Railway group d math practice set - 9 pdf in Bengali || math for competitive exams || রেলের গ্রুপ ডি অঙ্ক

 
হ্যালো বন্ধুরা,
            আজকের আমরা শেয়ার করব রেলের গ্রুপ ডি পরীক্ষার ম্যাথ প্র্যাকটিস সেট - ৯ । রেলের গ্রুপ ডি পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছেন তারা এই অঙ্ক (Math) গুলি থেকে আশা করি উপকৃত হবেন । রেলের গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অঙ্ক গুলি দেওয়া হল ।  

RRB Group D Math Solution pdf for Competitive Examx 2022  

1.  একটি টেবিল 950 টাকায় কিনে 1140 টাকায় বিক্রি করা হল । তাহলে লভ্যাংশ কত হল ?   
(a) 25%
(b) 35%
(c) 30%
(d) 20% 
 
2. একটি নল দ্বারা একটি জলাধার 15 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা ঐ জলাধার 20 মিনিটে শেষ হয় । জলাধারটি অর্ধজলপূর্ণ অবস্থায় দুটি নল একসাথে খোলা হলে জলাধারটি জলপূর্ণ হতে সময় নেবে –   
(a) 30 মিনিট
(b) 32 মিনিট
(c) 36  মিনিট
(d) 40 মিনিট 
 
3.  25% কেরসিন তেলের দাম বৃদ্ধি পায় । একটি পরিবার কেরসিন তেলের ব্যাবহার কত শতাংশ কমালে ঐ পরিবারের তেল খরচ বাড়বে না ? 
(a)  21%
(b) 20%
(c)  24%
(d) 23%

4. √3=1.732 ও √2=1.414  হয় তবে 1/(√3+√2)=  ?  
(a) 0.318
(b) 0.328
(c) 0.308
(d) 3.146 

5. পিতা পুত্রের চেয়ে কুড়িগুন বড় । 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের তিনগুন হবে ? 
(a) 22 টি  
(b) 20 টি
(c) 18 টি
(d) 24 টি  

 এধরনের অঙ্ক প্রতিদিন পেতে নীচের দেওয়া Telegram / Whatsapp গ্রুপ-এ Join করুন ।  


PDF Details:
PDF Name : - রেলের গ্রুপ ডি অঙ্ক প্রেকটিস সেট - ৯  
PDF Size : - 432 KB
PDF Language : - Bengali 
PDF Page No : - 1 
PDF Download Link : - Click here to download pdf.

রেলের গ্রুপ ডি অঙ্ক (ম্যথ) প্র্যাকটিস সেটের পেজটি দেখুন - ক্লিক করুন । 

Post a Comment

Previous Post Next Post