রেলের গ্রুপ ডি অঙ্ক পরীক্ষার অঙ্ক সমাধান || RRB Group D math solution in Bengali pdf
নমস্কার বন্ধুরা,
আজকে আমরা শেয়ার করব ২০১৮ সালের রেলের গ্রুপ-ডি পরীক্ষায় আসা অঙ্ক গুলির সমাধান । রেলের গ্রুপ-ডি পরীক্ষার প্রার্থীদের সুবিধার্থে আজকে আমরা রেলওয়ে গ্রুপ ডি অঙ্ক প্রশ্ন উত্তর pdf -এর পোস্টটি শেয়ার করলাম । রেলের গ্রুপ ডি পরীক্ষায় 25 টি অঙ্ক আসবে তাই এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অঙ্ক একটি বিশেষ ভুমিকা নেবে ।
RRB group d 2018 math question solve |
RRB Group D Question Paper Details 2018 :
- Level-1 Post CEN-02/2018
- TIME: 9:00AM-10.300AM
- DATE: 01/12/2018
- রেলের গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস ২০২২ ক্লিক করুন
- রেলের গ্রুপ ডি অঙ্ক (ম্যথ) প্র্যাকটিস সেটের পেজটি দেখুন - ক্লিক করুন ।
1. বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে ষাম্মাসিক পর্বে এক বছরের জন্য একটি মূলধন বিনিয়োগ করা হয়েছে, মেয়াদপূর্তিতে এটি 10,025 টাকা হয়ে যায় । মূলধনের পরিমাণ কত টাকা ?
Ans : 1. 10,000
2. 10,500
3. 9,600
4. 10,250
2. আপনাকে একটি প্রশ্ন এবং দুটি বিবৃতি দেওয়া হয়েছে । প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য কোন বিবৃতিটি / গুলি আবশ্যকীয় / যথেষ্ট সেটা সনাক্ত করুন ।
প্রশ্নঃ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করুনঃ
চিত্রঃ pdf দেখুন।
1. AC = 56 cm
2. AB = 4 cm
Ans : 1. উভয় 1 এবং 2 হল প্রয়োজনীয়
2. হয় 1 অথবা 2 হল যথেষ্ট
3. শুধুমাত্র 1 হল যথেষ্ট
4. শুধুমাত্র 2 হল যথেষ্ট
3. যদি cos3x=4〖cos〗^3 x-3cosx হয় , তাহলে sec〖135〗^0=
Ans : 1. sec〖45〗^0
2. cosec〖45〗^0
3. -cosec〖45〗^0
4. -sec〖45〗^0
4. 38 এবং 57 এর ল.সা.গু. হলঃ
Ans : 1. 95
2. 114
3. 76
4. 152
5. পাইপ A একটি ইনলেট পাইপ যা 69 ঘণ্টার মধ্যে একটি খালি সিস্টার্ন কে ভর্তি করতে পারে । পাইপ B ভরা সিস্টার্নটি 46 ঘণ্টার ভিতরে খালি করতে পারে । যখন সিস্টার্নটি ভর্তি ছিল, পাইপ B দিয়ে শুরু করে, দুটি পাইপকেই দফায় দফায় এক ঘণ্টা এক ঘণ্টা করে চালানো হয় । সিস্টার্নটি খালি হতে কতক্ষণ সময় লাগবে ?
Ans : 1. 11 দিন 13 ঘণ্টা
2. 11 দিন 10 ঘণ্টা
3. 11 দিন 7 ঘণ্টা
4. 11 দিন 12 ঘণ্টা
6. 80 km/hr গতিতে চলমান একটি ট্রেন 9 সেকেন্ডের মধ্যে একটি থাম এবং 27 সেকেন্ডের একটি প্ল্যাটফর্ম পেরিয়ে যায় । প্লাটফর্মের দৈর্ঘ্য কত ?
Ans : 1. 480m
2. 400m
3. 500m
4. 540m
7. একটি সামান্তরিকের উচ্চতা হল তার ভুমির 1/2 ভাগ । যদি সামান্তরিকটির ক্ষেত্রফল 243〖cm〗^2 হয়, তাহলে সামান্তরিকটির উচ্চতা (cm হিসাবে) কত হবে ?
Ans : 1. 7
2. 8
3. 9
4. 6
8. 84km/h গতিতে গাড়ি চালিয়ে একজন ব্যাক্তি তার অফিসে 1 মিনিট আগে পৌঁছয় , 72 km/h গতিতে গাড়ি চালালে সে তার অফিস 3 মিনিট দেরিতে পৌছায় । সে কতটা দূরত্ব অতিক্রম করেছে (km হিসাবে) ?
Ans : 1. 25.8
2. 36.4
3. 33.6
4. 30.8
9. ত্রিভুজ PQR , ত্রিভুজ ABC এর সদৃশ । ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল 576〖cm〗^2, এবং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল 324〖cm〗^2 । ত্রিভুজ PQR এর বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য হল 72 cm, ত্রিভুজ ABC এর বৃহত্তম বাহুটির মাপ কত ?
Ans : 1. 54 cm
2. 72 cm
3. 52 cm
4. 48 cm
10. 1.5 + 1.505 + 1.05 + 1.5505 = ?
Ans : 1. 5.6015
2. 6.015
3. 5.6105
4. 6.1
11. 112 এবং 84 এর গ.সা.গু. হলঃ
Ans : 1. 21
2. 14
3. 28
4. 42
12. যদি √0.0361x = 1.9 হয়, তাহলে x = ?
Ans : 1. 1000
2. 10
3. 100
4. 1
13. নীচের চিত্রের মধ্যে কতগুলি ত্রিভুজ রয়েছে ?
চিত্রঃ pdf দেখুন ।
Ans : 1. 18
2. 19
3. 16
4. 20
14. α ও β যদি 〖2x〗^2+7x-4=0 এর বীজ হয়, তাহলে যেই সমীকরণটির বীজ α^2 এবং β^2 হবে, সেটি হল ,
Ans : 1. 〖4x〗^2-65x+16=0
2. 〖4x〗^2+65x+16=0
3. 〖4x〗^2-65x-16=0
4. 〖4x〗^2+65x-16=0
15. 1330 টাকা দুজন ব্যক্তির মধ্যে 12 : 23 অনুপাতে ভাগ করা হয় । ছোট ভাগটি যে পেয়েছে তার পরিমাণ হল -
Ans : 1. 494 টাকা
2. 468 টাকা
3. 444 টাকা
4. 456 টাকা
16. দুটি সংখ্যা 5 : 4 অনুপাতে রয়েছে । যখন 3 এবং 4 যথাক্রমে সেই সংখ্যা দুটি থেকে বিয়োগ করা হয় , তাদের অনুপাত 4 : 3 হয়ে যায় । মুল সংখ্যা দুটির যোগফল হল : -
Ans : 1. 84
2. 56
3. 63
4. 72
17. একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত হল 4 : 5 : 6 এবং তার পরিসীমা হল 105 সেমি । বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে সেই বাহুটির লম্ব উচ্চতা (cm হিসেবে) কত ?
Ans : 1. (35√7)/11
2. (35√7)/6
3. (35√7)/4
4. (35√7)/3
18. এই শৃঙ্খলটিতে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন:
4, 9, 20, 43, 90, ?
Ans : 1. 200
2. 190
3. 185
4. 180
19. 3/7 এবং একটি ক্ষুদ্রতর সংখ্যার পার্থক্য হল 1/6 । অপর সংখ্যাটি হল -
Ans : 1. 5/21
2. 2/1
3. 11/42
4. 3/14
20. লুপ্ত সংখ্যাটি নির্ণয় কর :
69, 55, 26, ?, 4
Ans : 1. 8
2. 14
3. 13
4. 12
21. 2^11×3^5×5^3×7^5 – এর কতগুলি উৎপাদক 1440 এর গুণিতক ?
Ans : 1. 180
2. 504
3. 560
4. 336
22. এই চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে ?
চিত্রঃ pdf দেখুন ।
Ans : 1. 32
2. 16
3. 24
4. 30
23. রামের একা একটি কাজ করতে 24 দিন সময় লাগে এবং শ্যামের একা সেই কাজটি পূর্ণ করতে 30 দিন সময় লাগে । যদি তারা 4 দিনের জন্য একসাথে কাজ করে , মোট কাজের কত শতাংশ বাকি থাকবে ?
Ans : 1. 70%
2. 75%
3. 30%
4. 25%
24. 2/3 কে একটি ভগ্নাংশের সঙ্গে যোগ করা হলে তার যোগফল হয় 3/4 । ভগ্নাংশটি হলঃ
Ans : 1. 1/12
2. 1/6
3. 1/18
4. 1/24
25. নিম্নলিখিতটি সমাধান করুন,
√((9+6√2)(9-6√2) )=?
Ans : 1. 3
2. 4
3. 1
4. 2
26. 3.03 – এ ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা যেই ক্ষুদ্রতর কোনটি তৈরি করে, তার মাপ হলঃ
Ans : 1. 〖86.675〗^0
2. 〖86.725〗^0
3. 〖73.50〗^0
4. 〖73.725〗^0
27. একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় 82% নম্বর পেয়েছে , যাতে সর্বোচ্চ নম্বর ছিল 650 । সে ………… পেয়েছে ?
Ans : 1. 574
2. 492
3. 546
4. 533
28. 06: 06: 06 ঘটিকায় ঘড়ির ঘণ্টার হাত এবং ঘড়ির মিনিটের হাতের মধ্যে গঠিত প্রবৃদ্ধ কোনটির মাপ কত ?
Ans : 1. 〖212.95〗^0
2. 〖213.55〗^0
3. 〖213.65〗^0
4. 〖213.75〗^0
29. যদি secθ+tanθ=x হয় তাহেল secθ= ?
Ans : 1. 1+x^2
2. x(1+x)
3. ((1-x^2 ))/2x
4. ((1+x^2 ))/2x
Railway group d math solution question paper 2018 pdf in bengali - mymathslz.in
PDF Details:
PDF Name : - রেলের গ্রুপ ডি প্রশ্ন 2018 pdf অংক সমাধান
PDF Size : - 662 KB
PDF Language : - Bengali
PDF Page No : - 4
Download - Click Here.
Tags: rrb group d math