কারেন্ট অ্যাফেয়ার্স / Daily current affairs GK in Bengali (11/12/2020)
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স / Daily current affairs GK in Bengali (11/12/2020), বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর গুলি কমন যোগ্য হবে।
এ ছাড়াও এই ধরনের প্রতিদিন পোস্ট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে Join হয়ে থাকতে পারো।
* আরো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য আমাদের Daily Current Affairs পেজটি দেখতে পারো।
1. ভারতের কোথায় বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে ?
উত্তর : - লেহ।
2. "জাতীয় দূষণ নিয়ন্ত্রণ" দিবস প্রতিবছর কোন দিন পালন করা হয় ?
উত্তর : - 2 রা ডিসেম্বর।
3. "মাঝের হাট সেতু্র" নাম পরিবর্তিত নতুন নাম কি ?
উত্তর : - জয় হিন্দ সেতু।
4. Pfizer Biontech কোভিড ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন প্রাপ্ত দেশের নাম কি ?
উত্তর : - UK
5. সম্প্রতি প্রকাশিত 2020 অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি ?
উত্তর : - লাহোর।
6. OECD অনুসারে 2020 সাল অর্থবর্ষ ভারতের জিডিপি কত থাকবে ?
উত্তর : - (-9.9%)
7. সম্প্রতি কোন রাজ্য সরকার "যোগন্না থোড়ু যোজনা" চালু করল ?
উত্তর : - অন্ধ্রপ্রদেশ।
8. প্রথম ভারতীয় হিসাবে Bata Shoe organisation এর CEO পদে কে নিযুক্ত হলেন ?
উত্তর : - সন্দীপ কাটারিয়া।
9. সম্প্রতি কোন রাজ্য সরকার "কর্মই ধর্ম"প্রকল্প টি উদ্বোধন করল ?
উত্তর : - পশ্চিমবঙ্গ।
10. কোন কার রেসিং ড্রাইভার Bahrain Grand Prix 2020 শিরোপা জিতলেন ?
উত্তর : - Iewis Hamilton.
Tags: Current Affairs