Math short question and answer in Bengali set 7 - গণিত প্রশ্ন ও উত্তর।
Math practice set 7 in Bengali for all type competition examination.
1. একটি চৌবাচ্চা A নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয় ও B নল দ্বারা 10 মিনিটে খালি হয়। অর্ধেক জল পূরণ অবস্থায় নল দুটি একসাথে খুললে কতক্ষনে এর 3/4 অংশ পূর্ণ হবে ?
ক. 19/3 মিনিটে।
খ. 5 মিনিটে।
গ. 10 মিনিটে।
ঘ. 2 মিনিটে 30 সেকেন্ডে।
2. 5625 টাকা A,B,C এর মধ্যে এমন ভাবে ভাগ করা হল জাতের A এক B ও C এর অর্ধেক পায় এবং B পায় A ও C এর 1/4 অংশ, B অপেক্ষা A কত টাকা বেশি পায় ?
ক. 750 টাকা।
খ. 850 টাকা।
গ. 650 টাকা।
ঘ. 500 টাকা।
3. 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 13/3 গুন ছিল। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 17/7 গুন হবে। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত ?
ক. 65
খ. 100
গ. 75
ঘ. 90
4. 11 টি সংখ্যার গড় 10.9 ; যদি প্রথম 6 টি সংখ্যার গড় 10.5 এবং শেষের 6 টি সংখ্যার গড় 11.4 হয় , তবে ষষ্ঠ সংখ্যাটি কত হবে ?
ক. 11.3
খ. 11.4
গ. 11.5
ঘ. 11.2
5. এক ব্যক্তি একটি রেডিও বাজার দামের 20 % কমে কিনল এবং বাজার দামের 20 % বেশিতে বিক্রি করল। তার কত শতাংশ লাভ হল ?
ক. 50%
খ. 40%
গ. 0%
ঘ. 20%
6. সমহরে 300 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 3 বছরের সরল সুদ একত্রে 150 টাকা হলে সুদের হার নির্নয় কর ?
ক. 4%
খ. 5%
গ. 6%
ঘ. 8%
7. P এর 30% = Q এর 40% হলে Q এর মান হবে -
ক. P এর 75%
খ. P এর 8%
গ. P এর 65%
ঘ. P এর 55%
8. দুধের সাথে জল 5 : 1 অনুপাতে মেশানো হল। যদি প্রতি লিটার দুধের দাম 12.00 টাকা হয়, তবে এই মিশ্রিত দুধের প্রতি লিটার দাম হবে -
ক. 11.00 টাকা।
খ. 10.50 টাকা।
গ. 10.75 টাকা।
ঘ. 10.00 টাকা।
9. দুটি সংখ্যার অনুপাত 2 : 3 এবং তাদের লসাগু 54 হলে সংখ্যা দুটির যোগফল হল -
ক. 48
খ. 45
গ. 63
ঘ. 36
10. তিনজন দৌড়বিদ যদি একটি চক্রাকার পথে দৌড়াতে শুরু করে ও একটি চক্র যথাক্রমে 24 মিনিট, 30 মিনিট ও 45 মিনিটে শেষ করে। জড়িতরা একই বিন্দু থেকে একই দিকে দৌড়ায় তাহলে কত সময় পরে তারা আবার একত্র হবে।
ক. 9/2 ঘন্টা।
খ. 7/2 ঘন্টা।
গ. 6 ঘন্টা।
ঘ. এদের কোনটি নয়।
math short question and answer in bengali - click here.
প্রতিদিন এধরনের অঙ্ক প্রশ্ন ও উত্তর পেতে WhatsApp Group এ Join করুন।
Click Here.
Answer:
1. ঘ
2. ক
3. খ
4. গ
5. ক
6. খ
7. ক
8. ঘ
9. খ
10. গ
Math practice set 7 in Bengali for all type competition examination.
1. একটি চৌবাচ্চা A নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয় ও B নল দ্বারা 10 মিনিটে খালি হয়। অর্ধেক জল পূরণ অবস্থায় নল দুটি একসাথে খুললে কতক্ষনে এর 3/4 অংশ পূর্ণ হবে ?
ক. 19/3 মিনিটে।
খ. 5 মিনিটে।
গ. 10 মিনিটে।
ঘ. 2 মিনিটে 30 সেকেন্ডে।
2. 5625 টাকা A,B,C এর মধ্যে এমন ভাবে ভাগ করা হল জাতের A এক B ও C এর অর্ধেক পায় এবং B পায় A ও C এর 1/4 অংশ, B অপেক্ষা A কত টাকা বেশি পায় ?
ক. 750 টাকা।
খ. 850 টাকা।
গ. 650 টাকা।
ঘ. 500 টাকা।
3. 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 13/3 গুন ছিল। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 17/7 গুন হবে। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত ?
ক. 65
খ. 100
গ. 75
ঘ. 90
4. 11 টি সংখ্যার গড় 10.9 ; যদি প্রথম 6 টি সংখ্যার গড় 10.5 এবং শেষের 6 টি সংখ্যার গড় 11.4 হয় , তবে ষষ্ঠ সংখ্যাটি কত হবে ?
ক. 11.3
খ. 11.4
গ. 11.5
ঘ. 11.2
5. এক ব্যক্তি একটি রেডিও বাজার দামের 20 % কমে কিনল এবং বাজার দামের 20 % বেশিতে বিক্রি করল। তার কত শতাংশ লাভ হল ?
ক. 50%
খ. 40%
গ. 0%
ঘ. 20%
6. সমহরে 300 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 3 বছরের সরল সুদ একত্রে 150 টাকা হলে সুদের হার নির্নয় কর ?
ক. 4%
খ. 5%
গ. 6%
ঘ. 8%
7. P এর 30% = Q এর 40% হলে Q এর মান হবে -
ক. P এর 75%
খ. P এর 8%
গ. P এর 65%
ঘ. P এর 55%
8. দুধের সাথে জল 5 : 1 অনুপাতে মেশানো হল। যদি প্রতি লিটার দুধের দাম 12.00 টাকা হয়, তবে এই মিশ্রিত দুধের প্রতি লিটার দাম হবে -
ক. 11.00 টাকা।
খ. 10.50 টাকা।
গ. 10.75 টাকা।
ঘ. 10.00 টাকা।
9. দুটি সংখ্যার অনুপাত 2 : 3 এবং তাদের লসাগু 54 হলে সংখ্যা দুটির যোগফল হল -
ক. 48
খ. 45
গ. 63
ঘ. 36
10. তিনজন দৌড়বিদ যদি একটি চক্রাকার পথে দৌড়াতে শুরু করে ও একটি চক্র যথাক্রমে 24 মিনিট, 30 মিনিট ও 45 মিনিটে শেষ করে। জড়িতরা একই বিন্দু থেকে একই দিকে দৌড়ায় তাহলে কত সময় পরে তারা আবার একত্র হবে।
ক. 9/2 ঘন্টা।
খ. 7/2 ঘন্টা।
গ. 6 ঘন্টা।
ঘ. এদের কোনটি নয়।
math short question and answer in bengali - click here.
প্রতিদিন এধরনের অঙ্ক প্রশ্ন ও উত্তর পেতে WhatsApp Group এ Join করুন।
Click Here.
Answer:
1. ঘ
2. ক
3. খ
4. গ
5. ক
6. খ
7. ক
8. ঘ
9. খ
10. গ
Tags: Mathematics