Class 6 Maths Solution in Bengali Medium wbbse || ৬ষ্ঠ শ্রেণীর গণিত সমাধান পূর্বপাঠের পুনরালোচনা কষে দেখিঃ 1.6

 Class 6 Maths Solution in Bengali Medium wbbse || ৬ষ্ঠ শ্রেণীর গণিত সমাধান পূর্বপাঠের পুনরালোচনা কষে দেখিঃ 1.6

Class 6 Maths Solution

হ্যালো বন্ধুরা, 
           আজকে আমরা শেয়ার করব ৬ষ্ঠ শ্রেণীর গণিত সমাধান pdf (পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ) পূর্বপাঠের পুনরালোচনা কষে দেখিঃ 1.6 আধ্যায়টির সম্পূর্ণ বাংলায় সমাধান । তাই আর বেশি দেরি না করে নীচের দেওয়া pdf লিঙ্ক থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান pdf টি Download করে নিন । ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান গুলি আধ্যায় ভিত্তিক দেওয়া আছে এখানে ক্লিক করুন এখানে।

ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান pdf

পূর্বপাঠের পুনরালোচনা

 কষে দেখিঃ 1.6

1.ইছামতী নদীর পাড়ের একটি অংশ বাঁধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে, 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধতে কতজন শ্রমিক লাগবে ?  

2. রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমীরা 6 দিনে 150 টি অংক করতে পারে । হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অংক করলে রাজীব ও তাজমীরা কত দিনে 250 টি অংক করতে পারবে । 

3. 2 জন একদিনে একটি দরজা 1/3  অংশ পালিশ করতে পারে, 2 দিনে দরজার  2/3 অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করি । 

4. 500 জন ছাত্রের মিড-ডে মিলের জন্য 1 সপ্তাহে 175 কিগ্রা. চাল লাগে , 75 কিগ্রা. চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চালে কত দিন চলবে হিসাব করি । 

5. 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4 টি ট্রাক্টর লাগে । 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে হিসাব করে লিখি । 

6. একটি মেলায় 12 টি জেনারেটার দৈনিক 6 ঘণ্টা চালালে 7 দিনে মজুত তেল খরচ হয় । দৈনিক 4 ঘণ্টা চালালে 9 দিনে ওই মজুত তেলে কটি জেনারেটর চালানো যাবে হিসাব করি । 

7. 15 টি ভ্যান 40 মিনিটে 15 কুইন্ট্যাল সব্জি টানতে পারে, 20 টি ভ্যান 100 কুইন্ট্যাল সবজি টানতে কত সময় নেবে হিসাব করি । 

8. হস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত রাখা আছে । কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে । বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কত দিন চলবে হিসাব করি ।

 wbbse class 6 math solution pdf download link - click here.


Post a Comment

Previous Post Next Post