ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান কষে দেখি - 16.1 || Class six (6) math solution in bengali pdf wbbse

ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান কষে দেখি - 16.1 || Class six (6) math solution in bengali pdf wbbse

    আজকে আমরা শেয়ার করব ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা সমাধান কষে দেখি - 16.1 পশ্চিমবঙ্গ     মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education / WBBSE) অন্তর্গত সমস্ত ষষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস । ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান গুলি pdf আকারে দেওয়া হল । এছাড়াও অধ্যায় ভিত্তিক ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা সমাধান গুলির জন্য আমাদের Class 6 Math পেজটি দেখুন - ক্লিক করুন । 




  ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা কষে দেখি - 16.1, সমাধান pdf টি নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করে Download করে নিন। নীচে কয়েকটি গুরুত্বপূর্ণ লিঙ্ক - 

◻ শতকরা।

◻ আবৃত্ত দশমিক সংখ্যা

◻ সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারনা
কষে দেখিঃ 11 

  গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী)WBBSE পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 
অধ্যায় - নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারনা  
ষে দেখিঃ16.1
 

 ষষ্ঠ শ্রেণীর  গণিত প্রশ্ন ও উত্তর, গণিত প্রভাঃ

 
PDF Download link - click here.
1. সংখ্যারেখা তৈরি করে নীচের সংখ্যাগুলো সংখ্যারেখায় দেখাই ও নাম দিই । 

(b) উত্তরঃ
B থেকে E এর দূরত্ব 4 ঘর
(c) উত্তরঃ
A,  B  এর থেকে 7 ঘর ডানদিকে ।
(d) উত্তরঃ
D, E এর থেকে 8 ঘর বাম দিকে ।
(e) উত্তরঃ
D, F এর থেক 1 ঘর বাম দিকে ।
(f) উত্তরঃ
A, F এর ঘরের সংখ্যা দুটি পরস্পর বিপরীত ।
(g) উত্তরঃ
B E এর সংখ্যা দুটির পরম মান = 2

2. নীচের রাশিগুলি কী বোঝায় লিখিঃ

(a) উত্তরঃ 
10 টাকা ক্ষতি ।
(b) উত্তরঃ
15 মিটার নীচে ।
(c) উত্তরঃ
36 গ্রাম বেশি ।
(d) উত্তরঃ
18 মিটার উত্তর পশ্চিমদিকে ।
(e) উত্তরঃ
23 টাকা খরচ ।
(f) উত্তরঃ
5 কিমি উত্তর দিকে ।

3. নীচের সংখ্যা গুলির পরম মান লিখিঃ 
(a) উত্তরঃ
- 12 এর পরম মান = 12
(b) উত্তরঃ
+ 13 এর পরম মান = - 13  
(c) উত্তরঃ
- 22 এর পরম মান = 22
(d) উত্তরঃ
- 61 এর পরম মান = 61
(e) উত্তরঃ
+ 17 এর পরম মান = 17


4. নীচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজিঃ

 (a) উত্তরঃ
- 10 টাকা আয় ।
 (b) উত্তরঃ
- 15 মিটার নীচে নামা ।
 (c) উত্তরঃ
81 টাকা ক্ষতি ।
(d) উত্তরঃ
- 35 মিটার ওপরে ওঠা ।
 (e) উত্তরঃ
- 24 কিলোগ্রাম ওজন হ্রাস ।
 (f) উত্তরঃ
28 মিটার বাম দিকে ।
(g) উত্তরঃ
9 কিগ্রা ওজন বৃদ্ধি ।

5. সংখ্যা রেখার সাহায়্যে < বা > চিহ্ন বসাইঃ pdf দেখুন ।
 
6.
 (i) উত্তরঃ
- 12 এর চেয়ে ছোটো 4 টি ঋণাত্মক সংখ্যা হল,  - 13, - 17, - 19, - 21
 (ii) উত্তরঃ
- 8 এর চেয়ে বড়ো 4 টি ঋণাত্মক পূর্ণসংখ্যা হল, - 5, - 2, - 1, - 3 

Post a Comment

Previous Post Next Post