নমস্কার বন্ধুরা,
WB Kolkata Police Previous year maths question paper 2012 with answer key টি pdf আকারে দেওয়া হল । যারা ডব্লিউ বিপি কলকাতা পুলিশ কনস্টেবল 2022 সালে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা Wbp কলকাতা পুলিশ কনস্টেবল আগের বছর প্রশ্নপত্র গুলি দেখা খুবি প্রয়োজন । তাই আমরা ২০১২ সালের আসা WB Kolkata Police Constable 2012 অংক গুলির সমাধান pdf আকারে দেওয়া হল । WB Kolkata Police Previous year 2012 গনিত প্রশ্ন ও সমাধান গুলি বিস্তারিত ভাবে আলোচনা করা হল ।
KP Math solution pdf in Bengali |
KP (Kolkata Police) Math question solution pdf .
1. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম ?
Ans : (A) 24/25
(B) 10/11
(C) 99/100
(D) 68/69
সমাধানঃ (B) 10/11
24/25 ,10/11,99/100,68/69 ভগ্নাংশ গুলির লব ও হরের পার্থক্য প্রত্যেকটিতে 1 রয়েছে । তাই এখানে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট এবং যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়ো হয় ।
2. সীমা, অনীস, আশা এবং টেসীকে যে চারটি সমীকরণ দেওয়া হয়েছিল তাদের নামের পাশে উত্তর সহ সমীকরণগুলি দেওয়া হলঃ
Ans : (A) সীমা : 4 × 1 + 8 ÷ 2 = 8
(B) অনীস : 6 + 4 ÷ 2 – 1 = 4
(C) আশা : 9 + 3 × 2 – 4 ÷ 2 = 10
(D) টেসীকে : 27 ÷ 3 – 2 × 3 = 21
সমাধানঃ (A) সীমা : 4 × 1 + 8 ÷ 2 = 8
4 × 1 + 8 ÷ 2
= 4 × 1 + 4
= 4 + 4
= 8
3. যদি A = 3/4 ÷ 5/6 ,
B = 3 ÷ [(4 ÷ 5) ÷ 6 ]
C = [3 ÷ (4 ÷ 5)] ÷ 6 এবং
D = 3 ÷ 4 (5 ÷ 6) হয় তাহলে
Ans : (A) A এবং B সমান
(B) A এবং C সমান
(C) A এবং D সমান
(D) সবগুলি সমান
সমাধানঃ (C) A এবং D সমান
A = 3/4 ÷ 5/6
= 3/4 × 6/5
= 18/20
= 9/10
D = 3 ÷ 4 (5 ÷ 6)
= 3 ÷ 4 of 5/6
= 3 ÷ 20/6
= 3 × 6/20
= 18/20
= 9/20
4. নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম ?
Ans : (A) 15/19
(B) 29/33
(C) 13/17
(D) 3/7
সমাধানঃ (B) 29/33
15/29 ,29/33,13/17,3/7 ভগ্নাংশ গুলির লব ও হরের পার্থক্য প্রত্যেকটিতে 4 রয়েছে । তাই এখানে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট এবং যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়ো হয় ।
5. পাশের শ্রেণীটি দেখ : 8, 43, 11, 41, ___, 39, 17, শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে ?
Ans : (A) 8
(B) 14
(C) 43
(D) 44
সমাধানঃ (B) 14
8, 43, 11, 41, ___, 39, 17
43 – 2 = 41
41 – 2 = 39
8 + 3 = 11
11 + 3 = 14
14 + 3 = 17
6. 3 × 10^5 + 4 × 10^3 + 7 × 10^2 + 5 = ?
Ans : (A) 3004705
(B) 3475 × 1010
(C) 304705
(D) 347500
সমাধানঃ (C) 304705
3 × 10^5 + 4 × 10^3 + 7 × 10^2 + 5
= 300000 + 4000 + 700 + 5
= 304705
7. দুটি সংখ্যার যোগফল 32 , এর একটি সংখ্যা – 36 , অপর সংখ্যাটি কত ?
Ans : (A) – 4
(B) 4
(C) – 68
(D) 68
সমাধানঃ (D) 68
: . ধরি অপর সংখ্যাটি হল a
: . a + (-36) = 32
Or, a – 36 = 32
Or, a = 32 + 36 = 68
8. 2^10 – 1 নীচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য ?
Ans : (A) 2
(B) 3
(C) 4
(D) 10
সমাধানঃ (B) 3
210 – 1
= 1024 – 1
= 1023 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য ।
বিকল্পঃ [210 = জোড় সংখ্যা হবে এবং 1 বিয়োগ করলে বিয়োগফল কোন জোড় সংখ্যা দিয়ে বিভাজ্য করা যাবে না । তাই এখানে উত্তর হবে 3 ]
9. একটি গাড়ি 30 কিমি/ঘ. গতিবেগে 1 কিমি যায় এবং পরের 1 কিমি যায় 40 কিমি/ঘ. গতিবেগে; 2 কিমি এর জন্য গাড়িটির গড় গতিবেগ (কিমি/ঘ.) কত ?
Ans : (A) 35
(B) 342/7
(C) 333/7
(D) 335/7
সমাধানঃ (B) 342/7
2/(1/30+1/40)=2/(7/120)=2×120/7=240/7=34 2/7
10. 4 – (2 – 9)^0 + 32 ÷ 1 + 3 = ?
Ans : (A) 17
(B) 16
(C) 15
(D) 12
সমাধানঃ (A) 17
: . 4 – (2 – 9)^0 + 32 ÷ 1 + 3
= 4 – (–7)^0 + 32 ÷ 1 + 3
= 4 + 1 + 9 ÷ 1 + 3
= 17
➥ WBP Question Paper গুলি দেখুন - ক্লিক করুন।
PDF Details:
PDF Name : - রেলের গ্রুপ ডি প্রশ্ন 2018 pdf অংক সমাধান
PDF Size : - 500 KB
PDF Language : - Bengali
PDF Page No : - 4
Download - Click Here.
Tags: wb kolkata police math