◾ভগ্নাংশ (fraction) কাকে বলে ?
কোন এককে কয়েকটি সমান অংশে ভাগ করার পড়ে এক বা একাধিক অংশ নিয়ে যে সংখ্যা তৈরি হয়, সেই সংখ্যাগুলিকে ভগ্নাংশ (fraction) বলে ।
যেমনঃ – 2 সংখ্যাটিকে 3 অংশে ভাগ করলে পাব 2/3
ভগ্নাংশকে a/b (b ≠ 0) আকারে প্রকাশ করলে a ভগ্নাংশটির লব এবং b কে হর বলা হবে ।
◾ সামান্য ভগ্নাংশ (Vulgar fraction) কাকে বলে ?
কোন ভগ্নাংশকে লব ও হর দ্বারা প্রকাশ করলে তাকে সামান্য ভগ্নাংশ বলে ।
সামান্য ভগ্নাংশের উদাহরনঃ –
◾ সামান্য ভগ্নাংশের শ্রেণীবিভাগঃ
* প্রকৃত ভগ্নাংশ কাকে বলে ?
যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড়ো থাকে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে । প্রকৃত ভগ্নাংশের উদাহরণ -
* অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে ?
যে ভগ্নাংশের লব বড়ো এবং হর ছোট থাকে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে । অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ -
* মিশ্র ভগ্নাংশ কাকে বলে ?
অখন্দ কোন সংখ্যা যুক্ত থাকা ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলে । মিশ্র ভগ্নাংশের উদাহরণ -
* জটিল ভগ্নাংশ কাকে বলে ?
কোন ভগ্নাংশের লব বা হর অথবা উভয়েই ভগ্নাংশ রুপে প্রকাশ হলে সেই ভগ্নাংশকে জটিল ভগ্নাংশ বলে । জটিল ভগ্নাংশের উদাহরণ -
Tags: math