হ্যালো বন্ধুরা,
আমরা আজকে শেয়ার করব ANM GNM-2021(question paper) 2nd Shift Math Solution pdf টি । ANM GNM নার্সিং ট্রেনিং ২০২১ সালের পরীক্ষার অঙ্ক প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে নীচের দেওয়া লিঙ্ক থেকে Download করে নাও । ANM GNM নার্সিং ট্রেনিং ২০২২ পরীক্ষায় অঙ্ক বিষয়টি-তে প্রস্তুতি নিতে বিগত বছরের অঙ্ক প্রশ্নের সমাধান গুলি দেখুন ।
1. 5,10, 15 ও 25 এর প্রত্যেককের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতী হবে ?
(A) 10
(B) 3
(C) 5
(D) 7
2. 400 টাকার দুই বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত ?
(A) 7%
(B) 5%
(C) 10%
(D) 11%
3. একটি নিরেট গোলক ও একটি লম্ব বৃত্তাকার চোঙ্গের ব্যাসার্ধ ও ঘনফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত হবে ?
(A) 4 : 3
(B) 3 : 4
(C) 4 : 5
(D) 5 : 4
4. ডজন প্রতি ডিমের দাম 6 টাকা কমলে 30 টাকায় আরও তিনটি বেশি ডিম পাওয়া যায় । কমার আগে এক ডজন ডিমের দাম কত ছিল ?
(A) 30
(B) 24
(C) 60
(D) 48
5. একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল S বর্গ একক ও কর্ণের দৈর্ঘ্য D একক হলে S ও D এর সম্পর্ক হল -
(A) S = 6D^2
(B) 3S = 7D
(C) S^2 = D^2
(D) D^2 = S/2
সমাধানগুলি ঃ -
PDF Details:
PDF Name : - ANM GNM-2021 2nd Shift Math Solution pdf question paper
PDF Size : - 361 KB
PDF Language : - Bengali
PDF Page No : - 1
PDF Download Link : - Click here to download pdf.
Tags: anm & gnm math