KP Mathematic Answer Kye 2023 PDF

 কলকাতা পুলিশ কনেস্টেবল পরীক্ষার ২০২৩ অঙ্ক সমাধান || KP Mathematic Answer Kye 2023 PDF

নমস্কার বন্ধুরা, 
             আজকে আমরা শেয়ার করছি পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ কনেস্টেবল ২০২৩ পরীক্ষার প্রশ্নপত্রের অঙ্ক সমাধান । Kolkata Police Constable Question and Answer (mathematic) 2023 Solve PDF সম্পূর্ণ বাংলাতে দেওয়া হল । কলকাতা পুলিশ কনেস্টেবল রিকুর্টমেন্ট ২০২৩ এর প্রশ্নপত্রে মোট ৪০ টি অঙ্ক (Mathematic) এসেছিল । তাই WBKP 2023 পরীক্ষায় আশা সমস্ত অঙ্ক গুলির সমাধান PDF টিতে করে দেওয়া হয়েছে ।    



KP 2023 math questions and answers pdf in Bengali


 



১। একটি আয়তাকার (rectangular) মাঠের দৈর্ঘ্য (length) প্রস্থের (breadth) দ্বিগুণ । মাঠটির ক্ষেত্রফল (area) 338 বর্গমিটার হলে , তার পরিসীমা (perimeter) কত ? (মিটার) 
(A) 90
(B) 78 
(C) 84
(D) 169

২। 8, 17, 36, 75 , ? - প্রশ্নবোধক চিহ্ন স্থানে কী বসবে ? 
(A) 145
(B) 152
(C) 150
(D) 154

৩। একটি নৌকা স্রোতের অনুকূলে (downstream) 6 মিনিটে 1 km যায় এবং স্রোতের প্রতিকূলে (upstream) ঘণ্টায় 6 km যায় । স্রোতের গতিবেগ কত (কিমি/ঘণ্টা) ? 
(A) 6 
(B) 4 
(C) 3
(D) 2 

৪। কোন টাকা 20 বছরে সুদে আসল (principal + Interest) 3 গুন হয় । বার্ষিক সুদের হার (rate of interest) কত ? 
(A) 20
(B) 10
(C) 5 
(D) 15

৫। শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘণ্টায় 100 কিমি বেগে যায় এবং ঘণ্টায় 120 কিমি বেগে ফিরে আসে । শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ (average speed) কত ? (কিমি/ঘণ্টা) 
(A) 119-1/11
(B) 109-1/11
(C) 110 
(D) 111-1/11

৬। এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে (rate of simple interest) কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করেন । চার বছর পর সুদ (interest) হিসাবে ব্যাঙ্কে তিনি 1250 টাকা জমা দেন । ওই ব্যাক্তি কত টাকা ধার করেছিল ? 
(A) 2500
(B) 2450
(C) 3000
(D) 2400 

৭। 8, 17, 26, 35 , ? - প্রশ্নবোধক চিহ্ন স্থানে কী বসবে ?
(A) 52
(B) 44
(C) 42
(D) 39

৮। কত টাকার 60%, 90 টাকার 83-1/3%– এর সমান?
(A) 160 
(B) 135 
(C) 175
(D) 125

৯। 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের (square) চারিদিকে 2 বার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে , যদি তার গতিবেগ (speed) 9 কিমি/ঘণ্টা হয় ? 
(A) 96
(B) 80
(C) 72
(D) 144 

১০। একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুত ছিল । 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল । যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে ? 
(A) 200
(B) 240
(C) 180
(D) 300 

১২। রাহুল বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিকে গিয়ে বামদিকে ঘুরে 20 কিমি যাওয়ার পর আবার বাম দিকে ঘুরে 10 কিমি গেল । এরপর উত্তর দিকে 7 কিমি যাওয়ার পর ডানদিকে ঘুরে 5 কিমি গিয়ে যাত্রা শেষ করল । বাড়ি ও শেষ স্থানের মধ্যে দূরত্ব কত (কিমি) ? 
(A) 15
(B) 10 
(C) 5
(D) 13

১৩। কোন ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় (discount) পেলে মোটের উপর কত ছাড় (discount) পেলেন (শতকরা হারে)(rate of percentage) ? 
(A) 30
(B) 20
(C) 15
(D) 28

১৫। 7, 0, 0, 5 দ্বারা গঠিত বৃহত্তম (greatest) ও ক্ষুদ্রতম (smallest) চার অঙ্কের সংখ্যা (four digit number) দুটির পার্থক্য হল - 
(A) 2943
(B) 2593
(C) 2493
(D) 2395  

১৮। একটি আয়তক্ষেত্রের (rectangle) দৈর্ঘ্য (length) ও প্রস্থ (breadth) 20% হ্রাস করা হয় । আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল (area) কত শতাংশ (percentage) হ্রাস পায় ? 
(A) 32
(B) 36 
(C) 24
(D) 30 

১৯। 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় 70 কিমি বেগে (speed) চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু (bridge) অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে ? 
(A) 30
(B) 18
(C) 16 
(D) 24
২০। 1+2+3+……+25 সংখ্যাক্রমের (number series )যোগফল (sum) কত ? 
(A) 300
(B) 225
(C) 325
(D) 350 

২১। 25শে জানুয়ারি,2008 সোমবার হলে, 2রা মার্চ, 2008 কী বার হবে ?  
(A) সোমবার 
(B) বুধবার 
(C) মঙ্গলবার 
(D) রবিবার 

২৩। কোন একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে । মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে, কত শতাংশ (percentage) বাণিজ্য বিভাগের ছাত্র ? 
(A) 30
(B) 24
(C) 36
(D) 32

২৪। 8.65 -এর সঙ্গে কত যোগ করলে যোগফল (sum) 402 -এর 0.3 -এর সমান হবে ? 
(A) 120.6
(B) 113.95
(C) 111.65
(D) 111.95

২৯।  ‘+’ মানে ’÷’ , ‘–‘ মানে ‘×’ , ’÷’ মানে ‘–‘ , এবং ‘×’ মানে ‘+’ বসালে 
67 × 119 + 17 – 27 ÷ 259 = ? 
(A) 7 
(B) – 3 
(C) – 13 
(D) 3

৩০। গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে । কোন পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় , তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা (percentage) কত হারে কমাতে হবে ? 
(A) 32
(B) 24
(C) 20
(D) 30

৩১। A : B = 3 : 4, B : C = 6 : 5 হলে, A : C -এর মান কত ? 
(A) 10 : 11
(B) 8 : 9 
(C) 5 : 7
(D) 9 : 10 

 ৩৩। এমন একটি ভগ্নাংশ (fraction) নির্ণয় করো , 3/4 এর সঙ্গে তার যে অনুপাত (ratio) তার সঙ্গে 27/64 -এর অনুপাত (ratio) একই হবে । 
(A) 9/6
(B) 7/16
(C) 6/7
(D) 9/15

৩৪। বার্ষিক 8% সরল সুদের হারে (rate of simple interest) কত টাকার 4 বছরের সুদ (interest) 136 টাকা হবে ? 
(A) 525
(B) 450
(C) 425
(D) 375

৩৫। একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপর আছে । খুঁটিটি কত লম্বা (height) ? (মিটার) 
(A)175
(B) 125
(C) 100
(D) 150 

৩৬। দুটি সংখ্যার গড় (average) 9 এবং অন্য তিনটি সংখ্যার গড় (average) 4 হলে, ওই 5 টি সংখ্যার গড় (average) কত ? 
(A) 7
(B) 5
(C) 4
(D) 6

৩৭। একটি দেওয়াল ঘড়িতে 10 টা বাজতে 10 সেকেন্ড সময় লাগলে 12 টা বাজতে কত সময় লাগবে ? (সেকেন্ড) 
(A) 12\frac{2}{9}
(B) 10\frac{2}{9}
(C) 9\frac{2}{9}
(D) 11\frac{2}{9}

৩৮। চার অঙ্কের ক্ষুদ্রতম (smallest) পূর্ণবর্গ (perfect square) সংখ্যাটি কত ? 
(A) 1050
(B) 1000
(C) 4000
(D)1024

৩৯। রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের (speed) অনুপাত (ratio) 4 : 3 । পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘণ্টায় 72 কিমি পথ (distance) যায়, তবে 3 ঘণ্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ (distance) যাবে ? (কিমি) 
(A) 72
(B) 48
(C) 24 
(D) 60  

৪০। সময় মত বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় (discount) পাওয়া যায় । সময়মত বিল জমা দিয়ে এক ব্যাক্তি 66 টাকা ছাড় (discount) পেলেন । বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল ? (টাকা) 
(A) 430
(B) 330
(C)  220
(D) 380 

Post a Comment

Previous Post Next Post