Bengali GK Capsule Part - 4 | বাংলা জি কে পর্ব - ৪
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা শেয়ার করছি ১০ টি Bengali GK / GK in Bengali যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুত নিতে সাহায্য করবে। আরও Bengali GK / GK Bengali পড়তে চাইলে, Bengali GK পেজটি দেখতে পারো।
আজকে আমরা শেয়ার করছি ১০ টি Bengali GK / GK in Bengali যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুত নিতে সাহায্য করবে। আরও Bengali GK / GK Bengali পড়তে চাইলে, Bengali GK পেজটি দেখতে পারো।
∎ নোবেল পুরস্কার জয়ী স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিনের অ্যান্টিবায়োটিক ধর্ম আবিষ্কার কবে করেন ?
উত্তরঃ ১৯২৮ সালে।
∎ এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কী ?
উত্তরঃ গোবি মরুভুমি।
∎ প্রথমে কোষ আবিষ্কার করেন রবার্ট হুক কত সালে ?
উত্তরঃ ১৬৬৫ সালে।
∎ এল নিনো হচ্ছে -
উত্তরঃ একটি উষ্ণ সামুদ্রিক স্রোত।
∎ ভাগীরথী ও অলকানন্দার মিলিত স্থান কী নামে পরিচিত ?
উত্তরঃ দেব প্রয়াগ।
∎ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল ?
উত্তরঃ সি গোপালাচারী।
∎ কী জন্য তামিল নাড়ুর কালপক্কম বিখ্যাত ?
উত্তরঃ পারমানবিক বিদ্যুৎ।
∎ কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে ?
উত্তরঃ নর্মদা।
∎ 'কল্লোল' নাটকটির রচয়িতা কে ?
উত্তরঃ উৎপল দত্ত।
∎ কোন ঘটনা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কার করা হয়েছে ?
উত্তরঃ কেন্দ্রকে সংযোজন।
Tags: Bengali gk