Bengali GK Capsule 10 for competitive exams

 Bengali GK Capsule 10 for competitive exams


1. ব্রজদা চরিত্রটির স্রষ্টা কে ?
গৌরকিশোর ঘোষ।

2. A suitable boy গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : বিক্রম শেঠ।

3. মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় আছে ?
উত্তর : রাজঘাট।

4.অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় ?
উত্তর : 1969 সাল থেকে।

5. মাদার টৈরিসা কবে ভারতরত্ন সম্মানিত হন ?
উত্তর : 1980 সালে।

6.পদ্মভূষণ পুরস্কার দেওয়া শুরু হয় কোন বছর থেকে ?
উত্তর : 1954 সাল থেকে।

7. টেলিভিশন কে আবিস্কার করেন ?
উত্তর : বেয়ার্ড।

8. তড়িৎ প্রবাহের শক্তি পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তর : অ্যামমিটার।

9. ওস্তাদ আল্লারাখা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তর : তাবলা।

10. বেহালা বাদ্যযন্ত্রটি তে কয়টি তারা আছে ?
উত্তর : 4 টি তার আছে।

11. নৌটাঙ্কি লোকনৃত্য টি কোন রাজ্যে হয়ে থাকে ?
উত্তর : উত্তর প্রদেশ।

12. ডুমা কোন দেশের পার্লামেন্ট ?
উত্তর : রাশিয়া।

13. লাগোস কোন দেশের রাজধানীর নাম ?
উত্তর : নাইজেরিয়া।

14. ইরাকের মুদ্রার নাম কি ?
উত্তর : দিনার।

15. সিয়াম দেশটি বর্তমানে কি নামে পরিচিত ?
উত্তর : থাইল্যান্ড।

16. ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি কোথায় রয়েছে ?
উত্তর : রাজস্থান।

17. ভারতের সর্বাধিক প্রসিদ্ধ ইন্দো-গ্রিক শাসক কে  ছিলেন ?
উত্তর : মিনান্দার।

18. মেগাস্থিনিস কার আমলে ভারতে এসেছিলেন ?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য।

19. মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কয়টি ?
উত্তর : 62 টি।

20. কবে আজাদ হিন্দু ফৌজ গঠিত হয়েছিল ?
উত্তর : 1 সেপ্টেম্বর 1942।

* আরো জিকে পড়ার জন্য আমাদের Bengali GK পেজ টি দেখুন।

Post a Comment

Previous Post Next Post