আজকে আমরা শেয়ার করব Math question in Bengali pdf || চাকরির গণিত সমাধান pdf টি, সাধারণত আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংক করার সহজ পদ্ধতি খুঁজি, তাই প্রার্থীদের সুবিধার্থে ধারাবাহিক ভাবে কিছু অংক সমাধান pdf প্রতিদিন দিয়ে থাকি আমরা। আশাকরি প্রার্থীরা উপকৃত হবে।
Math question in Bengali pdf set - 1 |
এই অংকগুলির সমাধান pdf আকারে দেওয়া আছে। অংক সমাধান গুলি দেখার জন্য pdf টি Download করুন। আরও অংকের জন্য আমাদের Math পেজটি দেখুন। আরও বিভিন্ন চাকরীর পরীক্ষার অংক প্র্যাকটিস সেট দেখুন - Click Here.
চাকরির গণিত সমাধান pdf Download Link.
1. নিচের কোন সংখ্যাটি 35 দিয়ে বিভাজ্য হবে ? [pdf টি ভুল টাইপ হওয়ার জন্য দুঃখিত]
A) 29791
B) 42875
C) 24389
D) 68921
2. একটি সংখ্যা ও তার বর্গের যোগফল 5112 হলে, সেই সংখ্যাটি কত হবে ?
A) 31
B) 21
C) 69
D) 71
3. একটি বিদ্যালয়ের এক ছাত্র 92% নম্বর পায় এবং আরেকটি ছাত্র 24% নম্বর পায়। পরীক্ষাটি মোট 875 নম্বরের হলে; দুজন ছাত্রের নম্বরের পার্থক্য কত ?
A) 365
B) 360
C) 280
D) 68
4. তিনটি মৌলিক সংখ্যা যথাক্রমে a, a+2 ও a+4 হলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কত ?
A) 11
B) 3
C) 7
D) 5
5. ∜4a = 256 হলে a এর মান কত ?
A) 9
B) 16
C) 4
D) 64
6. কোন দ্রব্য বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়, দ্রব্যটি ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে ?
A) 25%
B) 50/3%
C) 20%
D) এদের কোনোটিই নয়।
7. √180 থেকে কত বিয়োগ করলে √125 হবে ?
A) 5√2
B) √5
C) 2√5
D) √6
8. 1/3, 4/5, 7/3 ও 1/7 ভগ্নাংশ গুলির মধ্যে কোনটি ছোট ?
A) 1/3
B) 4/5
C) 7/3
D) 1/7
9. 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত ?
A) 26
B) 25
C) 24
D) 27