Bengali gk Capsule part - 12 | বাংলা জি কে পর্ব - ১২

 Bengali gk Capsule part - 12 | বাংলা জি কে পর্ব - ১২ 

Bengali gk Capsule part - 12

কোন খেলার সঙ্গে ট্রাই (Try) কথাটি যুক্ত আছে ? 
উত্তরঃ রাগবি।
কোন দেশটি চাল উৎপাদনে বিশ্বের প্রথম ? 
উত্তরঃ চীন।
 আপেলে কোন অ্যাসিড পাওয়া যায় ? 
উত্তরঃ ম্যালিক অ্যাসিড। 
'দ্য গোল্ডেন থ্রেসহোণ্ড' বইটির লেখক কে ? 
উত্তরঃ সরোজিনী নাইডু। 
 পতঙ্গের উপর অধ্যায়ন করাকে কী বলে ? 
উত্তরঃ এন্টোমোলজি। 
 ভারতবর্ষের কোন রাজ্যে কানহা জাতীয় উদ্যানটি অবস্থিত ? 
উত্তরঃ মধ্যপ্রদেশ। 
 'কাদম্বরী' গ্রন্থটির রচয়িতা কে ? 
উত্তরঃ বাণভট্ট। 
➦ ভারতের কোথায় ইক্ষু গবেষণাকেন্দ্রটি অবস্থিত ? 
উত্তরঃ লখনউ। 
➦ বর্তান ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর নাম কী? 
উত্তরঃ আবি আহমেদ আলী।   
➦ ভারতবর্ষের প্রথম প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানের নাম কী ? 
উত্তরঃ জহরলাল নেহেরু। 

Post a Comment

Previous Post Next Post