Indian History (MCQ) Question and Answer pdf in Bengali For Competitive exams - ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর PDF পর্ব - ২
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা তোমাদের সাথে কয়েকটি ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর শেয়ার করছি। এই Indian History (MCQ) Question and Answer PDF গুলি চাকরির প্রার্থীদের প্রস্তুতি নিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের পোস্ট গুলি ভালো লাগলে Telegram Channel & WhatsApp Group Join করে নাও।
1. ভারতের সর্বপ্রথম কারা স্বর্ণ মুদ্রা চালু করেছিল ?
(a) শকরা।
(b) মৌর্যরা।
(c) গুপ্তরা।
(d) কুষাণ রা।
Answer : d
2. কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?
(a) জয়নাল আবেদিন।
(b) হুসেন শাহ।
(c) বলবন।
(d) সুজাউদ্দিন।
Answer : a
3. শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেন ?
(a) অর্জন দেব।
(b) গোবিন্দ সিং।
(c) হরগোবিন্দ।
(d) তেগবাহাদুর।
Answer : b
4. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিল ?
(a) সুরেন্দ্রনাথ ব্যানার্জি।
(b) জি এইচ দেশমুখ।
(c) অ্যানি বেসান্ত।
(d) ডব্লিউ সি ব্যানার্জি।
Answer : d
5. সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিল ?
(a) কুতুবউদ্দিন।
(b) ইলতুৎমিস।
(c) বলবন।
(d) আলাউদ্দিন।
Answer : b
6. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল ?
(a) অশ্বঘোষ।
(b) নাগার্জুন।
(c) আর্য ভট্ট।
(d) হরিসেন।
Answer : d
7. স্বদেশ বান্ধব কে প্রতিষ্ঠা করেন ?
(a) অশ্বিনী কুমার দত্ত।
(b) পুলিন দাস।
(c) সূর্যসেন।
(d) রবীন্দ্র ঘোষ।
Answer : a
8. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?
(a) 1855
(b) 1856
(c) 1857
(d) 1858
Answer : c
9. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন -
(a) কার্জন।
(b) ক্যানিং।
(c) লরেন্স।
(d) ডাফরিন।
Answer : d
10. কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করেছিল ?
(a) সুজাউদ্দৌলা।
(b) ঔরঙ্গজেব।
(c) প্রথম বাহাদুর শাহ।
(d) দ্বিতীয় বাহাদুর শাহ।
Answer : d
11. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
(a) লর্ড হেস্টিংস।
(b) ওয়েলেসলি।
(c) ডালহৌসি।
(d) ক্যানিং।
Answer : d
12. আমির খসরু কার সভাকবি ছিলেন ?
(a) আকবর।
(b) আলাউদ্দিন খলজী।
(c) বলবন।
(d) গিয়াসউদ্দিন তুঘলক।
Answer : b
13. রামচরিত কার রচনা -
(a) বানভট্ট।
(b) কালিদাস।
(c) সন্ধ্যাকর নন্দী।
(d) তুলসীদাস।
Answer : c
14. আধুনিক ভারতের জনক কাকে বলা হয় ?
(a) রামমোহন রায়।
(b) জহরলাল নেহেরু।
(c) মহাত্মা গান্ধী।
(d) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
Answer : a
15. স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় - কে লিখেছেন ?
(a) দ্বিজেন্দ্রলাল রায়।
(b) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
(c) নবীনচন্দ্র সেন।
(d) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
Answer : d
16. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন ?
(a) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
(b) বিপিনচন্দ্র পাল।
(c) রবীন্দ্র ঘোষ।
(d) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
Answer : a
17. ভারতের সিভিল সার্ভিস এর প্রবর্তন করেছিলেন কে ?
(a) ওয়ারেন হেস্টিংস।
(b) কর্নওয়ালিস।
(c) ডালহৌসি।
(d) রিপন।
Answer : b
18. রাওলাট আইন কোন সালে প্রবর্তন হয়েছিল ?
(a) 1916
(b) 1918
(c) 1919
(d) 1921
Answer : c
19. ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন ?
(a) গুরু সদয় দত্ত।
(b) বালগঙ্গাধর তিলক।
(c) দয়া নন্দ সরস্বতী।
(d) স্বামী বিবেকানন্দ।
Answer : a
20. বন্দেমাতোরম কে রচনা করেছিলেন ?
(a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
(b) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
(c) রবীন্দ্রনাথ ঠাকুর।
(d) রজনীকান্ত সেন।
Answer : a
21. 'এ ট্রেন টু পাকিস্তান' কে লিখেছেন ?
(a) বিক্রম শেঠ।
(b) শশী থারুর।
(c) খুশবন্ত সিং।
(d) গান্ধীজী।
Answer : c
22. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ?
(a) সতীশ চন্দ্র বসু।
(b) পি মিত্র।
(c) শ্রী অরবিন্দ ঘোষ।
(d) ভূপেন্দ্রনাথ দত্ত।
Answer : b
23. 'বাহমনী সাম্রাজ্যের' প্রতিষ্ঠাতা কে ?
(a) আলাউদ্দিন মুজাহিদী শাহ।
(b) আহমদ শাহ।
(c) আলাউদ্দিন বাহমন শাহ।
(d) তাজউদ্দীন ফিরোজসহ।
Answer : c
24. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল ?
(a) সিরাজউদ্দৌলা।
(b) মীরজাফর।
(c) মীর কাশিম।
(d) নজব-উদ-দৌলা।
Answer : c
25. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
(a) জহরলাল নেহেরু।
(b) রাজেন্দ্র প্রসাদ।
(c) রাজা গোপালাচারী।
(d) লর্ড মাউন্টব্যাটেন।
Answer : d
26. শকাব্দ কে প্রচলন করেছিলেন ?
(a) বিম্বিসার।
(b) বিন্দুসার।
(c) অশোক।
(d) কনিষ্ক।
Answer : d
27. বিক্রমশীলা মহাবিহার কে স্থাপন করেছিল ?
(a) প্রথম মহীপাল।
(b) দেবপাল।
(c) ধর্মপাল।
(d) শূরপাল।
Answer : c
28. সীমান্ত গান্ধী কাকে বলা হয় ?
(a) আব্দুল কালাম আজাদ।
(b) খান আবদুল গফফর খান।
(c) মহম্মদ আলী জিন্নাহ।
(d) মহম্মদ ইকবাল।
Answer : b
29. 'বাংলার ঘরে যত ভাই-বোন এক হউক, হে ভগবান' - এই কথাটি কে বলেছিলেন ?
(a) রজনীকান্ত সেন।
(b) মুকুন্দ দাস।
(c) রবীন্দ্রনাথ ঠাকুর।
(d) দ্বিজেন্দ্রলাল রায়।
Answer : c
30. কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের সূচনা হয় ?
(a) জর্জ কার্লো।
(b) লর্ড হেস্টিংস।
(c) লর্ড মিন্টো।
(d) লর্ড আমহার্স্ট ।
Answer : d
PDF File:
File Name : ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর PDF পর্ব - 2
File Size : 438 KB
File Page : 4
Download Link - Click Here.
Tags: History mcq