History GK Question and answer Social-Religious Reform Movements and Reformers in India (উনিশ শতকে ভারতের সমাজ সংস্কার আন্দোলন আন্দোলনের প্রশ্ন ও উত্তর) For competitive Exams. Questions and answers to the history of independent India Gk in Bengali.
56. জোনাথন ডানকান বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন ⇒ 1791 খ্রিস্টাব্দে।
57. উইলিয়াম কেরি ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন ⇒ শ্রীরামপুরে।
58. লর্ড উলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা রদ করে 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর ⇒ রেগুলেশন আইন (xvii নং) দ্বারা। আন্দোলন করে রাজা রামমোহন রায়।
59. 1844 খ্রিস্টাব্দে ঘোষণা করা হয় ইংরেজ শিক্ষায় শিক্ষিত ভারতীয়দের চাকুরীতে অগ্রাধিকার দেওয়া হবে ⇒ ভারতের গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ।
60. রাজা রামমোহন রায় হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহন করেন ⇒ 1772 খ্রিস্টাব্দে 22 মে। (মতান্তরে 1774 খ্রিস্টাব্দ)।
61. আধুনিক ভারতের জনক বলা হয় ⇒ রাজা রামমোহন রায়কে।
62. ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন ⇒ কেশব চন্দ্র সেন।
63. ''সূর্যের দেশ'' ও ''মেবারের পতন'' এর রচনা করেন ⇒ দ্বিজেন্দ্র লাল রায়।
64. 1822 খ্রিস্টাব্দে A¨vs‡jv হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন ⇒ রাজা রামমোহন রায়।
65. রাজা রামমোহন রায়কে ''রাজা'' উপাধি দেন ⇒ মুঘল সম্রাট দ্বিতীয় আকবর।
66. রবীন্দ্র নাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে উপাধি দিয়েছিল ⇒ ভারত পথিক।
67. রাজা রামমোহন রায়কে ''বিশ্বপথিক'' উপাধি আখ্যা দেন ⇒ অধ্যাপক দিলীপ কুমার।
68. রাজা রামমোহন রায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন ⇒ 1828 খ্রিস্টাব্দে।
69. 1815 খ্রিস্টাব্দে ''আত্মীয়'' সভা প্রতিষ্ঠা করেন ⇒ রাজা রামমোহন রায়।
70. মহর্ষি দেবেন্দ্র নাথ ঠাকুর আত্মীয় সভার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন ⇒ রাজা রামমোহন রায়ের মৃত্যুর পরে।
71. ব্রহ্ম সমাজের নবীন সদস্য ছিলেন ⇒ শিবনাথ শাস্ত্রী, কেশব চন্দ্র সেন, আনন্দ মোহন বসু।
72. ব্রহ্ম সমাজ থেকে বহিস্কার করা হয়েছিল ⇒ কেশব চন্দ্র সেন।
73. স্বামী শ্রদ্ধানন্দ গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন ⇒ হরিদ্বার।
74. প্রথম বাংলা সংবাদপত্র হল ⇒ সমাচার দর্পন।
75. ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনে বড়লাট লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাশ করেন ⇒ 1856 খ্রিস্টাব্দ 26 জুলাই।
76. পরিব্রাজকে গ্রন্থের রচয়িতা ⇒ স্বামী বিবেকানন্দ।
77. বীর সালিঙ্গমকে বলা হয় ⇒ দক্ষিণ ভারতের বিদ্যাসাগর।
78. ''পলাশীর যুদ্ধ'' লেখেন ⇒ নবীন চন্দ্র সেন।
79. ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকর্তার বলা হয় ⇒ রাজা রামমোহন রায়।
80. ''স্বদেশ বান্ধব সমিতি'' প্রতিষ্ঠা করেন ⇒ অশ্বিনী কুমার দত্ত।
81. ''সত্যপ্রকাশে'' র রচয়িতা ⇒ স্বামী দয়ানন্দ স্বরস্বতী।
82. নিম্ন বর্ণের জন্য মন্দিরে প্রবেশের পথ খুলে দেওয়ার জন্য করলে ⇒ ভাইকম সত্যাগ্রহ হয়েছিল।
83. রামকৃষ্ণ মিশন প্রতিষ্টা করেন ⇒ স্বামী বিবেকানন্দ।
84. ব্রহ্ম সভার প্রথম সচিব ⇒ তারা চাঁদ চক্রবর্তী।
85. নায়ার সোসাইটি গঠিত হয় ⇒1914 খ্রিস্টাব্দে। এম পদ্মনাভ পিল্লাই।
86. স্বামী দয়ানন্দের আসল নাম ছিল ⇒ মূল শংকর।
87. প্রথম বাংলায় প্রকাশিত মাসিক সংবাদ পত্র হল ⇒দিগ্ দর্শন। (1818)
88. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ⇒ গোপাল কৃষ্ণ গোখলে।
89. রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী ছিল ⇒ সারদামনি।
90. ''থিওডোরবেক'' ছিল সৈয়দ আহম্মেদের ⇒ প্রধান পরামর্শ দাতা।
91. ঈশ্বর চন্দ্র গুপ্ত 1866 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা করেন ⇒ গৌরব সম্বোধনী।
92. আর্যসমাজের প্রতিষ্ঠা করেন ⇒স্বামী দয়ানন্দ স্বরস্বতী।
93. .A¨vকাডোমিক A¨vসেসিয়েশন প্রতিষ্ঠা করেন ⇒ ডিরোজিও।
94. ব্রতচারী আন্দোলন গড়ে তোলেন ⇒গুরুসদয় দত্ত।
95. ''বর্তমান ভারত'' গ্রন্থটির রচয়িতা কে ⇒ স্বামীবিবেকানন্দ।
96. দেবেন্দ্র নাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন ⇒ তত্ববোধিনী সভা।
97. ''এশিয়াটিক সোসাইটি'' প্রতিষ্ঠিত হয় ⇒ 1784 খ্রিস্টাব্দে।
98. ভারতের প্রাচীনতম পরিচিত মহিলা সমাজ সংস্কারক ⇒ তারা বাঈ সিন্ধে।
99. ''সুর সুন্দরী'' গ্রন্থের রচয়িতা ⇒ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
100. ই ভি রামস্বামী নায়ারের নেতৃত্বে দক্ষিণ ভারতে আন্দোলন সংঘটিত হয় ⇒ সেলফ রেস্পেক্ট মুভমেন্ট।
101. স্যার সৈয়দ আহম্মদ খান প্রতিষ্ঠা করেন ⇒ দ্য মহামেডান A¨vs‡jv ওরিয়েন্টাল ডিফেন্স
A¨vসোসিয়েশন।
102..''তত্ববোধিনী সভা'' প্রতিষ্ঠা করেন ⇒ দেবেন্দ্র নাথ ঠাকুর।
103. বিংশ শতকে ''মন্দির প্রবেশ'' আন্দোলন ছিল ⇒ মালাবার গুরুভায়ুর সত্যাগ্রহ, বাংলায় মুন্সিগঞ্জ কালীমন্দির সত্যাগ্রহ, ভাইকম সত্যাগ্রহ।
104. যুক্তিবাদ ও মানবতাবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল ⇒ ব্রাহ্মসমাজ।
105. 1867 খ্রিস্টাব্দে ব্রহ্ম আন্দোলনের নেতা কেশব চন্দ্র সেনের প্রভাবে মহারাষ্ট্রে ''পার্থনাসমাজ'' গড়ে তোলে ⇒ আত্মারাম পান্ডুরঙ্গ।
106. কেশব চন্দ্র সেন ইন্ডিয়ান রিফর্ম A¨vসেসিয়েশন গঠন করেন ⇒ 1870 খ্রিস্টাব্দে।
107. ''ভারত ভারতীয়দের জন্য'' শ্লোগান তুলেছিল ⇒ আর্য সমাজ।
108. '' Looking Back'' কার আত্মজীবনী ⇒ ধন্দকেশব কার্ভে।
109. ''সত্যর্থ প্রকাশ'' , ''বেদ প্রকাশ'' , '' বেদ ভাষ্য ভূমিকা'' গ্রন্থগুলি রচনা করেন ⇒ স্বামী দয়ানন্দ স্বরস্বতী।
110. বাংলায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ⇒ উইলিয়াম জোন্স।
111. থিওসফিক্যাল সোসাইটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন ⇒ মাদাম এইচপি ব্লাভাটস্কি।
112. আলীগড় বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ⇒ স্যার সৈয়দ আহম্মদ খান।
113. ''ঐতিহ্য বাদী আধুনিকতাবাদী'' বলা হয় ⇒ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
114. ''বৃহৎ সংহার'' রচনা করেন ⇒ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
115. ''উদাসীন পথিকের মনের কথা'' রচনা করেন ⇒ মীর মোশারফ হোসেন।
116. ''ব্রজবিলাস'' ও ''প্রভাবতী সম্ভাষণ'' এর রচয়িতা ⇒ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
117. ডিরজিওর অনুগামীরা পরিচিত ছিল ⇒ ইয়ংবেঙ্গল নামে।
118. '' To India My Native Land'' ও '' The Fakir of Janghira'' - রচয়িতা ⇒ ডিরোজিও।
GK Question and answer Social-Religious Reform Movements and Reformers in India (উনিশ শতকে ভারতের সমাজ সংস্কার আন্দোলন আন্দোলনের প্রশ্ন ও উত্তর) PDF Download - click here.
Tags: History