কারেন্ট অ্যাফেয়ার্স PDF / Daily current affairs pdf GK in Bengali (02/12/2020)
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স PDF / Daily current affairs pdf GK in Bengali (02/12/2020), বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর গুলি পিডিএফ আকারে নিচে দেওয়া আছে। লিংকে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নাও অফলাইনে পড়ার সুবিধার্থে । সরকারি চাকরির লিখিত পরীক্ষায় প্রশ্নগুলি কমন যোগ্য হবে। এ ধরনের প্রতিদিন পোস্ট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে Join হয়ে থাকতে পারো।
1. সম্প্রতি National diary development board এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন ?
উত্তর : বর্ষা যোশী
2. Sahakar Pragya নামে কোন কেন্দ্রীয় মন্ত্রী এক কর্মসূচির সূচনা করলেন ?
উত্তর : নরেন্দ্র সিং তোমার।
3. বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় ?
উত্তর : 1 লা ডিসেম্বর।
4. কোন দেশে ভারত কাবুল নদীতে Sharioot Dam তৈরি করতে চলেছে ?
উত্তর : আফগানিস্তান।
5. World University ranking 2021 অনুযায়ী ভারতের কোন বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান দখল করেছে ?
উত্তর : IIT Bombay.
6. বিশ্বের প্রথম টুইটারে 1 মিলিয়ন ফলোয়ার যুক্ত ব্যাংকের নাম কি ?
উত্তর : RBI.
7. কোন ভারতীয় ক্রিকেটার দ্রুততম 22000 আন্তর্জাতিক রান সম্পন্ন করল ?
উত্তর : বিরাট কোহলি।
8. সাম্প্রতিক পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হলেন ?
উত্তর : দুয়া লিপি।
9. সম্প্রতি কোন রাজ্য সরকার অরুণোদয় প্রকল্প চালু করল ?
উত্তর : আসাম।
10. লোকসভার জেনারেল সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?
উত্তর : উৎপল কুমার সিং।
11. সম্প্রতি প্রয়াত পাপা বাউবা দিওপ কোন খেলার সঙ্গে যুক্ত ছিল ?
উত্তর : ফুটবল।
12. 2020 সালে BSF 1 লা ডিসেম্বর কততম প্রতিষ্ঠা দিবস পালন করল ?
উত্তর : 56 তম।
13. ভারতের প্রথম কোথায় child friendly পুলিশ স্টেশন চালু হয়েছে ?
উত্তর : পুনা (মহারাষ্ট্র) ।
14. সম্প্রতি ভারতের কোন রাজ্য সূর্যধার হ্রদের উদ্বোধন করল ?
উত্তর : উত্তরাখণ্ড।
15. সম্প্রতি কে বাহরিন গ্র্যান্ড পিক্স 2020 জয়ী হলেন ?
উত্তর : লুইস হ্যামিলটন।
16. সম্প্রতি ব্লুমবার্গ অনুযায়ী এশিয়ার সবচেয়ে ধনী তালিকায় শীর্ষে রয়েছেন ?
উত্তর : আম্বানির পরিবার।
17. 2020 10th addition of National science film festival কোন রাজ্যে অনুষ্ঠিত হলো ?
উত্তর : ত্রিপুরা।
18. The Hitman : The Rohit Sharma story এই বইটির লেখক কে ?
উত্তর : Bijay Lokapally এবং G. Krishna.
19. কোন রাজ্য ছোট প্রাণী দের জন্য প্রথম ইকো ব্রিজ তৈরি করেছে ?
উত্তর : উত্তরাখণ্ড।
20. কোন রাজ্য সরকার one time Power bill settlement scheme 2020 চালু করেছে ?
উত্তর : গোয়া।
File Details :
File Name : ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স PDF (02/12/2020).
File Size : 268 KB
Language : Bengali.
File Format : PDF
Page No : 1
Download Link : Click Here.
Tags: Current Affairs