List of First in India Static GK in Bengali PDF Notes - Download Free PDF - ভারতের প্রথম।

List of First in India Static GK in Bengali PDF Notes - Download Free PDF - ভারতের প্রথম। 


List of first in India male and female gk in Bengali.

১. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম ➩ পন্ডিত জওহরলাল নেহেরু।
২. ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম ➩ ড. রাজেন্দ্র প্রসাদ।
৩. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ➩উমেশ চন্দ্র ব্যানার্জী।
৪. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ➩ বদরুদ্দীন তয়াবজী।
৫. ভারতীয় প্রথম নোবেল পুরস্কার প্রাপক ➩ রবীন্দ্রনাথ ঠাকুর।
৬. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম ➩ শ্রীমতী প্রতিভা দেবী সিং পাতিল।
৭. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ➩ ইন্দিরা গান্ধী।
৮. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম ➩ শ্রীমতি সুচেতা কৃপালিনী।
৯. প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম ➩ কল্পনা চাওলা।
১০. ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় মহিলা সভাপতির নাম ➩ সরোজিনী নাইডু।
১১. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ➩ অ্যানি বেসান্ত।
১২ স্বাধীন ভারতের প্রধান বিচারপতির নাম ➩ হীরালাল জে. কানাইয়া।
১৩. ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রর নাম ➩ রাজা হরিশ্চন্দ্র।
১৪. ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম ➩ আশাপূর্ণা দেবী।
১৫. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলের নাম ➩ চক্রবর্তী রাজাগোপালাচারিয়া।
১৬. ভারতের প্রথম নির্বাচন কমিশনারের নাম হল ➩ সুকুমার সেন।
১৭. প্রথম ভারতীয় হিসাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল প্রাপকের নাম ➩ ড. হরগোবিন্দ খুরানা।
১৮. ভারতের প্রথম ভারতরত্ন প্রাপকের নাম ➩ ড. এস. রাধাকৃষ্ণান।
১৯. ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম ➩ জি. শঙ্কর কুরুপ।
২০. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম ➩ ড. জাকির হোসেন।
২১. ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষর নাম ➩ জি. ভি. মাভালঙ্কার।
২২. ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম ➩ সরোজিনী নাইডু।
২৩. ভারতের প্রথম ভাইসরয় ➩ লর্ড ক্যানিং।
২৪. ভারতের প্রথম সেনা প্রধানের নাম ➩ জেনারেল এম. রাজেন্দ্র সিংজী।
২৫. ভারতের প্রথম সংবাদ পত্রর নাম ➩ হিকির 'বেঙ্গল গেজেট' (১৭৮০)।
২৬. ভারতের প্ৰথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতির নাম ➩ মীরা সাহিব ফাতিমা বিবি।
২৭. ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ➩ রীতা ফারিয়া।
২৮. ভারতের প্রথম রাজ্য সভার অধ্যক্ষর নাম ➩ এস. ভি. কৃষ্ণমূর্তি।
২৯. ভারতের প্রথম কৃত্তিম উপগ্রহর নাম ➩ আর্যভট্ট।
৩০. ভারতের প্রথম ইংলিশ চ্যানেল বিজয়ী ভারতীয়র নাম ➩ মিহির সেন।
৩১. প্রথম অস্কার বিজয়ী ভারতীয় ➩ ভানু আথাইয়া।
৩২. প্রথম ভারতীয়া মহাকাশ যাত্রীর নাম ➩ রাকেশ শর্মা।
৩৩. প্রথম ভারতীয় আই সি এস অফিসারের নাম ➩ সত্যেন্দ্র নাথ ঠাকুর।
৩৪. প্রথম এভারেস্ট বিজয়ী ভারতীয় ➩ অবতার সিং চিমা।
৩৫. ভারতের প্ৰথম উপপ্রধানমন্ত্রী ➩ বল্লভভাই প্যাটেল।
৩৬. ভারতের প্রথম দৈনিক সংবাদপত্র ➩ সমাচার দর্পন।
৩৭. ভারতীয় প্রথম বিমান চালক ➩ জে আর ডি টাটা।
৩৮. দিল্লির সিংহাসনে প্রথম নারী ➩ সুলতান রাজিয়া।
৩৯. নোবেল পুরস্কার বিজয়িনী ➩ মাদার তেরেসা।
৪০. ভারতের প্রথম এভারেস্ট বিজয়িনী মহিলার নাম ➩ বাচেন্দ্রী পাল।
৪১. প্রথম ভারতীয় মিস ইউনিভার্স ➩ সুস্মিতা সেন।
৪২. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র ➩ সিদ্রাপং।
৪৩. প্রথম পরমাণু বিস্ফোরণ ➩ পোখরান (১৯৭৪)।
৪৪. ভারতের প্রথম নলজাতকের নাম ➩ দূর্গা (কানুপ্রিয়া আগরওয়াল)।
৪৫. ভারতের প্রথম বায়ুসেনার প্রধান ➩ এয়ার চিফ মার্শাল স্যার টমাস আমহার্স্ট।
৪৬. ভারতের প্রথম নৌসেনা প্রধান ➩ ভাইস অ্যাডমিরাল আর দি কাটারি।
৪৭. ব্রিটিশ গভর্নর জেনারেল ➩ উইলিয়াম বেন্টিঙ্ক।
৪৮. ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরী ক্ষেপণাস্ত্র ➩ পৃথ্বী।
৪৯. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ➩ মৌলনা আবুল কালাম আজাদ।
৫০. প্রথম ভারতীয় সাবমেরিন ➩ আই এন এস কালভেরি।
৫১. প্রথম বৈজ্ঞানিক নোবেল প্রাপক ➩ সি ভি রামন।
৫২. প্রথম ভারতীয় পরমবীর চক্র প্রাপক ➩ মেজর সোমনাথ শর্মা।
৫৩. স্বাধীন ভারতের উপরষ্ট্রপতির নাম ➩ ড. এস. রাধাকৃষ্ণান।
৫৪. সংবিধানের সভাপতি ➩ ড. রাজেন্দ্র প্রসাদ।
৫৫. ভারতীয় বায়ু সেনার প্রধান ➩ এয়ার চিফ মার্শাল এস মুখার্জী।
৫৬. ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় ➩ দাদা ভাই নৌরজি।
৫৭. প্রথম ভারতীয় আন্টার্কটিকা বিজয়ী ➩ লেফটেনেন্ট রামচরণ।
৫৮. প্রথম ভারতীয় আই সি এস  ➩ সুরেন্দ্রনাথ ব্যানার্জী।
৫৯. স্বাধীন ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ➩ লর্ড মাউন্টব্যাটেন।
৬০. প্রথম ভারতীয় মহিলা বুকার পুরস্কার প্রাপক ➩ অরুন্ধতী রায়।
৬১. ম্যাগসাই সাই পুরস্কার ➩ আরতি সাহা। 

PDF Details: 

PDF Name: List of First in India Static GK in Bengali PDF Notes - Download Free PDF.

Post a Comment

Previous Post Next Post