চাকরির গণিত সমাধান pdf 12 || শর্টকাট ম্যাথ প্র্যাকটিস সেট pdf || Math Shortcut Tricks in Bengali pdf

চাকরির গণিত সমাধান pdf

নমস্কার বন্ধুরা, 
     আজকে আমরা শেয়ার করব শর্টকাট ম্যাথ প্র্যাকটিস সেট 12 pdf টি । এই ম্যাথ (Mathematics) গুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে । তাই সিলেবাস অনুযায়ী চাকরির গণিত সমাধান pdf 12 টি আমরা শেয়ার করছি । 
 
 Math Shortcut Tricks in Bengali pdf 

পাটিগণিতের (Arithmetic) এই অংক গুলি সমাধান করতে শর্ট-কাট ট্রিকস  (short-cut trics) বা টেকনিক গুলি অবলম্বন করা হয়েছে  । আশা করি পরীক্ষার্থীরা এই ম্যাথ প্র্যাকটিস সেটটি থেকে উপকৃত হবে । 

  শর্টকাট ম্যাথ সমাধান চাকরির পরীক্ষা - Arithmetic short-cut trics


1. কোন একটি সংখ্যার 60% এর মান 105 হলে, সেই সংখ্যাটির 5/7 অংশের মান কত  ? 
(a) 125
(b) 175
(c) 225
(d) 135
2. একটি চেয়ার বিক্রেতা একটি চেয়ারের দাম 20% দাম বাড়িয়ে রেখে তারপর 20% ছাড় দিলে , মোটের উপর সে শতকরা কত টাকা ছাড় দিল ? 
(a) 9%
(b) 2%
(c) 4 %
(d) 11%
3. 1 থেকে 99 পর্যন্ত জোড় সংখ্যার বর্গের গড় কত ? 
(a) 1250
(b) 3300
(c) 3600
(d) 2200
4. A, B ও C  একটি যৌথ ব্যবসায় বিনিয়োগ করে 75000 টাকা । তাদের বছরের শেষে লভ্যাংশ দাড়ায় যথাক্রমে 5200 টাকা, 6500 টাকা এবং 7800 টাকা । তবে C কত টাকা বিনিয়োগ করেছিল ? 
(a) 25000 টাকা 
(b) 22000 টাকা 
(c) 20000 টাকা 
(d) 30000 টাকা 
5. দুটি ট্রেন প্রতিটি 200 মিটার লম্বা সমান গতিতে বিপরীত দিকে গতিশীল অবস্থায় 10 সেকেন্ড সময়ে পরস্পরকে অতিক্রম করে, তবে ট্রেন দুটির গতি হল  -  
(a) 144 কিমি/ঘণ্টা 
(b) 86 কিমি/ঘণ্টা
(c) 72 কিমি/ঘণ্টা 
(d) 74 কিমি/ঘণ্টা


PDF Details:
PDF Name : - চাকরির গণিত সমাধান pdf 12 
PDF Size : - 475 KB
PDF Language : - Bengali 
PDF Page No : - 1 
Download - Click Here

Post a Comment

Previous Post Next Post