Math mcq question and answer set - 2 in Bengali || চাকরির পরীক্ষার গণিত / অঙ্ক mcq প্রশ্ন পর্ব - ২

Math mcq question and answer in bengaili for all type competitive exams. 


 1. মান নির্ণয় করোঃ 




(a) 3/16

(b) 1/16

(c) 3/8


(d) 2/9

Answer : a


2. একটি জলের ট্যাংক দুটি নল ভর্তি করে যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে । অন্য একটি নল ট্যাংকটি 15 মিনিটে খালি করে । তবে তিনটি নল একসঙ্গে যদি খোলা হয় তবে ট্যাংকটি জল পূর্ণ করতে কত সময় লাগবে ? 

(a) 40 মিনিট । 

(b) 45 মিনিট । 

(c) 60 মিনিট । 

(d) 30 মিনিট 

Answer : 


3. কোন একটি দ্রব্য ক্রয়মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয়মূল্যের ওপর শতকরা কত ক্ষতি হবে ? 

(a) 100/9 %

(b) 111/11 %

(c) 100/11 %

(d) 9 %

Answer : a


4. 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত হবে ? 

(a) 8999

(b) 8899

(c) 9989

(d) 9899

Answer : d


5. তিনটি সংখ্যার অনুপাত 2 : 3 : 5 এবং সংখ্যা তিনটির গসাগু 7 হলে , সংখ্যা তিনটির লসাগু কত ? 

(a) 270

(b) 90

(c) 210

(d) 30

Answer : c 





(a) 55

(b) 50

(c) 45

(d) 35

Answer : a


7. প্রথম 5 টি 3 এর গুণিতকের গড় কত ? 

(a) 7

(b) 9

(c) 8

(d) 5

Answer : b 


8. স্রোতের অনুকুলে ও প্রতিকূলে এক ব্যক্তি নৌকা চালিয়ে যথাক্রমে 5 ঘণ্টায় ও 8 ঘণ্টায় একটি নির্দিষ্ট স্থান অতিক্রম করে , স্রোতের বেগ যদি 3 কিমি/ঘণ্টা হয় তবে, স্থির জলে নৌকার বেগ কত ? 

(a) 23 কিমি/ঘণ্টা

(b) 3 কিমি/ঘণ্টা

(c) 7 কিমি/ঘণ্টা

(d) 13 কিমি/ঘণ্টা

Answer : d


Preview > >


➥ Math mcq in Bengali practice - ক্লিক করুন। 

➥ চাকরির পরীক্ষার জন্য গণিত পেজটি দেখুন - ক্লিক করুন 

Post a Comment

Previous Post Next Post