গণিত প্র্যাকটিস সেট পর্ব - ১৭ || Math mcq Practice set in Bengali set - 17

 নমস্কার বন্ধুরা, 
                আজকে আমরা শেয়ার করব চাকরির পরীক্ষার গণিত প্র্যাকটিস সেট পর্ব - ১৭ । যা সরকারি পরীক্ষার চাকরির পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে সাহায্য করবে । 

math practice set 17 in bengali 


MCQ Math in Bengali practice set 

1. দুটি সংখ্যার যোগফল 17 এবং বিয়োগফল 18 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত  ?  
(a) 221 
(b) 121
(c) 252
(d) 272 

সমাধানঃ  (a) 221 

সংখ্যা দুটি ধরেনি x ও y 
x + y = 17,  x - y = 13  
∴ x^2-y^2=(x+y)(x-y)=17×13=221 
 
2. 100×10-100+2000 ÷100=?  
(a) 392
(b) 920
(c) 807
(d) 780

সমাধানঃ (b) 920

100×10-100+2000 ÷100 
=1000-100+2000÷100 
=1000-100+20 
=1020-100 
=920  

3. ঘণ্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে । ট্রেনটির দৈর্ঘ্য কত ?  
(a) 130 মিটার । 
(b) 160 মিটার ।
(c) 180 মিটার ।
(d) 200 মিটার । 

সামধানঃ (c) 180 মিটার

(54000×30)/360=450 মিটার যায় 30 সেকেন্ডে । 

:  . ট্রেনটির দৈর্ঘ্য = (450 – 270) = 180 মিটার । 

4. বার্ষিক 5% হার সরল সুদে 500 টাকায় 5 বছরের সুদ কত হবে ? 

(a) 75 টাকা ।  
(b) 100 টাকা 
(c) 125 টাকা    
(d) 150 টাকা      

সমাধানঃ (c) 125 টাকা     

(500×5×5)/100=125 টাকা । 

5. একটি চাকার ব্যাস 42 মিটার ।   26.4 কিমি পথ অতিক্রম করতে চাকাতি কত পাক ঘুরবে ?  
(a) 200 
(b) 300
(c) 400
(d) 500 
 
সমাধানঃ (a) 200

চাকাটির পরিধি = 22/7×42=132 মিটার । 
পাকের সংখ্যা = (26.4×1000)/132=200

Post a Comment

Previous Post Next Post