Bengali GK capsule part - 14 | বাংলা জিকে পর্ব - ১৪

 Bengali GK capsule part - 14 | বাংলা জিকে পর্ব - ১৪

Bengali GK Capsule

1. মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে কিনা তা দেখতে কোন মেশিন ব্যবহৃত হয় ?
উত্তর: ব্রিদ অ্যানালাইজার মেশিন।

2. "SAVE LIFE SAVE DRIVE" কবে চালু হয় প্রকল্প টি ? 
উত্তর: 2016

3. 'Good Economics for Hard Times' বইটি কে লেখেন ?
উত্তর: অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

4. 1 টাকার ডাক্তার হিসাবে কোন ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পেয়েছিলেন ?
উত্তর: সুশোভন বন্দোপাধ্যায়।

5. কোন রাজ্যে অবস্থিত অমরকন্টক শহরটি ?
উত্তর: মধ্যপ্রদেশ।

6. সাইলেন্ট স্প্রিং বইটি কে লিখেছেন ?
উত্তর: রাচেল কারসন।

7. সান্দাকফুর উচ্চতা কত মিটার ?
উত্তর: 3636 মিটার।

8. ঝিলাম নদী কোন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
উত্তর: কাশ্মীর উপত্যকা।

9. ভারতবর্ষের কোন জায়গায় ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি অবস্থিত ?
উত্তর: পুনে।

10. কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন করতে পারে তা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে ?
উত্তর: অনুচ্ছেদ 356 

Post a Comment

Previous Post Next Post