হ্যালো বন্ধুরা,
আজকে আমরা শেয়ার করব WBJEE ANM & GNM Math Practice set pdf - 1 টি । WBJEE ANM & GNM 2022 পরীক্ষার সিলেবাস অনুযায়ী 10 টি অঙ্ক আসবে । তাই সিলেবাস অনুযায়ী 5 টি অঙ্ক এখানে দেওয়া হল ।
প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস সেট পাওয়ার জন্য আমাদের Telegram বা Whatsapp Group এ Join করুন । নীচে লিঙ্ক দেওয়া আছে ।
1. নীচে দেওয়া কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয় ?
(a) 97
(b) 221
(c) 191
(d) 61
2. নীচের কোন সংখ্যাটি 12 হচ্ছে 25% এর 20% ?
(a) 240
(b) 120
(c) 360
(d) 300
3. দুটি সংখ্যার গুণফল 14/15 এবং ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি ?
(a) 1/15,12/19
(b) 5/7,3/10
(c) 7/6,4/5
4. কোন 3 অঙ্কবিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাকে 10, 12, 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ প্রতিক্ষেত্রে 3 থাকবে ?
(a) 113
(b) 123
(c) 143
(d) 163
5. কোন দুটি সংখ্যার যোগফল 15 এবং তাদের অন্তর 3 হলে, সংখ্যা দুটি কি কি ?
(a) 8 , 7
(b) 6 , 9
(c) 5 , 10
(d) 3 , 12
সমাধান ঃ -
1. সমাধান - c
2. সমাধান - a
x×25/100×20/100=12 Or,=x×1/4×1/5=12
or,x=12×4×5=240
3. সমাধান - c
7/6×4/5=28/30=14/15 এবং 7/6÷4/5=7/6×5/4=35/24
4. সমাধান - b
10, 12, 15 এর লসাগু = 60
তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল = 100
(100 – 60) = 40
: . 60 – 40 = 20
: . নির্ণেয় সংখ্যাটি হল = 100 + 20 + 3 = 123
5. সমাধান - b
x > y
x + y = 15
x – y = 3
: . যোগ করে পাই
2x = 18
Or, x = 9
: . x + y = 15
Or, y = 15 – 9 = 6
PDF Details:
PDF Name : - ANM GNM math practice set 1 pdf in Bengali.
PDF Size : - 328 KB
PDF Language : - Bengali
PDF Page No : - 1
Download Link - Click Here.
Tags: anm & gnm math