Class 7 Math Solution Chapter 2.1 wbbse || গণিত প্রভা সপ্তম শ্রেণী, অনুপাত, কষে দেখি - 2.1 সমাধান

 Class 7 Math Solution Chapter 2.1 wbbse || গণিত প্রভা সপ্তম শ্রেণী, অনুপাত, কষে দেখি - 2.1 সমাধান 


      আজকে আমরা শেয়ার করব সপ্তম শ্রেণীর গণিত প্রভা থেকে কষে দেখি 2.1 অনুপাত আধ্যায়টির সমাধান। তাই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ছাত্র-ছাত্রীরা Class 7 Math থেকে সাহায্য পাবে। Class 7 Math Solution গুলি আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করছি। 
◾Class 6 Math Solution : Click Here.

গণিত প্রভা - সপ্তম শ্রেণী || (Ganit Prava Class 7 Math SolutionWBBSE)
দ্বিতীয় অধ্যায় - অনুপাত 
কষে দেখি - 2.1

 1. 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। 
উত্তরঃ 
1 কিগ্রা চালের দাম = 40 টাকা । 
1  কিগ্রা ডালের দাম = 100 টাকা । 
: . চাল ও ডালের অনুপাত = 40 : 100 = 2 : 3 

2. 
∠BAC = : ∠ABC : ∠ACB = কত ? 

উত্তরঃ ∠BAC = : ∠ABC : ∠ACB = 600 : 500 :  700 = 6 : 5 : 7 


3. 1 টি পেনসিলের দাম 3 টাকা ও 1 টি লজেন্সের দাম 50 পয়সা। 1 টি পেনসিল ও লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি।
উত্তরঃ 
1 টি পেনসিলের দাম 3 টাকা = 300 পয়সা। 
1 টি লজেন্সের দাম = 50 পয়সা।
: .  1 টি পেনসিল ও লজেন্সের দামের অনুপাত = 300 : 50 = 6 : 1 

4. একটি আধুলি, একটি এক টাকা ও একটি দু-টাকার মুদ্রার মুল্যের অনুপাত লিখি । 
উত্তরঃ 
একটি আধুলি = 50 পয়সা।
একটি এক টাকা = 100 পয়সা।
একটি দু-টাকা = 200 পয়সা। 
: . একটি আধুলি, একটি এক টাকা ও একটি দু-টাকার মুদ্রার মুল্যের অনুপাত  = 50 : 100 : 200 = 1 : 2 : 4 

5. উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নুরজাহানের বয়স 12 বছর হলে, ওদের বয়সের অনুপাত লিখি। 
উত্তরঃ 
উমার বয়স 12 বছর 6 মাস = (12 × 12 + 6) = 150 মাস। 
রাতুলের বয়স 12 বছর 4 মাস = (12 × 12 + 4) = 148 মাস। 
নুরজাহানের বয়স 12 বছর = (12 × 12) = 144 মাস। 
: . ওদের বয়সের অনুপাত = 150 : 148 : 144 = 75 : 74 : 72 

6. সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত লিখি।
উত্তরঃ 
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত হল - 90 : 45 : 45 = 2 : 1 : 1 

7. সমবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত লিখি। 
উত্তরঃ 
সমবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত = 60 : 60 : 60 = 1 : 1 : 1
 
8. পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7 : 9; মানিকবাবুর বয়স 72 বছর হলে, পুলকবাবুর বয়স হিসাব করি। 
উত্তরঃ 
: . পুলকবাবু : মানিকবাবু = 7 : 9 = 7/9
:. : . পুলকবাবুর বয়স = 72/9 × 7 = 56 বছর। 

9. দুটি বইয়ের দামের অনুপাত 2 : 5 ; প্রথম বইটির দাম 32.20 হলে, দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি ? 
উত্তরঃ 
দ্বিতীয় বইটির দাম = 32.20/2 × 5 = 80.50 টাকা। 

10. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22 : 7; যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করি। 
উত্তরঃ 
2 মিটার 1 ডেসিমিটার = 21 ডেসিমি। 
: . ওই বৃত্তের পরিধি = 21/7 × 22 = 66 ডেসিমি = 6 মিটার 6 ডেসিমিটার। 

11. আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। 
উত্তরঃ 
সপ্তম শ্রেণীর প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্র-ছাত্রীর অনুপাত = . 150 : 90 = 5 : 3
ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্র-ছাত্রীর অনুপাত = . 140 : 80 = 7 : 4
সপ্তম শ্রেণী = 5 × 7 : 3 × 7 = 35 : 21 
ষষ্ঠ শ্রেণী = 7 × 5 : 4 × 5 = 35 : 20 
: . সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি।  

2 Comments

  1. UnknownAugust 14, 2021 at 3:36 PM

    Math gulo koshe dekhale khub e help hoy

    ReplyDelete
    Replies
    1. Ajit Kumar MahatoAugust 14, 2021 at 4:39 PM

      yes

      Delete
Previous Post Next Post