পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার ম্যাথ প্র্যাকটিস সেট ১৩ || wbp math practice set 13 in Bengali
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা শেয়ার করব পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার ম্যাথ প্র্যাকটিস সেট ১৩ || wbp math practice set 13 in Bengali .wb police constable syllabus আনুযায়ী ম্যাথ প্র্যাকটিস সেটের অংক গুলো দেওয়া হয়েছে ।
➥ আমাদের চাকরির পরীক্ষার জন্য গণিত পেজটি দেখুন - ক্লিক করুন।
➥ আরও wb police এর math practice set গুলি দেখুন - ক্লিক করুন।
সরকারি চাকরির পরীক্ষার গণিত প্রশ্ন ও উত্তর ঃ
1. প্রকাশ অ অনিমেষের মাসিক বেতনের অনুপাত যথাক্রমে 2 : 3 । যদি দুজনেরই মাসিক বেতন 300 টাকা করে বৃদ্ধি পাই তবে ওই অনুপাত 13 : 19 হয় । তবে প্রকাশের বেতন কত টাকা ?
(a) 1800
(b) 3600
(c) 900
(d) 2700
2. এক দোকানদার একটি জামা 19% লোকসান করার পর বিক্রয়মূল্যে 162 টাকা বর্ধিত করাই 17% লাভ হয় । জামাটির ক্রয়মুল্য কত ছিল ?
(a) 350
(b) 600
(c) 450
(d) 900
3. একটি ত্রিভুজের পরিসীমা 60 সেমি এবং বাহুগুলির অনুপাত হল 3 : 4 : 5 । তবে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত সেমি ?
(a) 5
(b) 15
(c) 35
(d) 25
4. পরপর চারটি ক্রমিক সংখ্যার যোগফল 78 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত ?
(a) 25
(b) 53
(c) 35
(d) 28
5. কোন সংখ্যার 60% এর সঙ্গে 60 যোগ করলে যোগফল ওই সংখ্যাটিই হয় । তাহলে সংখ্যাটি কত ?
(a) 150
(b) 100
(c) 250
(d) 500
গণিত সমাধানগুলিঃ
1. উত্তরঃ (b)
: . ধরি প্রকাশ ও অনিমেষের বেতন = 2x ও 3x টাকা ।
: . প্রশ্নানুসারে,
: . প্রকাশের বেতন = 2x = 2 × 1800 = 3600
2. উত্তরঃ (c)
ধরি জামাটির দাম = x টাকা ।
3. উত্তরঃ (d)
ধরি তিনটি ত্রিভুজের পরিসীমা = 3x, 4x ও 5x
প্রশ্নানুসারে,
3x + 4x + 5x = 60
Or, 12x = 60
Or, x = 60/12 = 5
: . বৃহত্তম বাহু = 5x = 5 × 5 = 25 সেমি ।
4. উত্তরঃ (b)
ধরি চারটি ক্রমিক সংখ্যা = x, x + 1, x + 2, x + 3,
: . x + (x + 1) + (x + 2) = 78
Or, 3x + 3 = 78
Or, 3x = 75
Or, x = 75/3 = 25
5. উত্তরঃ (a)
Tags: wbp math