বাংলায় নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স || Daily Current Affairs pdf in Bengali.

Daily (14.11.2021) Current Affairs question and Answer in Bengali - বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স pdf



1. 2021 সালে নভেম্বর মাসে জাপানের প্রধানমন্ত্রী হিসাবে কে নিয়ুক্ত হলেন ?
উত্তরঃ ফুমিও কিশিদা । জাপানের ১০০ তম প্রধানমন্ত্রী হিসাবে নিয়ুক্ত হন । 

2.  NAS (ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে) কত বছর পর পর অনুষ্ঠিত হয় ? 
উত্তরঃ 3 বছর । 

3. সম্প্রতি নেপালের সেনা প্রধান জেনারেল প্রভুরাম শর্মাকে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ কোন সম্মান সূচক পদে সম্মানিত করলেন ? 
উত্তরঃ ভারতীয় সেনাবাহিনীর জেনারেল সম্মানসূচক পদে । 

4.  13 নভেম্বর প্রতিবছর কোন দিবস পালন করা হয় ? 
উত্তরঃ বিশ্ব দয়া দিবস । 

5.  10 নভেম্বর 2021 সালে অনুষ্ঠিত ভাবে কোন দেশ সৌর জোটের 101 তম সদস্য হলেন ? 
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র (US) । 

6. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্ম দিন উপলক্ষে 11 নভেম্বর জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় । কত সাল থেকে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় ? 
উত্তরঃ 2008 সাল থেকে ।  

7. মেজর ধ্যানচাঁদ খেলা রত্ন পুরস্কার 2021 কতজন ক্রীড়াবিদ পেলেন ? 
উত্তরঃ 12 জন । 

8. সম্প্রতি আন্তর্জাতিক আইন কমিশনরার কে নির্বাচিত হলেন ? 
উত্তরঃ প্রফেসর বিমল প্যাটেল। 

9. 2022 সালে কমন ওয়েলথ গেমসে কোন খেলা যুক্ত করা হবে ? 
উত্তরঃ  মহিলা ক্রিকেট । 

10. 2023 সালে 24 তম UNFCCC কনফারেন্স আয়জিত হবে - 
উত্তরঃ  United Arab Emirates.


PDF Download Link - Click Here. 

Post a Comment

Previous Post Next Post