ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হল নরেন্দ্র দামোদর দাস মোদী । ভারতের ১৪তম প্রধানমন্ত্রী ২০১৪ সালে এবং বর্তমান প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন । নীচে ভারতের সমস্ত প্রধানমন্ত্রীর নামের তালিকা, রাজনৈতিক দলের নাম ও জন্মস্থান দেওয়া হল ।
মোবাইল টি Desktop Site করে পড়ুন, পুরা তালিকাটি দেখার জন্য। অফলাইনে পড়ার জন্য PDF টি Download করুন ঃ ক্লিক করুন ।
প্রধানমন্ত্রীর নাম | দায়িত্ব | দায়িত্ব হস্তান্তর | রাজনৈতিক দল | জন্মস্থান |
---|---|---|---|---|
১. জওহরলাল নেহেরু | ১৫.০৮ .১৯৪৭ | ২৭.০৫.১৯৬৪ | ভারতীয় জাতীয় কংগ্রেস | এলাহাবাদ, উত্তর প্রদেশ |
২. গুলজারিলাল নন্দা | ২৭.০৫.১৯৬৪ | ০৯.০৬.১৯৬৪ | ভারতীয় জাতীয় কংগ্রেস | শিয়ালকোট, ব্রিটিশ ভারত |
৩. লাল বাহাদুর শাস্ত্রী | ০৯.০৬.১৯৬৪ | ১১.০১.১৯৬৬ | ভারতীয় জাতীয় কংগ্রেস | মুঘলসরাই, উত্তর প্রদেশ |
৪. ইন্দিরা গান্ধী | ২৪.০১.১৯৬৬ | ২৪.০৩.১৯৭৭ | ভারতীয় জাতীয় কংগ্রেস | এলাহাবাদ, উত্তর প্রদেশ |
৫. মোরারজি দেসাই | ২৪.০৩.১৯৭৭ | ২৮.০৭.১৯৭৯ | জনতা পার্টি | ভালসাদ, গুজরাট |
৬. চৌধুরী চরণ সিং | ২৮.০৭.১৯৭৯ | ১৪.০১.১৯৮০ | জনতা পার্টি | নূরপুর, উত্তর প্রদেশ |
* ইন্দিরা গান্ধী | ১৪.০১.১৯৮০ | ৩১.১০.১৯৮৪ | ভারতীয় জাতীয় কংগ্রেস | এলাহাবাদ, উত্তর প্রদেশ |
৭. রাজীব গান্ধী | ৩১.১০.১৯৮৪ | ০২.১২.১৯৮৯ | ভারতীয় জাতীয় কংগ্রেস | বোম্বাই, মহারাষ্ট্র |
৮. বিশ্বনাথ প্রতাপ সিং | ০২.১২.১৯৮৯ | ১০.১১.১৯৯০ | জনতা দল | এলাহাবাদ, উত্তর প্রদেশ |
৯. চন্দ্র শেখর | ১০.১১.১৯৯০ | ২১.০৬.১৯৯১ | সমাজবাদী জনতা পার্টি | ইব্রাহিমপাট্টি-বালাই, উত্তর প্রদেশ |
১০. পি ভি নরসিমা রাও | ২১.০৬.১৯৯১ | ১৬.০৫.১৯৯৬ | ভারতীয় জাতীয় কংগ্রেস | করিমনগর, অন্ধ্রপ্রদেশ |
১১. অটল বিহারী বাজপেয়ি | ১৬.০৫.১৯৯৬ | ০১.০৬.১৯৯৬ | ভারতীয় জনতা পার্টি | গোয়ালিয়র, মধ্যপ্রদেশ |
১২. এইচ. ডি. দেব গৌড়া | ০১.০৬.১৯৯৬ | ২১.০৪.১৯৯৭ | জনতা দল | হাসান জেলা, কর্ণাটক |
১৩. ইন্দ্র কুমার গুজরাল | ২১.০৪.১৯৯৭ | ১৯.০৩.১৯৯৮ | জনতা দল | ঝিলাম |
* অটল বিহারী বাজপেয়ি | ১৯.০৩.১৯৯৮ | ২২.০৫.২০০৪ | ভারতীয় জনতা পার্টি | গোয়ালিয়র, মধ্যপ্রদেশ |
১৪. ডঃ মনমোহন সিংহ | ২২.০৫.২০০৪ | ২৬.০৫.২০১৪ | ভারতীয় জাতীয় কংগ্রেস | পাঞ্জাব প্রদেশ |
১৫. নরেন্দ্র মোদী | ২৬.০৫.২০১৪ | বর্তমান | ভারতীয় জনতা পার্টি | বড়নগর, গুজরাট |
* পদে পুনর্বহাল হয়েছিলেন ।
প্রধানমন্ত্রী থাকাকালীন দেহত্যাগ করেন - জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী,(*)ইন্দিরা গান্ধী ।
আপনি কি জানেন প্রধানমন্ত্রী থাকাকালীন কোন কোন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন ? চৌধুরী চরণ সিং, বিশ্বনাথ প্রতাপ সিং, অটল বিহারী বাজপেয়ি, এইচ. ডি. দেব গৌড়া পদত্যাগ করেছেন ।
আপনি কি জানেন কোন কোন প্রধানমন্ত্রীকে অনাস্থা প্রস্তাবের ডাক দেওয়া হয়েছিল এবং রাষ্ট্রপতি কর্তৃক অপসারিত হয়েছেন ? মোরারজি দেসাই অনাস্থা প্রস্তাব-এর ভিত্তিতে রাষ্ট্রপতি কর্তৃক অপসারিত হয়েছেন ।
Tags: General Knowledge