RRB group d math practice set pdf - 5 in bengali

        আজকে আমরা শেয়ার করব রেলের গ্রুপ ডি পরীক্ষার অঙ্ক প্র্যাকটিস সেট - ৫ । এই ম্যাথ প্র্যাকটিস সেটটি রেলের গ্রুপ ডির সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে । রেলের গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানতে এখানে দেখুন - ক্লিক করুন । 
 

রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার ম্যাথ প্রাকটিস সেট পর্ব - ৫ 

1. বার্ষিক 5% হারে সরল সুদে 500 টাকার 5 বছরের সুদ কত হবে ? 
(a) 100 টাকা 
(b) 125 টাকা 
(c) 150 টাকা 
(d) 200 টাকা 

2.  এক অংশীদারি ব্যবসায় দুজনের মোট লাভ হয় 1500 টাকা । যদি প্রথম জনের মূলধন 6000 টাকা এবং 900 টাকা লাভ হয় , তবে দ্বিতীয় জনের মুলধন কত টাকা হবে ? 
(a) 4000
(b) 6000
(c) 5000
(d) 3000

3. p + q = √13  এবং p - q = √5  হয়,
 তাহলে pq এর মান কত ?  
(a) 0
(b) 1
(c) 2 
(d) 4

4. একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্ট এবং 264 মিটার দীর্ঘ একটি সেতুকে যথাক্রমে, 8 সেকেন্ড ও 20 সেকেন্ডে অতিক্রম করে । ট্রেনটির দৈর্ঘ্য কত ?  
(a) 150 মিটার  
(b) 165 মিটার 
(c) 180 মিটার 
(d) 176 মিটার 

5. দুটি সংখ্যার অনুপাত 2 : 3 এবং তাদের ল.সা.গু.  54 হলে, সংখ্যা দুটির যোগফল কত ?  
(a) 36
(b) 48
(c)  45
(d) 63 

সমাধানঃ সমাধান গুলির জন্য নীচের দেওয়া লিঙ্ক থেকে pdf টি Download করে দেখুন । 

* রেলের গ্রুপ ডি অঙ্ক (ম্যথ) প্র্যাকটিস সেটের পেজটি দেখুন - ক্লিক করুন ।
 
PDF Details:
PDF Name : - রেলের গ্রুপ ডি অঙ্ক (ম্যথ) প্র্যাকটিস সেট - 5 
PDF Size : - 375 KB
PDF Language : -  Bengali
PDF Page No : - 1
PDF Download Link : - Click here to download pdf. 

Post a Comment

Previous Post Next Post