বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ || Daily Current affairs in Bengali 1st - 7th January 2021 GK in Bengali
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স || Daily Current affairs in Bengali 1st - 7th January 2021 GK in Bengali , বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর গুলি কমন যোগ্য হবে।
এ ছাড়াও এই ধরনের প্রতিদিন পোস্ট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে Join হয়ে থাকতে পারো।
* আরো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য আমাদের Daily Current Affairs পেজটি দেখতে পারো।
January 2021 current affairs in Bengali
1. মলিয়া দুথুরায় কোন রাজ্যের 38 তম জেলা হিসেবে ঘোষিত হলো ?
উত্তর : তামিলনাড়ু।
2. Dr Narendra Dabholkar memorial award এ কে ঘোষিত হলে ?
উত্তর : K Veeramani.
3. সম্প্রতি কোন রাজ্য সরকার এক জেলা এক শিল্প অভিযান শুরু করলো ?
উত্তর : মধ্যপ্রদেশ।
4. কোন দেশ Vaogan - 33 নামে রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করল?
উত্তর : চীন।
5. HDFC Bank চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হতে চলেছেন ?
উত্তর : অতনু চক্রবর্তী।
6. ইন্ডিয়ান সুপার লিগে 50 গোল করা প্রথম ভারতীয় কে ?
উত্তর : সুনীল ছেত্রী। হায়দ্রাবাদ।
7.সম্প্রতি প্রয়াত নিখিল নন্দী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর : ফুটবল।
8. কোথায় ভারতের প্রথম 'পরাগ পার্ক'এর উদ্বোধন করা হলো ?
উত্তর : নৈনিতাল, উত্তরাখণ্ড।
9. কোন দুটি দেশের মধ্যে PASSEX 2020 নামে নৌমহড়া সম্পন্ন হল ?
উত্তর : ভারত ও ভিয়েতনাম।
10. সম্প্রতি কোন বলিউড অভিনেতা Indian Television Academy Award এ সম্মানিত হলেন ?
উত্তর : অক্ষয় কুমার।
11. সম্প্রতি কোন রাজ্য সরকার Digital India পুরস্কার পেয়েছে ?
উত্তর : বিহার।
12. ভারতের কোন সংস্থা প্রথম রিমোট ভিত্তিক তেল শোধনাগার ব্যবস্থা করেছে ?
উত্তর : IOC. (Indian Oil Corporation)
13. কে ICC টেস্ট ব্যাটিং-এ Ranking শীর্ষ স্থান অধিকার করেছে ?
উত্তর : Ken Williamson.
দ্বিতীয় - বিরাট কোহলি।
ICC এর চেয়ার পার্সন - গ্রেগ বার্কলে।
সদর দপ্তর - দুবাই।
প্রতিষ্ঠা - 1909 সাল।
14. CISF এর অধিকর্তা কে নিযুক্ত হয়েছেন ?
উত্তর : সুবোধ জয়সওয়াল, সদর দপ্তর - নিউ দিল্লি, প্রতিষ্ঠা - 1969 সাল।
15. সম্প্রতি সিকিম হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন ?
উত্তর : জে কে মহেশ্বরী, সিকিমের মুখ্যমন্ত্রী - প্রেম সিং তমং, রাজ্যপাল - গঙ্গাপ্রসাদ, রাজধানী - গ্যাংটক।
16. সম্প্রতি প্রকাশিত "I am no Messiah" আত্মজীবনীটি কার ?
উত্তর : সোনু সুদ।
17.সম্প্রতি প্রকাশিত "তানসেন সম্মান" কাকে দেওয়া হয়েছে ?
উত্তর : সতীশ ব্যাস, সন্তুর বাদক, এটি আয়োজিত - মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী - শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল - আনন্দিবেন প্যাটেল।
18. কোন কেন্দ্রীয় মন্ত্রী 'Digital Ocean' নামে অফ লঞ্চ করলেন ?
উত্তর : ড. হর্ষবর্ধন।
19. Global Alliance for Vaccine and Immunisation (GAVI) এর সদস্য হিসাবে কে মনোনীত হলেন ?
উত্তর : ড. হর্ষবর্ধন, সদর দপ্তর - জেনেভা (সুইজারল্যান্ড), প্রতিষ্ঠা - 2000 সাল।
20. সম্প্রতি কে ভারতের সর্বকনিষ্ঠ মেয়র হিসাবে নিযুক্ত ?
উত্তর : আলিয়া রাজেন্দ্রন, (21 বছর CPIM দলের কর্মী)।
21. Globe Soccer Award 2020 সালে কে player of the century পুরস্কার পেল ?
উত্তর : ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
22. সম্প্রতি ইঞ্জিনিয়ার পুরস্কার 2020 দ্বারা সম্মানিত করা হলো ?
উত্তর : বিনোদ কুমার যাদব।
23. কেন্দ্র সরকার কোন রাজ্যকে আগামী ছয় মাসের জন্য নিষিদ্ধ করল ?
উত্তর : নাগাল্যান্ড, মুখ্যমন্ত্রী - নেফিও রিও, রাজ্যপাল - R. N. Rabi.
24. ভারতের কোথায় সর্বোচ্চ স্থানে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র স্থাপন করা হলো ?
উত্তর : লেহ।
25. সম্প্রতি প্রকাশিত I cam upon a light house বইটি কে লিখেছিলেন ?
উত্তর : সান্তনু নাইডু, বইটি রতন টাটার জীবনী নিয়ে লেখা।
26. সম্প্রতি কে প্রথম প্রতিষ্ঠিত মুঘল পদক পেল ?
উত্তর : আজিঙ্ক রাহানো।
27. কোন দেশ 2023 সালের মধ্যে পৃথিবীর প্রথম কাঠের তৈরি উপগ্রহ তৈরি করবেন ?
উত্তর : জাপান।
28. সম্প্রতি কে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও CEO পদে নিযুক্ত হলেন ?
উত্তর : সুনিতা শর্মা।
29. সম্প্রতিক কে ভারতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার পদে নিযুক্ত হলেন ?
উত্তর : উমেশ স্নিহা।
30. কোন সংস্থা গ্রীন প্রপাসসান প্রযুক্তি তৈরি করতে চলেছেন ?
উত্তর : ISRO.
31. সম্প্রতি SAIL এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন ?
উত্তর : সোমা মন্ডল।
32. Yes Bank এর CFO হিসেবে কে নিযুক্ত হলেন ?
উত্তর : নিরঞ্জন বনোদকর, Yes Bank এর সদর দপ্তর - মুম্বাই, প্রতিষ্ঠা - 2004 সাল, বর্তমান CEO - প্রশান্ত কুমার।
33."Agri hackathon" 2020 এর সূচনা করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?
উত্তর : নরেন্দ্র সিং তোমার, নিউ দিল্লি, কৃষিমন্ত্রী।
34.কোন দিন প্রতি বছর বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় ?
উত্তর : 4 ঠা জানুয়ারি, লুইস ব্রেইল এর জন্মদিন উপলক্ষে।
35. সম্প্রতি যুক্তরাজ্য কাকে নাইটহুড সম্মান প্রদান করলেন ?
উত্তর : লুইস হ্যামিলটন, যুক্তরাজ্যের (UK) প্রধানমন্ত্রী - বরিস জনসন, রাজধানী - লন্ডন।
66. সম্প্রতি কোন রাজ্য সরকার "Kisan fasal Rahat Yojana" লঞ্চ করল ?
উত্তর : ঝাড়খন্ড, মুখ্যমন্ত্রী - হেমন্ত সরেন, রাজ্যপাল - দোপ্রদি মুর্মু, রাজধানী - রাঁচি।
37. প্রথম Rice ATM কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে ?
উত্তর : কর্ণাটক (ব্যাঙ্গালোর), মুখ্যমন্ত্রী - BS Yeddyurappa.
38." বাহানা মাস্টারক্লাস" বইটির লেখক কে ?
উত্তর : আলফ্রেডো কোভেলি।
39. DRDO 2021 1st January কত তম প্রতিষ্ঠা দিবস পালন করল ?
উত্তর : 63 তম, চেয়ারম্যান - জি সতীশ রেড্ডি, সদর দপ্তর - নিউ দিল্লি, প্রতিষ্ঠা - 1958 সাল।
40. সম্প্রতি কোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী Mother Teresa Memorial Award 2020 পেলেন ?
উত্তর : কেরালা, কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা, সামাজিক কাজকর্মের জন্য।
41. ভারতীয় রেলওয়ে "Unique medical identify card" ডাউনলোড করার জন্য কোন অ্যাপ লঞ্চ করল ?
উত্তর : HIMS (Hospital management information system), railway board chairman and chief executive officer পদে নিযুক্ত হলেন - সুনিত শর্মা।
42. সম্প্রতি উত্তরাখণ্ড হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হলেন ?
উত্তর : রাঘবেন্দ্র সিং চৌহান (এর আগে তিনি তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি ছিলেন), সম্প্রতি উড়িষ্যা হাইকোর্ট - ড এস মুরলীধর, তেলেঙ্গানা হাইকোর্টে - হিমা কোহলি, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট - অরুপ কুমার গোস্বামী, এবং সিকিম হাইকোর্ট - জিতেন্দ্র কুমার মহেশ্বরী বিচারপতি পদে নিযুক্ত রয়েছেন।
43. সম্প্রতি কোন দেশ জাতীয় সংগীতে for we are young and free থেকে পরিবর্তন করে for we are one and free করলেন ?
উত্তর : অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার রাজধানী - ক্যানবেরা, প্রধানমন্ত্রী - স্কট মরিসন, মুদ্রা - অস্ট্রেলিয়ান ডলার।
44. সম্প্রতি কোন রাজ্য সরকার সমস্ত মাদ্রাসা স্কুলকে সাধারণ স্কুলে পরিবর্তন করার সিদ্ধান্ত নিল ?
উত্তর : আসাম, মুখ্যমন্ত্রী - সর্বানন্দ সোনোয়াল, রাজ্যপাল - জগদীশ মুখী, রাজধানী - দিসপুর।
45. সম্প্রতি ভারতের কোথায় "মোনপা হ্যান্ডমেড পেপার মিল" চালু হলো ?
উত্তর : তাওয়াং, অরুণাচল প্রদেশ।
46.কোন রাজ্য সরকার বিদ্যালয় পাঠক্রমে শিখ গুরুদের ইতিহাস অন্তর্ভুক্ত করতে চলেছে ?
উত্তর : উত্তর প্রদেশ।
47.সম্প্রতি কে "লাইটহাউস প্রকল্প" - এর সূচনা করলেন ?
উত্তর : নরেন্দ্র মোদি।
48. "Sabarimala Vijnaanakaosham" - বইটিকে প্রকাশ করলেন ?
উত্তর : আরিফ মোহাম্মদ, কেরলের রাজ্যপাল।
49."জাতীয় মেট্রলজি কনগ্লেভ '' 2021" এর সূচনা কে করলেন ?
উত্তর : নরেন্দ্র মোদী।
50. উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য প্রথম "Ginger processing plant" চালু হয়েছে ?
উত্তর : মেঘালয়, মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী - কনরাড সাংমা, রাজ্যপাল - সত্যপাল মালিক, রাজধানী - শিলং।
51. ভারতের কোথায় 2021 সালে 51 তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ?
উত্তর : গোয়ায়।
52. "National bird day" প্রতিবছর কবে পালন করা হয় ?
উত্তর : 5th January.
53. 2021 সালের ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচি অনুযায়ী বিশ্বের ধনী ব্যক্তি কে ?
উত্তর : জেফ বজেস (প্রথম), মুকেশ আম্বানি - 12তম।
54. সম্প্রতি জাতীয় পুলিশ K9 পত্রিকাকে উন্মোচন করলেন ?
উত্তর : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
55. ADB বেঙ্গালুরু শহরের বিদ্যুৎ সরবরাহ উন্নত করতে কত মিলিয়ন ডলার ঋণ সরবরাহ করবে ?
উত্তর : USD 100 million, ADB ful form - Asian development Bank, President - Masatsugu Asakawa, Headquarters - Manila, Philippines, established - 1996, 9 December.
56. কোন কেন্দ্রশাসিত অঞ্চল/রাজ্য "Tamil Academy" প্রতিষ্ঠিত করল ?
উত্তর : দিল্লি।
57. সম্প্রতি কোন রাজ্য সরকার "চোখের আলো" প্রকল্প চালু করল ?
উত্তর : পশ্চিমবঙ্গ।
58. সম্প্রতি কোন রাজ্য সরকার DigiNest নামে মোবাইল অ্যাপ চালু করল ?
উত্তর : পাঞ্জাব, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী - অমরিন্দর সিং, রাজ্যপাল - ভিপি সিং বাদনোর, রাজধানী - চন্ডিগড়।
59. কিরন রিজু সম্প্রতি কোথায় আসাম রাইফেলস পাবলিক স্কুল চালু করলেন ?
উত্তর : শিলং।
60. সম্প্রতি কোন ব্যাংক WhatsApp Banking Service চালু করেছে ?
উত্তর : Bank of Baroda, বর্তমান CEO - Shri Sanjiv Chadda, সদর দপ্তর - ভাদোদরা (গুজরাট), প্রতিষ্ঠা - 1908, 20 July.
61. সম্প্রতি প্রয়াত অনিল পানাচূরান কোন ভাষার কবি ছিলেন ?
উত্তর : মালায়ালাম।
62.ভারতীয় সেনার অধ্যক্ষ মনোজ মুকুন্দ নারভানে কোন দেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার এ ভূষিত হলেন ?
উত্তর : দক্ষিণ কোরিয়া।
63. সম্প্রতি কোন দেশ মৃত্যুদণ্ডের শাস্তি ভোগ করলো ?
উত্তর : কাজাখিস্তান।
64. সাম্প্রতিক কে All India Chess Federation এর প্রেসিডেন্ট নিযুক্ত হলেন ?
উত্তর : সঞ্জয় কাপুর, AICF এর সদর দপ্তর - চেন্নাই, প্রতিষ্ঠিত 1951 সালে।
65. কোন কোম্পানি World most valuable two wheeler company এর স্থান পেল ?
উত্তর : বাজাজ অটো, সদর দপ্তর -পুনে, CEO : রাজিব বাজাজ।
66. সম্প্রতি কোন রাজ্য সরকার launch pad scheme যুব সমাজকে স্বনির্ভর করার জন্য চালু করল ?
উত্তর : মধ্যপ্রদেশ।
67. সম্প্রতি কোন ব্যাংক digital payment index লঞ্চ করল ?
উত্তর : RBI (Reserve Bank of India), RBI এর সদর দপ্তর - মুম্বাই, প্রতিষ্ঠা - 1935 সাল, গভর্নর -শক্তিকান্ত দাস (25 তম)।
68. সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পদে কে নিযুক্ত হলেন ?
উত্তর : সঞ্জীব ব্যানার্জি।
69. বিশ্ব ব্যাংক সম্প্রতি কোন রাজ্যের নৌপথ উন্নয়নের জন্য 105 মিলিয়ন ডলার চুক্তি স্বাক্ষর করলো ?
উত্তর : পশ্চিমবঙ্গ।
70.কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কোথায় পরিযায়ী শ্রমিক মেল উদ্বোধন করল ?
উত্তর : সুরাট, (গুজরাট)।
Tags: Current Affairs
I want to read ir
ReplyDelete