The Revolt of 1857 (History) GK Question and Answer (সিপাহী বিদ্রোহ)

The Revolt of 1857 (History) GK Question and Answer (সিপাহী বিদ্রোহ/মহাবিদ্রোহ) for Competitive Examination. Indian history General Knowledge short question and answer in Bengali.

The revolt of 1857 was a very important thing in the history of India. It is known as the militant Revolt or the first war of independence in the history of India.The Revolt of 1857 Study Material and 55 GK Question and Answer on Modern Indian History for Competitive Examination. The Revolt of 1857 GK Quiz on Indian history.



1. 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং।

2. সিপাহীবিদ্রোহ বা মহাবিদ্রোহকে ''প্রথম স্বাধীনতা যুদ্ধ'' বলে আখ্যা দেন  বীর সাভারকার।

3. মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারন হল  ভারতীয় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল এর প্রচলন। গরু ও শূকরের চর্বি মেশানো কার্তুজ দাঁতে কেটে ভরতে হত, ফলে হিন্দু ও মুসলমান সিপাহীদের ধর্মনাশের গুজব রটে যায়।

4. 1856 খ্রিস্টাব্দে ডালহৌসির ' General Enlistment Act.'  ছিল  ভারতীয় সেনাবাহিনীদের যেকোন জায়গায় যুদ্ধে যাওয়া।

5. প্রথম মহাবিদ্রোহের সূচনা করে 29 মার্চ 1857  খ্রিস্টাব্দে ব্যারেকপুরের সেনাছাউনিতে  মঙ্গল পান্ডে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ।

6. ভারতে মহাবিদ্রোহের পূর্বেই ভারত ত্যাগ করে  লর্ড ডালহৌসি।

7. 1857 সালের মহাবিদ্রোহের্ সময় ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয়  দ্বিতীয় বাহাদুর শাহকে , (মীরাটের সেনাছাউনি)।

8. মীরাটের সেনাছাউনিতে সিপাহী বিদ্রোহের সূচনা করে  10 মে 1857 খ্রিস্টাব্দ।

9. কানপুরের সেনাছাউনিতে সিপাহী বিদ্রোহের সূচনা করে  4 জুন 1857 খ্রিস্টাব্দ।

10. লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করে  1856 খ্রিস্টাব্দ।

11. 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর ব্রিটিশরা সেনাবাহিতে সৈন্য নিয়োগ করেন  পাঞ্জাব থেকে।

12. দিল্লিতে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন দ্বিতীয় বাহাদুর শাও, বখত খান এখানে বিদ্রোহ দমন করে  নিকলসন ও হাডসন।

13. নিস্কর জমি অনুসন্ধানের জন্য ইনাম কমিশন গঠন করে  লর্ড ডালহৌসি।

14. সিপাহী বিদ্রোহ ছিল ''একটি জাতীয় বিদ্রোহ '' বলেন  ডিসরেলি।

15. রানী লক্ষীবাঈ সিপাহীদের নেতৃত্ব দেন  ঝাঁসিতে।

16. বেরিলিতে সিপাহীবিদ্রোহ দমন করে কালীন ক্যাম্পবেল বেরিলিতে নেতৃত্ব দেন  খান বাহাদুর।

17. সিপাহীবিদ্রোহকে '' হিন্দু-মুসলমানের যৌথ ষড়যন্ত্র '' বলে আখ্যা দেন  জে আউট্রাম ও ডাব্লিউ টেলর।

18. কর্নেল নিল এলাহাবাদের সিপাহী বিদ্রোহ দমন করে, সেখানে বিদ্রোহের নেতৃত্ব দেন  লিয়াকত আলি।

19. কুনোয়ার সিং , অমর সিং সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন  বিহারের জগদীশপুরে।

20. নানা সাহেব, তাঁতিয়াটোপি, আজিমুলাহ সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন  কানপুরে।

21. দেবী সিং, কদম সিং সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন  মথুরাতে।

22. মৌলবী আহমদউল্লাহ মহাবিদ্রোহের নেতৃত্ব দেন  ফৈজাবাদে।

23. তাঁতিয়া টোপি মহাবিদ্রোহের নেতৃত্ব দেন  গোয়ালিয়রে।

24. 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির সেনা ছিল  মঙ্গল পান্ডে।

25. কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন  নানাসাহেব ও তাঁতিয়া টোপি। 

26. বিনয় দামোদর সাভারকার সিপাহী বিদ্রোহকে বলেছেন '' এটি ছিল পরিকল্পিত জাতীয় স্বাধীনতার যুদ্ধ ''  দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইন্ডিপেডেন্স গ্রন্থে।

27. মহাবিদ্রোহের প্রকৃত সূচনা বলে মনে করা হয়  মীরাটের সেনাছাউনির বিদ্রোহকে।

28. 1857 সালের মহাবিদ্রোহের প্রথম পতাকা উত্তোলন করে  মঙ্গল পান্ডে।

29. সিপাহী বিদ্রোহের পর বাহাদুর শাহ জাফরকে নির্বাসিত করা হয়  মান্দালয়ে।

30. বেগম হজরত মহল মহাবিদ্রোহের নেতৃত্ব দেন  অযোধ্যায়।

31. মন্দারবাঈ ছিল ঝাঁসির রানীর  অন্তরঙ্গ বান্ধবী।

32. রানী ভিক্টরিয়া ভারতের সম্রাঞ্জী হন 1858 সালের আইনে, ভারতের সম্রাঞ্জী বলে ঘোষনা করে  লর্ড লিটন।

33. সিপাহী বিদ্রোহের পর নানা সাহেব আশ্রয় গ্রহণ করে  নেপালে।

34. নানা সাহেবের বিশ্বস্ত অনুচর ছিল  তাঁতিয়া টোপি।

35. ঝাঁসির মহারাজের নাম ছিল  গঙ্গাধর রাও ( রানী লক্ষ্মীবাঈ এর স্বামী)।

36. ইংরেজ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধরত অবস্থায় মারা যান  ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ।

37. 1858 সালে ইংরেজরা আক্রমন করে  ঝাঁসির দুর্গ।

38. ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর প্রকৃত নাম ছিল  মণিকর্ণিকা।

39. কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন  তাঁতিয়া টোপি।

40. নানা সাহেবের উপদেষ্টা ছিলেন  আজিমুল্লাহ খান।

41. তাঁতিয়া টোপির প্রকৃত নাম ছিল  রামচন্দ্র পান্ডুরঙ্গ।

42. নানা সাহেবের সেনাপতির নাম ছিল  তাঁতিয়া টোপি।

43. 1857 সালের সিপাহী বিদ্রোহে অসমে নেতৃত্ব দেন  দেওয়ান মনিরাম দত্ত।

44. দ্বিতীয় বাজীরাওকে বলা হত  নানা সাহেব।

 45. ঝাঁসির রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত হয়েছিল  স্বত্ববিলোপ নীতি দ্বারা।

46. রেহিলাখন্ডে সিপাহীদের নেতৃত্ব দেন  খান বাহাদুর খান।

47. সিপাহী বিদ্রোহের হাত থেকে গোয়ালীর উদ্ধার করেন  ইংরেজ সেনাপতি হিউরেজ।

48. 1857 সালের মহাবিদ্রোহকে সমর্থন করেন নি  হায়দ্রাবাদের নিজাম।

49. মহাবিদ্রোহের বাঘ নামে পরিচিত  কুনওয়ার সিং।

50. মহাবিদ্রোহের সূচনার পর ইংরেজরা পুনরায়  সমগ্র ভারতবর্ষ অধিকার করে  জুলাই-ডিসেম্বর 1858 খ্রিস্টাব্দ।

51. স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে  ত্রিবাঙ্কুরে।

52. মহাবিদ্রোহের সময় ইংলেন্ডের প্রধানমন্ত্রী ছিলেন  পামস্টোন।

53. রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্রোহের পটভূমিকায় ছোট্টগল্পটি লেখেন  দুরাশা।

54. সিপাহী বিদ্রোহকে সমর্থন করেননি  মধ্যবিত্ত শ্রেণী।

55. সিপাহী বিদ্রোহের সময় দিল্লির মসনদে মুঘল সম্রাট ছিলেন  বাহাদুর শাহ জাফর।


***  পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন। *** ধন্যবাদ ***

Post a Comment

Previous Post Next Post