80 History Short Questions and Answer in Bengali - ইতিহাস প্রশ্ন ও উত্তর।

80 History Short Questions and Answer in Bengali - ইতিহাস প্রশ্ন ও উত্তর।

হ্যালো বন্ধুরা, 
        আজকে আমরা তোমাদের সাথে তাই শেয়ার করছি 80 history question and answer for competitive exams. আরও এ ধরনের history GK in Bengali পড়ার জন্য আমাদের ব্লগটি প্রতিনিয়ত দেখতে থাকুন।
১. গভর্ন জেনারেল লর্ড মেয়োকে কে হত্যা করেন ?
উত্তর: শের আলী।
২. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে করা হয়েছিল ?
উত্তর: ১৯৩০।
3. ঋকবেদে চেনাব নদী কি নামে উল্লিখিত ছিল ?
উত্তর: অক্ষিনি।
৪. চোখের বালি উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো ?
উত্তর: বঙ্গদর্শন।
৫. মিলিন্দপঞ্চহো ছিল - 
উত্তর: ব্যাকট্রিয় গ্রিক রাজা মিনান্দার এর সঙ্গে নাগসেন এর কথোপকথন।


৬. মিত্র মেলার পরিবর্তিত নাম কি ?
উত্তর: জাতীয় মেলা।
৭. আয়স্ট ও রেন্ডকে কে হত্যা করেন ? 
উত্তর: চাপেকর ভাতৃদ্বয়।
৮. 'বেতার জগৎ' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর: প্রেমাঙ্কুর আতর্থী।
৯. সিন্ধু সভ্যতার সমকালীন  সুতকাজেনদে‌র শহরটি আবিষ্কারক কে ছিলেন ?
উত্তর: অরেলস্টাইন।
১০. সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা কে করেন ?
উত্তর: জ্যোতিবা ফুলে।
১১. শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেন ?
উত্তর: দয়া নন্দ সরস্বতী।
১২. মিরাত-উল-আকবর সংবাদপত্রটি কে প্রকাশ করেন ?
উত্তর: রাজা রামমোহন রায়।
১৩. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে প্রণয়ন করেন ?
উত্তর: লর্ড নর্থব্রুক।
১৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে বাংলার কোন বিদ্রোহের কাহিনী বর্ণিত হয়েছে ?
উত্তর: সন্ন্যাসী বিদ্রোহ।
১৫. কংগ্রেস কোন গোলটেবিল বৈঠকে যোগদান করেন ?
উত্তর: দ্বিতীয় ।
১৬. বয়কট আন্দোলনের কথা প্রথম উচ্চারিত হয়েছিল কোন পত্রিকায় ?
উত্তর: সঞ্জীবনী।
১৭. ভারত সভা কবে স্থাপিত হয়েছিল ?
উত্তর: ১৮৭৬ ।
১৮. সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: গোখলে।
১৯. ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?
উত্তর: মাদাম কামা কে।
২০. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয় ?
উত্তর: ১৯২০ ।
২১. চিত্রশিল্পী মনসুর কোন মোগল সম্রাটের রাজসভায় অলংকৃত করেছিলেন ?
উত্তর: জাহাঙ্গীর।
২২. রাজা হর্ষবর্ধন কর্তিক দুটি বৃহৎ ধর্মীয় সম্মেলন আয়োজিত হয়েছিল কোথায় ?
উত্তর: কনৌজ ও প্রয়াগ।
২৩. স্বদেশী আন্দোলনের সমালোচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসের মাধ্যমে ?
উত্তর: ঘরে বাইরে।
২৪. 'বোঘাজ কোই' বা 'এশিয়া মাইনর অঞ্চল' লিপি থেকে কোন সময় সম্পর্কে জানা যায় ?
উত্তর: আর্যদের আগমন সম্পর্কে জানা যায়।
২৫. ভারতে আসার সমুদ্র পথ আবিষ্কার করেন কোন ইউরোপীয় নাবিক ?
উত্তর: ভাস্কো দা গামা।
২৬. 'অদ্বৈত' বলা হতো কার দর্শনকে ?
উত্তর: শঙ্করাচার্য।
২৭. মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব পাশ করে আনুষ্ঠানিকভাবে কত সালে ?
উত্তর: ১৯৪০ সালে।
২৮. আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের হয়েছে সওয়াল করেন ?
উত্তর: চিত্তরঞ্জন দাস।
২৯. অরবিন্দ ঘোষ কে গ্রেফতার করা হয়েছিল কোন মামলায় ?
উত্তর: আলিপুর বোমা মামলায়।
৩০. যতীন্দ্র নাথ মুখার্জী কি নামে পরিচিত ছিলেন ?
উত্তর: বাঘাযতীন।
৩১. মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন ?
উত্তর: রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
৩২. ষোড়শ মহাজনপদের অন্তর্গত কোন রাজ্যের রাজধানীর নাম ছিল বিরাটনগর ?
উত্তর: মৎস্য রাজ্যের।
৩৩. শের-ই আদল বলতে কি বোঝানো হতো ?
উত্তর: বাজার।
৩৪. জগন্নাথ পন্ডিতের দুটি কাব্যের নাম লেখ ?
উত্তর: গঙ্গাধর ও গঙ্গালোহরী।
৩৫. শেষতম জৈন তীর্থঙ্কর এর নাম কি ?
উত্তর: মহাবীর।
৩৬. এলাহাবাদ প্রশস্তিতে কার সম্বন্ধে জানা যায় ?
উত্তর: গুপ্ত রাজা সমুদ্র গুপ্ত।
৩৭. ষোড়শ মহাজনপদের দক্ষিনে অবস্থিত মহাজনপদটির নাম কি ছিল ?
উত্তর: অস্মক।
৩৮. রত্নাবলী নাটকটি কে রচনা করেছিলেন ?
উত্তর: হর্ষবর্ধন।
৩৯. শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল ?
উত্তর: কর্ণসুবর্ণ।
৪০. হর্ষবর্ধন কোন চালুক্য রাজার কাছে পরাজিত হয়েছিলেন ?
উত্তর: দ্বিতীয় পুলকেশী।
৪১. আরজুমান্দ বানু বেগম ভারতের ইতিহাসে কি নামে পরিচিত ?
উত্তর: মমতাজ।
৪২. মৌর্য বংশের শেষ সম্রাট এর নাম কি ছিল ?
উত্তর: বৃহদ্রথ।
৪৩. বিক্রমশীলা মহাবিহার এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: ধর্মপাল।
৪৪. ভারতের দ্বিতীয় আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: শেরশাহ সুরি
৪৫. How India fought for freedom বইটি কে রচনা করেন?
উত্তর: অ্যানি বেসান্ত।
৪৬. ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল ?
উত্তর: ১২ ই মার্চ ১৯৩০ সালে।
৪৭. দ্বিতীয় বৌদ্ধ সংগীতি ৩৮৩ খ্রীষ্টপূর্বাব্দে কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর: বৈশালীতে।
৪৮. অরবিন্দ ঘোষের লেখা একটি গ্রন্থের নাম -
উত্তর: ''Life Divine''.
৪৯. দিল্লির কুয়াত-উল-ইসলাম মসজিদের কাছে বিখ্যাত লৌহ স্তম্ভ টি কার স্মৃতিতে নির্মিত হয়েছে ?
উত্তর: চন্দ্রগুপ্ত।
৫০. ভারতের ইতিহাসে মির্জা মহাম্মদ কি নামে পরিচিত ?
উত্তর: সিরাজ-উদ-দ্দৌলা।
৫১. আর্য ভট্ট কোন যুগের বিজ্ঞানী ছিলেন ?
উত্তর: গুপ্ত যুগ।
৫২. পঞ্চতন্ত্র কে রচনা করেন ?
উত্তর: বিষ্ণু শর্মা।
৫৩. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল ?
উত্তর: ১৭৬৪ ।
৫৪. অসহযোগ আন্দোলনের প্রত্যক্ষ কারণ কি ছিল ?
উত্তর: খিলাউউুউউফত আন্দোলন।
৫৫. জহরলাল নেহরু জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত হন কত বার ?
উত্তর: তিনবার।
৫৬. ১৯০৬ সালে কংগ্রেসের অধিবেশনে কলকাতায় কি লক্ষ্যরূপে ঘোষণা করা হয়েছিল ?
উত্তর: স্বরাজকে লক্ষ্য রূপে ঘোষণা করে।
৫৭. পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল ?
উত্তর: ১৭৬১ সালে।
৫৮. কুতুব মিনারের নির্মাণকার্য সম্পূর্ণ করেন কোন শাসক ?
উত্তর: ইলতুৎমিস।
৫৯. আদিনা মসজিদ কোথায় অবস্থিত ?
উত্তর: পান্ডুয়া।
৬০. বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: হরিহর ও বুক্কা।
৬১. সুলতানি যুগের সরকারি ভাষা কি ছিল ?
উত্তর: ফার্সি।
৬২. ''দেবপুত্র'' উপাধি গ্রহণ করেন কোন শাসকরা ?
উত্তর: কুষান।
৬৩. প্রথম জৈন সংহতির সভাপতি কে ছিলেন ? 
উত্তর: মহাকাশ্যপ
৬৪. "ধম্মাশোক'' নামটি উল্লেখ পাওয়া যায় কোন লেখ থেকে ?
উত্তর: মাসকি লেখ।
৬৫. ভাস্কর রাম যখন বাংলায় আক্রমণ করে তখন সেখানে শাসক কে ছিল ? 
উত্তর: আলীবর্দী খাঁ।
৬৬. "জগৎগুরু" উপাধি কে পেয়েছিলেন ?
দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ।
৬৭. কবে লর্ড ডালহৌসি অযোধ্যা অধিকগ্রহণ করেন ?
১৮৫৬ ।
৭৮. "সংবাদ প্রভাকর" পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর: ঈশ্বর গুপ্ত।
৭৯. ভারতের রেল ও টেলিগ্রাফ (তার) ব্যবস্থার কে প্রবর্তন করেন ? 
উত্তর: লর্ড হার্ডিঞ্জ।
৮০. হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয় ?
উত্তর: ১৮৫৬ খ্রিস্টাব্দে।

Post a Comment

Previous Post Next Post