আজকে আমরা শেয়ার করব ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান pdf অধ্যায় - বীজগাণিতিক চলরাশির ধারনা, কষে দেখি 5.1 এর অংক গুলির সমাধান করে দেওয়া হল । পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এ পাঠরত ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিশেষ উপকার দেবে এই গণিত সমাধান pdf টি ।
Class 6 math solution chapter 5.1 |
ষষ্ঠ শ্রেণীর গণিতপ্রভা বইটির সম্পূর্ণ সমাধান অধ্যায় ভিত্তিক আলোচনা করা হচ্ছে। ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা অধ্যায় ভিত্তিক সমাধান গুলি দেখতে এখানে ক্লিক করো।
গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) WBBSE
বীজগাণিতিক চল রাশির ধারনা
কষে দেখি 5.1
1. (i) সমাধানঃ
একটি V আকৃতির নকশা তৈরি করার জন্য 2 টি দেশলাই কাঠির প্রয়োজন হয় , তবে X টি V আকৃতির নকশা তৈরি করতে প্রয়োজনীয় দেশলাই কাঠির প্রয়োজন হবে (2 × X) = 2X টি ।
এখানে X চলরাশি 2 ধ্রুবক ।
(ii) সমাধানঃ
একটি Z আকৃতির নকশা তৈরি করার জন্য 3 টি দেশলাই কাঠির প্রয়োজন হয় , তবে X টি Z আকৃতির নকশা তৈরি করতে প্রয়োজনীয় দেশলাই কাঠির প্রয়োজন হবে (3 × X) = 3X টি ।
এখানে X চলরাশি 3 ধ্রুবক ।
(iii) সমাধানঃ
একটি E আকৃতির নকশা তৈরি করার জন্য 4 টি দেশলাই কাঠির প্রয়োজন হয় , তবে X টি E আকৃতির নকশা তৈরি করতে প্রয়োজনীয় দেশলাই কাঠির প্রয়োজন হবে (4 × X) = 4X টি ।
এখানে X চলরাশি 4 ধ্রুবক ।
(iv) সমাধানঃ
একটি চতুর্ভুজ আকৃতির নকশা তৈরি করার জন্য 4 টি দেশলাই কাঠির প্রয়োজন হয় , তবে X টি চতুর্ভুজ আকৃতির নকশা তৈরি করতে প্রয়োজনীয় দেশলাই কাঠির প্রয়োজন হবে (4 × X) = 4X টি ।
এখানে X চলরাশি 4 ধ্রুবক ।
2. সমাধানঃ
: . মনেকরি দাদার বয়স x বছর ।
দাদার থেকে আমি 4 বছরের ছোট । তাই আমার বয়স (x – 4 ) বছর ।
3. সমাধানঃ
: . মনেকরি রফিকা বেগম x টি মালা গাথল ।
আজমা খাতুন রফিকা বেগমের থেকে 6 টি বেশি মালা গাথল ।
: . (x + 6) টি মালা গাঁথল আজমা খাতুন ।
4. সমাধানঃ
: . মনেকরি আমাদের দোকানে x টি মোম রঙের প্যাকেট রয়েছে ।
: . প্রতিটি প্যাকেটে 12 টি মোম রং রয়েছে ।
: . আমাদের দোকানে মোট (12 × x) = 12x টি মোম রঙের প্যাকেট রয়েছে ।
5. সমাধানঃ
: . ধরেনি আমরা স্কুলের অনুষ্ঠানে x টি সারিতে বসেছি । প্রতিটি সারিতে 15 জন বসি ।
: . (15 × x) = 15x জন স্কুলের অনুষ্ঠানে বসবে ।
6. সমাধানঃ
: . মনেকরি তীর্থ x টি মাছ ধরল ।
: . পার্থ তীর্থর থেকে 5 টি বেশি মাছ ধরল, তাই পার্থর মাছধরা হয়েছে = (x + 5) টি ।
7. সমাধানঃ
: . মনেকরি মায়া নৌকা বানিয়েছে x টি । মিতা মায়ার থেকে 2 টি নৌকা কম তৈরি করল ।
: . মিতা মোট কাগজের নৌকা তৈরি করবে = (x – 2) টি ।
8. সমাধানঃ
: . ধরাযাক বাবা মিষ্টির প্যাকেট আনল x টি । প্রতিটি প্যাকেটে 5 টি করে সন্দেশ আছে ।
: . বাবা মিষ্টি আনলেন (x × 5) = 5x টি ।
9. সমাধানঃ
: . ধরা যাক দিদা আমাকে x টি সন্দেশ দিল ও ভাইকে 2 টি সন্দেশ বেশি দিলেন ।
: . দিদা ভাইকে সন্দেশ দিল (x + 2) টি ।
: . আমার বোনকে আমার থেকে 3 টি সন্দেশ কম দিল ।
: . দিদা বোনকে দিল (x – 3) টি ।
◾ আরোও সমাধান গুলি -
◻ গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণির অংক) একশত পর্যন্ত রোমান সংখ্যা।
Download link - Click Here.
Tags: Class 6 Math