পুরস্কার এবং তার ক্ষেত্র // all Important Awards and their Fields in Bengali - mymathslz
Bengali GK বিভাগটিতে আজকে কয়েকটি পুরস্কার ও তার ক্ষেত্র নিয়ে কয়েকটি প্রশ্ন ও উত্তর দেওয়া হল যা চাকরীর পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এখানে কয়েটি পুরস্কার ও তার ক্ষেত্র এবং পুরস্কারগুলির সূচনাকাল সম্পর্কে প্রশ্ন উত্তর গুলি তৈরী করা হয়েছে।
1. নোবেলপুরস্কার দেয়া হয় কোন কোন বিষয়ে ?
উত্তর: রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, সাহিত্য, শান্তি, চিকিৎসাবিদ্যা এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1901 সাল থেকে পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হতো এবং 1969 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু করে। আলফ্রেড নোবেল তার উইলে অর্থনীতি সম্পর্কে কিছু উল্লেখ করেননি। সুইডেন বিজ্ঞানী আলফ্রেড নোবেল 1895 সালে একটি উইল করে যান যার ভিত্তিতে এই নোবেল পুরস্কার দেয়া হয়ে থাকে।
2. ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, পদ্মভূষণ পুরস্কার কোন বিষয়ে দেয়া হয় এবং কবে থেকে এই পুরস্কার গুলি দেওয়া হয় ?
উত্তর: জাতীয় সেরা, সরকারি পরিষেবা, কলা, সাহিত্য, শিক্ষা, বিজ্ঞান, বাণিজ্য, খেলা, সামাজ সেবা ও সরকার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার গুলি দেয়া হয়ে থাকে। এই পুরস্কার তুলে দেয়া হয় 1954 সাল থেকে।
3. জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় ? জ্ঞানপীঠ পুরস্কার কবে দেওয়া শুরু হয় ?
উত্তর: জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় এবং এই পুরস্কারটি 1961 সাল থেকে দেওয়া হয়।
4. বোরলগ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে ? এই পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় ?
উত্তর: পরিবেশ উন্নয়নে এবং কৃষি গবেষণা। এই পুরস্কার দেওয়া হয় 1972 সাল থেকে।
5. সরস্বতী সম্মান দেয়া হয় কোন ক্ষেত্রে ? সরস্বতী সম্মান প্রথম কবে দেওয়া শুরু হয় ?
উত্তর: সরস্বতী সম্মান দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য। এই সম্মান প্রথম দেয়া শুরু হয় 1991 সাল থেকে।
6. ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কবে প্রথম দেওয়া শুরু হয় ? এই পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে ?
উত্তর: ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার 2005 সাল থেকে প্রথম দেয়া শুরু হয়। এই পুরস্কারটি ইংরেজি সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে।
7. পুলিৎজার পুরস্কার প্রথম কবে দেওয়া শুরু হয় ? এই পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তর: পুলিৎজার পুরস্কার টি 1917 সালে প্রথম দেওয়া শুরু হয় এবং এটি সাহিত্য, সাংবাদিকতা এবং সঙ্গীত ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেয়া হয়ে থাকে।
8. রামন ম্যাগসেসে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এবং এই পুরস্কারটি কবে থেকে প্রথম দেয়া হয় ?
উত্তর: রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় সমাজসেবা, সাহিত্য, সাংবাদিকতা, জনসেবা, সরকারি সেবা, উদীয়মান নেতৃত্ব, যোগাযোগ এবং আন্তর্জাতিক বোঝাপড়ার ক্ষেত্রে। এই পুরস্কারটি প্রথম দেওয়া হয় 1975 সালে।
9. অর্জুন পুরস্কার প্রথম দেওয়া শুরু হয় কবে এবং এই পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় থাকে ?
উত্তর: 1961 সালে প্রথম অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়। খেলাধুলায় অসামান্য অবদানের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয় থাকে।
10. ধন্বন্তরি পুরস্কার কবে ও কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে ?
উত্তর: ধন্বন্তরি পুরস্কারটি 1971 সাল থেকে প্রথম দেওয়া শুরু হয় এবং এই ধন্বন্তরি পুরস্কারটি চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্রে দেওয়া হয়।
11. ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এবং এটি দেয়া শুরু হয় কবে থেকে ?
উত্তর: ব্যাস সম্মান দেওয়া হয় হিন্দি সাহিত্য ক্ষেত্রে। এই সম্মান টি 1991 সাল থেকে দেওয়া প্রথম শুরু হয়।
12. মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার প্রথম কোন সালে শুরু হয় ? এই পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তর: 1995 সালে প্রথম মহতমা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়। শান্তি ও সমন্বয় সাধনের ক্ষেত্রে এ পুরস্কারটি দেয়া হয়।
13. টেগোর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ? পুরস্কারটি প্রথম কোন বছর থেকে দেওয়া শুরু হয় ?
উত্তর: টেগোর পুরস্কারটি কলা ও সাহিত্যের জগতে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষেত্রে দেওয়া হয়। 2011 সাল থেকে প্রথম টেগোর পুরস্কার দেওয়া হয়।
14. অস্কার পুরস্কারটি প্রথম কোন বছর দেওয়া শুরু হয় ? এই পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া শুরু হয় ?
উত্তর: 1929 সালে প্রথম অস্কার পুরস্কার দেয়া হয় এবং এই পুরস্কারটি চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয়।
15. গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তর: 1959 সালে প্রথম গ্র্যামি পুরস্কার দেওয়া শুরু করা হয় এই পুরস্কারটি সংগীতে অসামান্য অবদানের ক্ষেত্রে দেয়া হয়ে থাকে।
16. দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দাওয়া হয় ? এই পুরস্কার প্রথম কবে চালু হয় ?
উত্তর: দাদাসাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এই পুরস্কারটি 1969 সালে প্রথম দেওয়া শুরু করেছিল।
17. ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া শুরু হয় কোন বছর ? ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তর: ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয় উন্নয়ন, শান্তি ও নিরস্ত্রীকরণ এর ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। ইন্দিরা গান্ধী পুরস্কারটি 1986 সালে প্রথম শুরু হয়।
18. শঙ্কর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তর: কলা ও সংস্কৃত, ভারতীয় দর্শন, হিন্দি ভাষা ক্ষেত্রে দেওয়া হয়। পুরস্কারটি প্রথম দেওয়া হয় 1991 সালে।
19. কবীর সম্মান দেওয়া হয় কোন ক্ষেত্রে ?
উত্তর: কবীর সম্মান দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষেত্রে।
20. কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে ? এই পুরস্কারটির সূচনা কাল কবে ?
উত্তর: কলিঙ্গ পুরস্কারটি দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তা ক্ষেত্রে। এই পুরস্কারটির সূচনা কাল হল 1952 সাল।
21. দ্রোণাচার্য পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে ? দ্রোণাচার্য পুরস্কারটির সূচনা কাল কবে ?
উত্তর: দ্রোণাচার্য পুরস্কারটির সূচনা কাল হল 1985 সাল। দ্রোণাচার্য পুরস্কারটি দেওয়া হয় খেলাধুলা প্রশিক্ষণের ক্ষেত্রে।
22. বাচস্পতি সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে ?
উত্তর: বাচস্পতি সম্মান সংস্কৃত সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে।
23. অশোক চক্র পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং এই পুরস্কারটির সূচনাকাল কবে ?
উত্তর: অশোক চক্র পুরস্কারটি সেনাবাহিনীতে বীরত্ব ও সাহসীকতার জন্য় প্রথম দেওয়া শুরু হয় 1952 সালে।
24. তানসেন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে ?
উত্তর: তানসেন পুরস্কারটি দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে। 2000 সালে তানসেন পুরস্কারের সূচনা।
25. ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে ? ধ্যানচাঁদ পুরস্কারের সূচনা কাল কবে ?
উত্তর: ধ্যানচাঁদ পুরস্কারটি দেওয়া হয় প্রাক্তন খেলোয়াড়দেরকে। এই পুরস্কারটির সূচনাকাল হল 2002 সাল।
26. রাজীব গান্ধী খেলারত্ন দেওয়া হয় কোন ক্ষেত্রে ?
উত্তর: রাজীব গান্ধী খেলারত্ন দেওয়া হয় খেলায় অসামান্য পারদর্শীতার জন্য। রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কারটির সূচনা কাল হল 1991-92 সাল।
27. অ্যাবেলা পুরস্কারটি দেওয়া হয় কোন ক্ষেত্রে এবং এই পুরস্কারটির সূচনা কাল কবে ?
উত্তর: অ্যাবেলা পুরস্কারটি দেওয়া হয় গণিতে। এই পুরস্কারটির সূচনাকাল হল 2003 সাল।
⇒ আরও Bengali GK পড়ুন।
Tags: GK in bengali