ভারতের সংবিধানের বিভিন্ন উৎসসমূহের তালিকা || Important Sources of the Indian Constitution

 হ্যালো বন্ধুরা,
       আজকে আমরা শেয়ার করব ভারতীয় সংবিধানে গৃহীত উৎস সমূহের একটি তালিকা । ভারতের সংবিধানের বিভিন্ন উৎস কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেই সম্পর্কে একটি ধারণা থাকা সবার প্রয়োজন । তাই আজকের পোস্টে ভারতীয় সংবিধানের উৎস গুলি সম্পর্কে বিস্তারিত ভাবে নীচে আলোচনা করব। 


ভারতশাসন আইন, ১৯৩৫ ভারতের সংবিধানের বিভিন্ন উৎস

  •  রাজ্যপাল 
  • যুক্তরাষ্ট্রীয় কাঠামো 
  • যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার ক্ষমতা

গ্রেট ব্রিটেন থেকে ভারতের সংবিধানের বিভিন্ন উৎস

  • সংসদীয় শাসনব্যবস্থা 
  •  দ্বি-কক্ষবিশিষ্ট সাংসদ 
  • শক্তিশালী নিম্নকক্ষ 
  • লোকসভার নিকট মন্ত্রীসভার দায়বদ্ধতা 
  • লোকসভার স্পিকার 
  • আইনের শাসন ও আইন প্রণয়ন পদ্ধতি 
  • একক নাগরিকত্বের ধারণা 
  • রাষ্ট্রপতি 
  • প্রধানমন্ত্রী 
  • পাবলিক অ্যাকাউন্টস কমিটি 

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের সংবিধানের বিভিন্ন উৎস

  • মৌলিক অধিকার 
  • বিচারব্যবস্থার স্বাধীনতা এবং বিচারবিভাগীয় পুনর্বিবেচনা 
  • প্রস্তাবনা 
  • সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতি
  • সুপিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি 
  •  আইনের অধীনে সমান সুরক্ষা 
  • রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি

সোভিয়েত রাশিয়া থেকে ভারতের সংবিধানের বিভিন্ন উৎস

  • প্রস্তাবনায় ন্যায়বিচারের আদর্শ (সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক)
  • মৌলিক কর্তব্য 
  • অনুচ্ছেদ 51-A এর অধীনে মৌলিক কর্তব্য 

আয়ারল্যান্ড থেকে ভারতের সংবিধানের বিভিন্ন উৎস

  • রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য 
  • রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি 
  • রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহ 

অস্ট্রেলিয়া থেকে ভারতের সংবিধানের বিভিন্ন উৎস

  • যুগ্ম তালিকা 
  • প্রস্তাবনার ভাষা 
  • ব্যাবসাবানিজ্য-সংক্রান্ত নিয়ম 
  • যৌথ অধিবেশন 

কানাডা থেকে ভারতের সংবিধানের বিভিন্ন উৎস 

  • যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিত 
  • কেন্দ্র দ্বারা রাজ্যগুলির রাজ্যপাল নিয়োগ 
  • কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতাবণ্টন এবং কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা অর্পণ 

দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের সংবিধানের বিভিন্ন উৎস

  • রাজ্যসভার সদস্য নির্বাচন 
  • সংবিধান সংশোধন পদ্ধতি 

জার্মান থেকে ভারতের সংবিধানের বিভিন্ন উৎস

  • জরুরি অবস্থা এবং জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ 

সুইডেন থেকে ভারতের সংবিধানের বিভিন্ন উৎস

  • লোকপাল সম্পর্কিত ধারণা 

জাপান থেকে ভারতের সংবিধানের বিভিন্ন উৎস

  • সুপ্রিমকোর্টের কার্যপরিচালন 

Post a Comment

Previous Post Next Post