list of prime minister of india pdf in bengali language || ভারতের সমস্ত প্রধানমন্ত্রীর নামের তালিকা, রাজনৈতিক দলের নাম ও জন্মস্থান

    ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হল নরেন্দ্র দামোদর দাস মোদী । ভারতের ১৪তম প্রধানমন্ত্রী ২০১৪ সালে এবং বর্তমান প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন । নীচে ভারতের সমস্ত প্রধানমন্ত্রীর  নামের তালিকা, রাজনৈতিক দলের নাম ও জন্মস্থান দেওয়া হল । 

মোবাইল টি Desktop Site করে পড়ুন, পুরা তালিকাটি দেখার জন্য। অফলাইনে পড়ার জন্য PDF টি Download করুন ঃ ক্লিক করুন । 



প্রধানমন্ত্রীর নাম দায়িত্ব দায়িত্ব হস্তান্তর রাজনৈতিক দল জন্মস্থান
১. জওহরলাল নেহেরু ১৫.০৮ .১৯৪৭ ২৭.০৫.১৯৬৪ ভারতীয় জাতীয় কংগ্রেস এলাহাবাদ, উত্তর প্রদেশ
২. গুলজারিলাল নন্দা ২৭.০৫.১৯৬৪ ০৯.০৬.১৯৬৪ ভারতীয় জাতীয় কংগ্রেস শিয়ালকোট, ব্রিটিশ ভারত
৩. লাল বাহাদুর শাস্ত্রী ০৯.০৬.১৯৬৪ ১১.০১.১৯৬৬ ভারতীয় জাতীয় কংগ্রেস মুঘলসরাই, উত্তর প্রদেশ
৪. ইন্দিরা গান্ধী ২৪.০১.১৯৬৬ ২৪.০৩.১৯৭৭ ভারতীয় জাতীয় কংগ্রেস এলাহাবাদ, উত্তর প্রদেশ
৫. মোরারজি দেসাই ২৪.০৩.১৯৭৭ ২৮.০৭.১৯৭৯ জনতা পার্টি ভালসাদ, গুজরাট
৬. চৌধুরী চরণ সিং ২৮.০৭.১৯৭৯ ১৪.০১.১৯৮০ জনতা পার্টি নূরপুর, উত্তর প্রদেশ
* ইন্দিরা গান্ধী ১৪.০১.১৯৮০ ৩১.১০.১৯৮৪ ভারতীয় জাতীয় কংগ্রেস এলাহাবাদ, উত্তর প্রদেশ
৭. রাজীব গান্ধী ৩১.১০.১৯৮৪ ০২.১২.১৯৮৯ ভারতীয় জাতীয় কংগ্রেস বোম্বাই, মহারাষ্ট্র
৮. বিশ্বনাথ প্রতাপ সিং ০২.১২.১৯৮৯ ১০.১১.১৯৯০ জনতা দল এলাহাবাদ, উত্তর প্রদেশ
৯. চন্দ্র শেখর ১০.১১.১৯৯০ ২১.০৬.১৯৯১ সমাজবাদী জনতা পার্টি ইব্রাহিমপাট্টি-বালাই, উত্তর প্রদেশ
১০. পি ভি নরসিমা রাও ২১.০৬.১৯৯১ ১৬.০৫.১৯৯৬ ভারতীয় জাতীয় কংগ্রেস করিমনগর, অন্ধ্রপ্রদেশ
১১. অটল বিহারী বাজপেয়ি ১৬.০৫.১৯৯৬ ০১.০৬.১৯৯৬ ভারতীয় জনতা পার্টি গোয়ালিয়র, মধ্যপ্রদেশ
১২. এইচ. ডি. দেব গৌড়া ০১.০৬.১৯৯৬ ২১.০৪.১৯৯৭ জনতা দল হাসান জেলা, কর্ণাটক
১৩. ইন্দ্র কুমার গুজরাল ২১.০৪.১৯৯৭ ১৯.০৩.১৯৯৮ জনতা দল ঝিলাম
* অটল বিহারী বাজপেয়ি ১৯.০৩.১৯৯৮ ২২.০৫.২০০৪ ভারতীয় জনতা পার্টি গোয়ালিয়র, মধ্যপ্রদেশ
১৪. ডঃ মনমোহন সিংহ ২২.০৫.২০০৪ ২৬.০৫.২০১৪ ভারতীয় জাতীয় কংগ্রেস পাঞ্জাব প্রদেশ
১৫. নরেন্দ্র মোদী ২৬.০৫.২০১৪ বর্তমান ভারতীয় জনতা পার্টি বড়নগর, গুজরাট
 
* পদে পুনর্বহাল হয়েছিলেন । 

       প্রধানমন্ত্রী থাকাকালীন দেহত্যাগ করেন - জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী,(*)ইন্দিরা গান্ধী ।

  আপনি কি জানেন প্রধানমন্ত্রী থাকাকালীন কোন কোন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন ? চৌধুরী চরণ সিং, বিশ্বনাথ প্রতাপ সিং, অটল বিহারী বাজপেয়ি, এইচ. ডি. দেব গৌড়া পদত্যাগ করেছেন  । 

     আপনি কি জানেন কোন কোন প্রধানমন্ত্রীকে অনাস্থা প্রস্তাবের ডাক দেওয়া হয়েছিল এবং রাষ্ট্রপতি কর্তৃক অপসারিত হয়েছেন ? মোরারজি দেসাই অনাস্থা প্রস্তাব-এর ভিত্তিতে রাষ্ট্রপতি কর্তৃক অপসারিত হয়েছেন । 



Post a Comment

Previous Post Next Post