List of Excretory Organs of Animals in Bengali - বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের তালিকা।
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নামের তালিকা। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় Science GK in Bengali থেকে প্রশ্ন ও উত্তর এসে থাকে। তাই আমাদের চাকরীর প্রার্থীদের সাহায্য করার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমাদের Telegram Chanel ও WhatsApp Group Join করো এধরনের তথ্য পেতে।
* রেচন অঙ্গ - জীব (উদ্ভিদ ও প্রাণী) খাদ্য গ্রহণ করে তাদের শক্তি ও বৃদ্ধির প্রয়োজনে, আর এই খাদ্য পরিপাকের সময় কিছু অপ্রয়োজনীয় পদার্থ সৃষ্টি হয়। এই ক্ষতিকারক ও অপ্রয়োজনীয় বস্তুগুলি একটি বিশেষ পক্রিয়ায় দেহ থেকে বেরিয়ে যায়। এই প্রক্রিয়াটির নাম হল রেচন।
* নীচে রেচন অঙ্গ সম্পর্কে 5 টি কুইজ তৈরী করা হয়েছে।
প্রাণীর নাম রেচন অঙ্গের নাম
জোঁক নেফ্রোডিয়া
মানুষ বৃক্ক, ত্বক, যকৃৎ, ফুসফুস
মাকড়শা কক্সাল গ্রন্থি
ব্যাঙ মেগোনেফ্রস, ফুসফুস
অ্যাম্ফিঅক্সাইড সোলোনসাইট
পাখি মেটানেফ্রস, ফুসফুস
কাঁকড়া বিছে কক্সাল গ্রন্থি
মাছ ফুল্কা
সরীসৃপ মেটানেফ্রস, বহিঃকঙ্কাল নির্মোচন, ফুসফুস
গঙ্গা ফড়িং ম্যালপিজিয়ান নালিকা
তারামাছ অ্যামিবোসাইট কোষ
কেঁচো নেফ্রিডিয়া
ঝিনুক কেবারের অঙ্গ
প্লানেরিয়া ফ্লেম কোষ
ফিতাকৃমি ফ্লেম কোষ
শামুক বোজেনাসের অঙ্গ
হাইড্রা দেহতল
চিংড়ি সবুজ গ্রন্থি
অ্যাসকা রেনেট কোষ
স্পঞ্জ দেহতল
অ্যামিবা সংকোচী গহ্বর
প্রতিটি প্রশ্নের জন্য সময় ১৫ সেকেন্ড।
Time's Up
score:
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Tags: Sciencegk