রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর বাংলা জিকে || railway group d gk question in bengali set - 20

Bengali GK capsule pdf part - 20 

১. স্বর্ণের খাদ বের করার জন্য কোন অ্যাসিডের ব্যবহার করা হয় ? 
উত্তরঃ নাইট্রিক অ্যাসিড । 

২. ফ্লোরাইড ও ক্লোরাইড কিসের প্রধান উপাদান ? 
উত্তরঃ টুথপেস্ট।  

৩. ভারতের কোন রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য নূন্যতম কত বছর বয়স হতে হবে ?
উত্তরঃ ৩৫ বছর।  

৪. পৃথিবীর আকর্ষণ বেগ ছাড়িয়ে যেতে কোন বস্তুর প্রয়োজনীয় গতিবেগ হল - 
উত্তরঃ ৭ মাইল/সেকেন্ড।  

৫. ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম কি ?
 উত্তরঃ সিয়াচেন।  

৬. প্রবাল কী জাতীয় শিলা ? 
উত্তরঃপাললিক শিলা।  

৭. সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমান বন্দরটি কোন শহরে আছে ?
উত্তরঃ আমেদাবাদ।  

৮. নবাব সিরাজ-উদ-দৌলার সাথে রবার্ট ক্লাইভের পলাশীর যুদ্ধ কবে হয় ? 
উত্তরঃ ১৭৫৭ সালে। 

৯. পৃথিবীর কসাই খানা বলা হয় - 
উত্তরঃ শিকাগো শহরকে।  

১০. অটোয়া কোন দেশের রাজধানীর নাম ? 
উত্তরঃ কানাডা।      

* জিকে ক্যাপসুল PDF - ক্লিক করুন। 

PDF Details: 
PDF Name : - জিকে ক্যাপসুল PDF পর্ব - ২০ 
PDF Size : - 263 KB
PDF Language : - Bengali 
PDF Page No : - 1  
PDF Download Link : - Click Here.

Post a Comment

Previous Post Next Post