RRB NTPC syllabus // Railway non Technical Exam Pattern 2020 CBT I & II
মোট 100 টি প্রশ্ন - 100 নম্বরের পরীক্ষা - মোট সময় 90 মিনিট (PWD প্রার্থীদের জন্য ২ ঘন্টা)। প্রতিটি প্রশ্ন মাল্টিপল চয়েস হবে।
* গণিত প্রশ্ন 30 টি।
* রিজনিং প্রশ্ন 30 টি।
* জেনারেল অ্যাওয়ারনেস প্রশ্ন 40 টি।
* প্রতিটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ার জন্য 1/3 নম্বর কাটা হবে।
RRB NTPC সিলেবাস : গণিত (Mathematics)
নাম্বার সিস্টেম, লাভ-ক্ষতি, দশমিক, ভগ্নাংশ, লসাগু ও গসাগু, অনুপাত এবং সমানুপাত, শতকরা, সময় এবং কার্য, চক্রবৃদ্ধি সুদ, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, স্ট্যাটিসটিক ইত্যাদি।
RRB NTPC সিলেবাস : রিজনিং (Reasoning)
ভেনচিত্র, অ্যানালিটিক্যাল রিজনিং, কোডিং ও ডিকোডিং, সাদৃশ্যতা ও অসাদৃশ্যতা, অনুমান বাক্য, সিদ্ধান্ত, ডেটা সাফিয়েন্সি, বিবৃতি ও সিদ্ধান্ত, বিবৃতি ও কার্যধারা, বর্ণ ও সংখ্যা শ্রেণী, রক্তের সম্পর্ক, ইন্টারপ্রিটেশন অফ গ্রাফ,গাণিতিক ক্রিয়া, জাম্বলিং, মানচিত্র, গ্রাফের ব্যাখ্যা ইত্যাদি।
RRB NTPC সিলেবাস : জেনারেল অ্যাওয়ারনেস (General Awareness)
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ভারতীয় সাহিত্য, ভারতীয় অর্থনীতি, ভারতীয় সংস্কৃতি ও শিল্প কলা, ভারতের পাবলিক সেক্টর সংস্থা, ভারতীয় পরিবহন ব্যবস্থা, সরকারি প্রকল্প সমূহ, ভারত ও বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব, সংক্ষিপ্ত রূপ, কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, পরিবেশ সংক্রান্ত, খেলাধুলা, ভারতীয় মনুমেন্টস ও প্রসিদ্ধ স্থান, জেনারেল সাইন্স, বেসিক কম্পিউটার, ভারতীয় রাষ্ট্রনীতি ও সংবিধান ইত্যাদি।
Railway non Technical Exam Pattern 2020 CBT II
মোট 120 টি প্রশ্ন - 120 নম্বরের পরীক্ষা - মোট সময় 90 মিনিট (PWD প্রার্থীদের জন্য ২ ঘন্টা)। প্রতিটি প্রশ্ন মাল্টিপল চয়েস হবে।
* গণিত প্রশ্ন 35 টি।
* রিজনিং প্রশ্ন 35 টি।
* জেনারেল অ্যাওয়ারনেস প্রশ্ন 50 টি।
RRB NTPC সিলেবাস : গণিত (Mathematics)
নাম্বার সিস্টেম, লাভ-ক্ষতি, দশমিক, ভগ্নাংশ, লসাগু ও গসাগু, অনুপাত এবং সমানুপাত, শতকরা, সময় এবং কার্য, চক্রবৃদ্ধি সুদ, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, স্ট্যাটিসটিক ইত্যাদি।
RRB NTPC সিলেবাস : রিজনিং (Reasoning)
ভেনচিত্র, অ্যানালিটিক্যাল রিজনিং, কোডিং ও ডিকোডিং, সাদৃশ্যতা ও অসাদৃশ্যতা, অনুমান বাক্য, সিদ্ধান্ত, ডেটা সাফিয়েন্সি, বিবৃতি ও সিদ্ধান্ত, বিবৃতি ও কার্যধারা, বর্ণ ও সংখ্যা শ্রেণী, রক্তের সম্পর্ক, ইন্টারপ্রিটেশন অফ গ্রাফ,গাণিতিক ক্রিয়া, জাম্বলিং, মানচিত্র, গ্রাফের ব্যাখ্যা ইত্যাদি।
RRB NTPC সিলেবাস : জেনারেল অ্যাওয়ারনেস (General Awareness)
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ভারতীয় সাহিত্য, ভারতীয় অর্থনীতি, ভারতীয় সংস্কৃতি ও শিল্প কলা, ভারতের পাবলিক সেক্টর সংস্থা, ভারতীয় পরিবহন ব্যবস্থা, সরকারি প্রকল্প সমূহ, ভারত ও বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব, সংক্ষিপ্ত রূপ, কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, পরিবেশ সংক্রান্ত, খেলাধুলা, ভারতীয় মনুমেন্টস ও প্রসিদ্ধ স্থান, জেনারেল সাইন্স, বেসিক কম্পিউটার, ভারতীয় রাষ্ট্রনীতি ও সংবিধান ইত্যাদি।
Tags: Syllabus