List of Famous Historical Monuments of India and their builder pdf gk in Bengali .ভারতের মন্দির, স্থাপত্য ও ভাস্কর্যের তালিকা pdf

List of Famous Historical Monuments of India and their builder pdf gk in Bengali .ভারতের মন্দির, স্থাপত্য ও ভাস্কর্যের তালিকা pdf 


আজকে আমরা শেয়ার করছি ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্যের নাম, প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠা সময় ও স্থাপত্যের অবস্থানের তালিকা। যা বিভিন্ন প্রতিযোগিমূলক পরীক্ষায় প্রস্তুতি নিতে সাহায্য করবে(Ancient architecture of India GK in Bengali pdf.)। তাই Indian temple architecture: form and transformation pdf টির ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হল।

42 Architectural Buildings in India GK in Bengali pdf. 




PDF Details:
PDF Name:  List of Famous Historical Monuments of India and their builder pdf gk in Bengali



Click Here to Download. 

History mcq gk in bengali. 

প্রশ্নঃ মুঘল সম্রাট তাজমহল প্রতিষ্ঠা করেছিলেন আগ্রায় এবং সেটি UNESCO বিশ্ব-ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয় কত সালে ?
(ক) ১৯৮২ 
(খ) ১৯৮৩ 
(গ) ১৯৮৪ 
(ঘ) ১৯৮৬ 
প্রশ্নঃ বিরূপাক্ষ মন্দিরটি কোথায় অবস্থিত ?
(ক) কোনার্ক। 
(খ) সারনাথ। 
(গ) হাম্পি। 
(ঘ) ভাগলপুর। 

প্রশ্নঃ সূর্য মন্দির কোন রাজা প্রতিষ্ঠা করেন ?
(ক) প্রথম নরসিংহদেব। 
(খ) দ্বিতীয় বিক্রমাদিত্য। 
(গ) প্রথম কুমার গুপ্ত। 
(ঘ) ধর্মপাল। 

প্রশ্নঃ খাজুরাহ মন্দিরটি কোথায় অবস্থিত ?
(ক) মধ্যপ্রদেশ। 
(খ) মহারাষ্ট্র। 
(গ) রাজস্থান। 
(ঘ) কর্ণাটক। 

প্রশ্নঃ মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট আকবর তার মৃত্যুর পরে সমাধি কোথায় হয়েছিল ?
(ক) চিতোরে। 
(খ) বিজাপুরে। 
(গ) আগ্রার নিকট ফতেপুর সিক্রিতে। 
(ঘ) আগ্রার নিকট সিকান্দ্রা শহরে। 

Post a Comment

Previous Post Next Post