জোরে শুনবে।
(ঘ) আদৌ শুনতে পাবেন না।

4. আদিনা মসজিদ কোথায় অবস্থিত ?
(ক) পাণ্ডুয়া।
(খ) অজন্তা।
(গ) সঁচী।
(ঘ) পুরুষপুর।

5. খনিজ তেল কোন শিলার তরল রূপ ?
(ক) আগ্নেয় শিলা।
(খ) রূপান্তরিত শিলা।
(গ) চূর্ণকময় শিলা।
(ঘ) পাললিক শিলা।

Math practice set in Bengali - অঙ্ক প্র্যাকটিস সেট।

6. নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর তীরে অবস্থিত ?
(ক) কাবেরী।
(খ) কৃষ্ণা।
(গ) গোদাবরী।
(ঘ) তুঙ্গা।

7. রাজ্যসভার সভাপতিত্ব কে করেন ?
(ক) প্ৰধানমন্ত্ৰী।
(খ) স্পীকার।
(গ) উপরাষ্ট্রপতি।
(ঘ) রাষ্ট্রপতি।

8. শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ?
(ক) গুরুনানক।
(খ) গুরু অর্জুন।
(গ) গুরু তেগবাহাদুর।
(ঘ) গুরুগোবিন্দ সিং।

9. গুজরাটের প্রধান বন্দরের নাম হল -
(ক) পোর বন্দর।
(খ) সুরাট।
(গ) ওখা।
(ঘ) কান্ডালা

10. স্কার্ভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা ?
(ক) ভিটামিন - B-12
(খ) ভিটামিন - K
(গ) ভিটামিন - C
(ঘ) ভিটামিন - D

GK in Bengali Version pdf download - click here.

Answer:

1. খ
2. গ
3. ঘ
4. ক
5. ঘ
6. খ
7. গ
8. ক
9. ঘ
10. গ 

Post a Comment

Previous Post Next Post